Tag: ফেরদৌসি

  • স্ত্রীর থেকে আলাদা চিত্রনায়ক ফেরদৌস, সন্তানরা কথা বলছে ভিডিও কলে

    স্ত্রীর থেকে আলাদা চিত্রনায়ক ফেরদৌস, সন্তানরা কথা বলছে ভিডিও কলে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বিনোদন ডেস্ক : পরিবারকে সুখে রাখতেই মানুষ কঠোর পরিশ্রম করেন। চিত্রনায়ক ফেরদৌসও ব্যতিক্রম নন।

    পরিবারের সকলের মঙ্গলের জন্য স্ত্রী তানিয়া রেজার কাছ থেকে গত সপ্তাহ ধরে আলাদা থাকছেন বাংলা সিনেমার অন্যতম চিত্রনায়ক ফেরদৌস।

    মূলত স্ত্রী তানিয়া রেজা ও দুই কন্যা নুজহাত ফেরদৌস ও নামিরা ফেরদৌসকে নিয়ে তার সুখের সংসারে বাঁধা হয়ে দাড়িয়েছে করোনা ভাইরাস। পরিস্থিতির কারণে স্ত্রীকে কোয়ারেন্টিনে রেখে তিনি আলাদা থাকছেন সন্তানদের নিয়ে।

    ফেরদৌস জানান, স্ত্রী তানিয়া পেশায় একজন বৈমানিক। পেশাগত কারণে তাকে বিশ্বের বিভিন্ন দেশে যেতে হয়। গত সপ্তাহে লন্ডনের এক ফ্লাইটে ঢাকায় ফেরেন তানিয়া।

    এরপর থেকে গুলশানের একটি বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। সন্তানদের নিয়ে বনানীর বাসায় থাকছেন ফেরদৌস।

    হঠাৎ বৃষ্টিখ্যাত এই নায়ক বললেন, ‘আমার স্ত্রী পেশায় পাইলট, তাই বাধ্য হয়েই তাকে যেতে হয় দেশের বাইরে। গত সপ্তাহে লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে আছে। আমি সন্তানদের নিয়ে বাসায় থাকছি।

    ওরা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলে। এটা সবার জন্য আমাদের ত্যাগ। করোনাভাইরাস একজন থেকে হাজার মানুষের মধ্যে ছড়িয়ে যায়। সাবধানতায় রক্ষা করতে পারে আমাদের। এই সময় সবার ঘরে থেকেই সচেতন হতে হবে।’

    সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশে মোট ১৩ লাখ ৪৮ হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৪ হাজার ৭৯৫ জন।

    বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • ওসি’র প্রচেষ্টায় সংসার ফিরে পেলেন ফেরদৌসি

    ওসি’র প্রচেষ্টায় সংসার ফিরে পেলেন ফেরদৌসি

    ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের প্রচেষ্টায় ২ বছর পর স্বামীর সংসার ফিরে পেলেন গৃহবধূ ফেরদৌসি (২৪)।

    মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান, ২০১৭ সালের ৮ মার্চ উপজেলার ছকড়িকান্দি গ্রামের মো. হোসেন শেখের ছেলে মো. মিরাজ শেখের সঙ্গে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের মো. হান্নান বিশ্বাসের মেয়ে ফেরদৌসির বিয়ে হয়। বিয়ের ১ বছর পর পারিবারিক কলহের কারণে দু’জনের মাঝে বিচ্ছেদ হয়ে যায়।

    পরে ২ বছর ধরে স্বামীর ঘর ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালায় ফেরদৌসি। কোনো ফল না পেয়ে দ্বারস্থ হয় মধুখালী থানা পুলিশের।

    বুধবার মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার ছকড়িকান্দি গ্রামের স্বামীর ঘরে ফিরে গেলেন ফেরদৌসি।

    ২ বছর পর ঘর ফিরে পেয়ে খুব খুশি ফেরদৌসি। তার স্বামী মিরাজ শেখ বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওসিকে অনেক ধন্যবাদ আমার ভাঙ্গা সংসার এক করে দেয়ার জন্য।