Tag: ফেসবুক স্ট্যটাস

  • আমাকে হৃদয়ে রাখবেন, প্রার্থনায় রাখবেন:সাকিব

    আমাকে হৃদয়ে রাখবেন, প্রার্থনায় রাখবেন:সাকিব

    বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে আইসিসি দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করার পর মঙ্গলবার (২৯ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে শুধু লিখিত বক্তব্যটুকু পড়ে গিয়েছিলেন সাকিব আল হাসান।

    এরপর অনেক কিছু ঘটে গেছে। শাস্তির প্রতিবাদে বিক্ষোভও করেছেন ভক্তরা। অনেকেই এর পেছনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ভূমিকা খুঁজে বের করার চেষ্টা করছেন। এতকিছুর মধ্যে সাকিব ছিলেন নীরব।

    এবার তিনি মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

    সাকিবের ভেরিফাইড পেজে দেওয়া স্ট্যাটাস হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

    আমার সকল সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা,
    আমি এই বলে শুরু করতে চাই যে, আমার ও আমার পরিবারের দুঃসময়ে আপনাদের নিঃস্বার্থ সমর্থন ও ভালোবাসায় আমি আপ্লুত। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার মর্ম গত কয়েকদিনে আমি সবচেয়ে ভালোভাবে অনুভব করতে পেরেছি।
    আমি সবাইকে শান্ত থাকা ও ধৈর্য ধরার অনুরোধ করছি যারা আমাকে দেওয়া শাস্তির কারণে অসন্তোষ প্রকাশ করছেন।

    আমি নিশ্চিত করতে চাই, আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের পুরো তদন্ত প্রক্রিয়াটা অত্যন্ত গোপনীয় এবং শাস্তি ঘোষণার মাত্র কদিন আগে খোদ বিসিবি বিষয়টি সম্পর্কে জানতে পারে। সেই সময় থেকে বিসিবিই আমাকে সবচেয়ে বেশি সমর্থন জুগিয়ে যাচ্ছে এবং এজন্য আমি কৃতজ্ঞ।
    আমি বুঝতে পারি, কেনো আমাকে এত মানুষ সাহায্য করতে চাইছেন এবং সেটার মূল্যায়ন আমি করি। যাইহোক, সবকিছুর একটা প্রক্রিয়া আছে। আর আমি আমাকে দেয়া শাস্তি মেনে নিয়েছি, কারণ এটা যৌক্তিক ছিলো।

    এখন আমার একমাত্র লক্ষ্য, মাঠে ফেরা এবং ২০২০ সালে বাংলাদেশের হয়ে খেলা। ততদিন পর্যন্ত আমাকে হৃদয়ে রাখবেন, প্রার্থনায় রাখবেন।
    ধন্যবাদ।

    সাকিবের ফেসবুক স্ট্যাটাস
  • হুইপ সামশুল হকের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে যুবলীগ নেতা আটক

    হুইপ সামশুল হকের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে যুবলীগ নেতা আটক

    পটিয়ার সংসদ সদস্য ও সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পুলিশ পটিয়ার যু্লীগ নেতা জমির উদ্দিনকে আটক করেছে।

    আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫ টায় পটিয়া পৌর সদরের মাঝেরঘাটা নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

    পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন প্রতিবেদক কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে ক্রমাগত মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে জমির উদ্দিনকে আটক করা হয়েছে। শুনেছি তিনি যুবলীগ নেতা। তবে কোন পদে আছেন জানি না।

    স্থানীয় সুত্রে জানাগেছে, জমির আওয়ামী লীগের পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত। তার বিরুদ্ধে আগেও থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

    এক সময় তিনি পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

    গত কিছুদিন ধরে হুইপ সামশুল হকের বিরুদ্ধে ফেইসবুকে ক্রমাগত স্ট্যাটাস দিয়ে আসছিল। এতে এমপি সামশুল হকের পক্ষে আবু সাঈদ তানভীর নামে একজন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে।

  • পুলিশ পরিদর্শক সাইফের বিরুদ্ধে হুইপের মামলা, সাময়িক বহিস্কার

    পুলিশ পরিদর্শক সাইফের বিরুদ্ধে হুইপের মামলা, সাময়িক বহিস্কার

    ২৪ ঘন্টা ডেস্ক : জাতীয় সংসদের হুইপের বিরুদ্ধে ১৮০ কোটি টাকা জুয়ার আয়ের অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সে আলোচিত পুলিশ পরিদর্শক সাইফ আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হুইপ সামশুল হক চৌধুরী।

    আজ বিকেল ৪টা ২২ মিনিটে হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে ও চট্টগ্রাম আবাহনীর পরিচালক এন করিম চৌধুরী শারুন তার ফেসবুক টাইমলাইনে সাইবার ক্রাইম আইনে মামলা দায়েরের বিষয়টি উল্লেখ করেন।

    শারুন তার স্ট্যাটাসে লেখেন, মিথ্যা তথ্য প্রদান ও অসদাচরনের দায়ে পুলিশ পরিদর্শক বরখাস্ত। সত্যকে মিথ্যা দিয়ে বেশিক্ষন ঢেকে রাখা যায়না। রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত গুজবে কান না দেওয়ার জন্য প্রিয় সাংবাদিক ভাইদের ও সবাইকে আহবান জানান তরুণ এ রাজনীতিবীদ ও ক্রীড়া সংগঠক।

    এ বিষয়ে জানতে চাইলে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, বুধবার সাইবার ট্রাইবুন্যালে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর কয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়।

    তিনি বলেন,চট্টগ্রাম আবাহনী ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটির উন্নয়নে যেখানে আমি আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ঠিক তখনই ফেসবুকে মিথ্যা তথ্য উপস্থাপন করে স্ট্যাটাস দিয়ে তা ভুন্ডল করতে একটি শ্রেণী ষড়যন্ত্রে মেতেছে।

    তিনি আরো বলেন, যেখানে কোন জুয়ায় চলে না সেখান থেকে ১৮০ কোটি টাকা আয়ের তথ্য তিনি পেলেন কোথায়? এতে তার মানহানি হয়েছে উল্লেখ করে এ ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে সাইবার ট্রাইবুন্যালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছি।

    এদিকে গতকাল মঙ্গলবার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-পারসোনাল ম্যানেজমেন্ট-২) এর পক্ষে এআইজি (পিআইও-১) আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশ পরিদর্শক সাইফুল আমিনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

    পুলিশ হেডকোয়ার্টার্সের ওই চিঠিতে বলা হয়, বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ, জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণœ করা তথা অসদাচরণের দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) মোতাবেক এতদ্বারা চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

    সাময়িক বরখাস্তকালীন তিনি ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুরের কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

    উল্লেখ্য,গত ২০ সেপ্টেম্বর পুলিশ পরিদর্শক সাইফুল আমিন তার ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে হুইপের বিরুদ্ধে জুয়া থেকে ১৮০ কোটি টাকা আয়ের অভিযোগ তুলেন। এছাড়া চট্টগ্রামে কর্মরত বিভিন্ন পদে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও তিনি নানাভাবে অর্থ আদায়ের বিভিন্ন অভিযোগ তুলেন।

    পুলিশ পরিদর্শক সাইফুল আমিন ফেসবুক স্ট্যাটাসে যা বলেছিলেন
    ক্লাব-জুয়া-সাংসদ এবং ওসি ঃ
    ‘‘ক্যসিনো, ফ্লাশ, হাউজি, হাজারি, কাইট, পয়শা (চাঁন তারা) এগুলো আবহমান কাল থেকেই মহানগর ও জেলা সদরের ওসিদের বিনা ঝামেলায় মোটা টাকা পাওয়ার পথ।

    মহানগরের ফ্ল্যাটকেন্দ্রিক দেহ ব্যবসা, ম্যাসেজ পার্লারগুলো ওসি সাহেবদের ২য় ইনকাম জেনারেটিং এসিসট্যান্স করে, থানার ক্যাশিয়ার কালেকশন করে ওসির প্রতিনিধি হিসেবে। ক্লাবপাড়ার ওসিরা এই দুই খাত থেকেই দৈনিক ৫ লাখ করে নিলেও মাসে সেটা দেড় কোটিতে পৌছায়। এবার আছে থানার সিভিল টিম, সিয়েরা ডে/নাইট, লিমা ডে/ নাইট/ গল্ফ ডে নাইট।

    এরপর ডিবি। ডিবি একসঙ্গে নেয় না, তালিকা অনুযায়ী ব্যক্তিগতভাবে সংগ্রহ করা হয়। প্রতি মাসেই স্ব স্ব ইউনিট থেকে কর্মরত অফিসারদের তালিকা আপডেট করে হাউজগুলোতে পাঠানো হয়।

    বাকি থাকে মাদক, ওসিরা এখন মাদকের টাকা নেয় না।
    মফস্বলের ওসিরা চায় সারা বছর মেলা। মেলা মানে ধামাকা ধামাকা নৃত্য, জুয়া, হাউজি, ওয়ান/টেন আর ডাব্বা খেলা। দৈনিক ওসির ৫০ হাজার, মাসান্তে ১৫ লক্ষ, তিন মাস চললে ৪৫। ব্যস! আগের পোস্টিং ফ্রি, আর পরেরটা মজুদ। বাকি দিনে যা পান সব বোনাস।

    ঢাকায় মেনন সাহেব একটির চেয়ার অলঙ্কৃত করেছেন। দোষের কিছু নাই। রাজনীতি বলে নকশালীরা টাকশালি। অর্থাৎ টাকশালের মালিক তারা হন।
    চট্টগ্রামে শামসুল হক মাস্টার (!)। ছিঃ ধিক্কার জানাই।

    আমার নিজের হিসেবে তিনি আজ ৫ বছর চট্টগ্রাম আবাহনীর জুয়ার বোর্ডের মালিক, তত্ত্বাবধায়ক এবং গডফাদার। দৈনিক সর্বনিম্ন ১০ লাখ করে নিলেও আজ ৫ বছরে শুধু জুয়া থেকে নিয়েছেন প্রায় ১৮০ কোটি টাকা। ক্লাবটি হালিশহর থানায়, এমপি সাহেব ওসির জন্য মাসে হাজার দশেক টাকা পাঠান ছিঁচকে ছিনতাইকারী ও মাদকসেবী দীঘলের মারফত ( তথাকথিত যুবলীগ নেতা)।

    টাকার এত অবনয়নে হালিশহরের ওসিরা সেই টাকা নেন না। যদিও ওই থানায় ১৩০০টি দেহ ব্যবসার আলয় আছে। ওসি দৈনিক বাসা প্রতি ৫০০ টাকা করে ৬০ হাজার পান। মাসে এখানে ১৮ লাখ পান, তাই মাস্টারের জুয়ার আখড়া মুফতে চললেও রা করেন না।

    এই হক মাস্টারের অর্থশালী হয়ে ধরা কে সরা জ্ঞান করার অন্য কারবার হলো ইয়াবা ট্রানজিট। সরকারের কড়াকড়ি আরোপের আগ পর্যন্ত টেকনাফ থেকে আসা ইয়াবার ৮০ ভাগ তার পটিয়ায় ট্রানজিট নিতো। এবং র্যাব এর এনকাউন্টারে মাস্টার সাবের ইয়াবা উইং কমান্ডার নিহত হলে দীর্ঘ একযুগ পর চট্টগ্রামের স্টেশন কলোনি ইয়াবা ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়।

    শত অভিযান আর আন্তরিকতা স্বত্তেও যা বন্ধ করতে পারেননি সিএমপির সাবেক কমিশনার জনাব মোহাঃ সফিকুল ইসলাম, জনাব জলিল, জনাব ইকবাল বাহার চৌঃ। অথচ হক মাস্টার ধোয়া তুলশী রয়ে গেলেন।

    জুয়া দিয়ে এবং নিয়ে দেশময় প্রায় একই অবস্থা। আগের সরকারে করেছেন খোকা, আব্বাস, ফালু, এখন করছেন মেনন, শামসু মাস্টার, খালিদ। কিন্তু সব আমলেই কমন আছেন ব্রাত্য ওসি সাহেব। ’’

    জানা যায়, পুলিশ পরিদর্শক সাইফুল আমিন এক সময় হালিশহর থানা, চট্টগ্রাম মহানগর আদালতের হাজতখানাসহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন।

    ২৪ ঘন্টা/রাজীব প্রিন্স