Tag: ফৌজদারহাট

  • ফৌজদারহাটে নিখোঁজের ১২ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

    ফৌজদারহাটে নিখোঁজের ১২ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ফৌজদারহাটে নিখোঁজের ১২ ঘন্টা পর ফরিদুল আলম(৫৬) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৮ টার সময় এঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

    জানা যায়, ফৌজদারহাটস্থ উত্তর সলিমপুরের গনি মেম্বার বাড়ির মৃত ফজলুল হকের পুত্র ফরিদুল আলম সওদাগর গতকাল সন্ধ্যা ৬ টার সময় নিজের ব্যবসা প্রতিষ্ঠান (মুদি দোকান) থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরিবারের লোকজন সবদিক খোঁজাখুজির পরও তার সন্ধান না পেয়ে বিষয়টি সীতাকুণ্ড থানাকে অবহিত করে। আজ সকাল ৬ টার দিকে তার বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে ও ফৌজদারহাট কাঁচা বাজারের পেছনে একটি খালি জায়গা থেকে তার মৃতদেহ পাওয়া যায়।

    এব্যাপারে মৃত ফরিদুল আলমের ছোট ভাই এডভোকেট আবু বক্কর সিদ্দীকি বলেন, আমার ভাই নিজের দোকান থেকে বের হয়ে আর ফেরেনি, তার সাথে কারো শত্রুতা নেই, সকালে তার লাশ পাওয়া যায়।

    এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরনবী বলেন, গতরাতে ফরিদুল আলম পরিবার জানিয়েছিল, তাকে পাওয়া যাচ্ছে না। আজ সকালে জানতে পারি ফৌজদারহাট কাঁচা বাজারের পেছন থেকে একটি জমি থেকে তার মৃতদেহ পাওয়া যায়। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি। মৃতদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • ফৌজদারহাটে বিলবোর্ডের খুঁটির সাথে লরীর ধাক্কায় ড্রাইভার নিহত

    ফৌজদারহাটে বিলবোর্ডের খুঁটির সাথে লরীর ধাক্কায় ড্রাইভার নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় সড়ক দূর্ঘটনায় আবদুল জলিল (৫৮) নামের এক ড্রাইভার নিহত হয়েছে। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চণ্ডীপুরে।

    আজ শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬ টার দিকে বাংলা বাজার বাইপাস মোড়ে মহাসড়কে এ দূর্ঘঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,ঢাকামূখী হাক্কানীর লং লরী (চট্টমেট্রো-ঢ-৮১-০৬৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি বিলবোর্ডের খাম্বার সাথে ধাক্কা দেয়। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়েমুছড়ে যায়। এসময় গাড়ির ড্রাইভার আবদুল জলিল আটকা পড়েন এবং নিহত হন।

    খবর পেয়ে স্টেশন অফিসার এস এ ইফতেখার উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় রেসকিউ টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই দেলোয়ারের নিকট হস্তান্তর করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ফৌজদারহাট বিআইটিআইডিতে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

    ফৌজদারহাট বিআইটিআইডিতে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি || করোনা ভাইরাস আক্রান্তের লক্ষণ নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে আরও ১ জন মারা গেছেন। তার বয়স ৫৫ বছর।

    তিনি নগরীর সাগরিকা রোড এলাকার বাসিন্দা। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডি এর পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী।

    এ ব্যাপারে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডিতে একজনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে জানা যাবে তিনি করোনা রোগী কিনা।

    বিআইটিআইডিত এর পরিচালক ডা. আবুল হাসান চৌধুরী বলেন, গতকাল শনিবার বিকেলে রোগীকে ভর্তি করানো হয়। ভর্তির পর পরই নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর জানানো যাবে করোনা আক্রান্ত কিনা।

    তবে রোগীটির সর্দি, কাশি ও শ্বাসকষ্টের লক্ষণ ছিলো বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/ কামরুল দুলু/আর এস পি

  • বিআইটিআইডিতে করোনা আক্রান্তের লক্ষণ নিয়ে আরো একজনের মৃত্যু

    বিআইটিআইডিতে করোনা আক্রান্তের লক্ষণ নিয়ে আরো একজনের মৃত্যু

    সীতাকুণ্ড প্রতিনিধি :: করোনা ভাইরাস আক্রান্তের লক্ষণ নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে আরও ১ জন মারা গেছেন। তার বয়স ৫৫ বছর। তিনি নগরীর সাগরিকা রোড এলাকার বাসিন্দা।

    আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড় সাতটার দিকে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডি এর পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী।

    এ ব্যাপারে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডিতে একজনের মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষা শেষে জানা যাবে তিনি করোনা রোগী কিনা।

    বিআইটিআইডিত এর পরিচালক ডা. আবুল হাসান চৌধুরী বলেন, গতকাল শনিবার বিকেলে রোগী ভর্তি করানো হয়। ভর্তির পর পরই নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর জানানো যাবে করোনা আক্রান্ত কিনা। রোগীটির সর্দি, কাশি ও শ্বাসকষ্টের লক্ষণ রয়েছে। তবে অন্যকোন রোগ ছিলনা।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ফৌজদারহাট বিআইটিআইডিতে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু

    ফৌজদারহাট বিআইটিআইডিতে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু

    সীতাকুণ্ড প্রতিনিধি: জ্বর-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এর আইসোলেশন ইউনিটে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম আরফা বেগম(৫৫)। সে লোহাগড়ার আমিরাবাদের আবুল হোসেনের স্ত্রী।

    মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    আরফা বেগম করোনা আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানান বিআইটিআইডি এর পরিচালক আবুল হাসান।

    জানা যায়, মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর আগে এ নারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও ভর্তি ছিলেন। করোনা উপসর্গ সন্দেহে তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়। রাত সাড়ে ৮ টার দিকে হঠাৎ তার মৃত্যু হয়।

    পরিচালক আবুল হাসান বলেন, মৃত ব্যক্তি  করোনা আক্রান্ত কিনা তার নমুনা সংগ্রহ করে টেষ্টে দিয়েছেন। রেজাল্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে উক্ত নারী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।

  • ফৌজদারহাটস্থ বিআইটিআইতে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা সেমিনার অনুষ্ঠিত

    ফৌজদারহাটস্থ বিআইটিআইতে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা সেমিনার অনুষ্ঠিত

    কামরুল ইসলাম দুলু : বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজজ (বিআইটিআইডি) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর এ্যাডভান্সমেন্ট অব ট্রপিক্যাল মেডিসিন (বিএএটিএম) এর যৌথ উদ্যাগে করোনা ভাইরাস সন্মন্ধে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বেলা ১১টায় সীতাকুণ্ডের ফৌজদারস্থ বিআইটিআইডি’র ৪র্থ তলায় অডিটোরিয়ামে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়।

    বিআটিআইডির পরিচালক অধ্যাপক ডাঃ এম,এ হাসান চৌধুরীর নেতৃত্বে চিকিৎসকদের সক্রিয় অংশ গ্রহণে উক্ত কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ ইসমাইল খান।

    সেমিনারের মুল প্রবন্ধ উপস্থাপনা করেন বিএসএমএমইউ সহকারী অধ্যাপক ডাঃ ফজলে রাব্বী চৌধুরী এবং বিআইটিআইডি’র সহযোগী অধ্যাপক ডাঃ মামুনুর রশিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ রিদউয়ানুর রহমান, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধক্ষ্য অধ্যাপক ডাঃ মো আমির হোসেন।

    করোনা ভাইরাস সম্পর্কিত বিশেষজ্ঞ মতামত প্রদান করেন অধ্যাপক ডাঃ সুজাত পাল, অধ্যাপক ডাঃ মোঃ রোবেদ আমিন, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুস সাত্তার, অধ্যাপক ডাঃ অনিরুদ্ধ ঘোষ এবং ডাঃ হাসিনা নাসরীন।

    বক্তারা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আরো উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। করোনা ভাইরাস রোগী শনাক্ত না হলেও ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশে। ভাইরাসটি যাতে বাংলাদেশের ছড়িয়ে পড়তে না পারে সে জন্য জনচেতনা সৃষ্টির পাশাপাশি ভাইরাসটি মোকাবিলায় কী কী করণীয় রয়েছে তা দ্রুততার সঙ্গে নির্ধারণ করতে হবে। ভাইরাসটি মোকাবিলা করতে হলে ভাইরাসটির আচরণ থেকে শুরু করে সবকিছুই জানতে হবে।

    সেমিনারে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের ওপর বিশেষ গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত নয়, সর্বোচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করতে হবে। এই ভাইরাসটি একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়াতে পারে।

    করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর। তারপর দেখা দেয় শুকনা কাশি। এক সপ্তাহের মধ্যে দেখা দেয় শ্বাসকষ্ট।

    সেমিনারে মূল প্রবন্ধে অধ্যাপক ডাঃ ফজলে রাব্বী চৌধুরী এবং অধ্যাপক ডাঃ মামুনুর রশিদ করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বনের বিভিন্ন কৌশল আলোক চিত্রের মাধ্যমে তুলে ধরেন।

  • বাসের জগের ভিতর করে ইয়াবা পাচার, ফৌজদারহাট থেকে ড্রাইভার-হেলপার আটক

    বাসের জগের ভিতর করে ইয়াবা পাচার, ফৌজদারহাট থেকে ড্রাইভার-হেলপার আটক

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাস এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

    বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকামূখী একটি সৌদিয়া পরিবহণ (চট্টমেট্টো ব-১১-১০৮২) বাসে তল্লাসী চালিয়ে বাসে ড্রাইভার মোঃ আলমগীর (৩৮) ও হেলপার মোঃ হায়দার (২৫) নামে দুইজনকে আটক করা হয়।

    তারা অভিনব কায়দায় গাড়ির জগ এর ভিতরে করে ইয়াবা নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার ও এএসআই শফিউল্লাহ এর নেতৃত্বে পুলিশ ফৌজদার হাটের বাইপাস এলাকায় সৌদিয়া পরিবহণ গাড়ির জগ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।

    আটককৃত ড্রাইভার মোঃ আলমগীর ও হেলপার মোঃ হায়দার নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদ পুর আমির আলী (সওঃ) এর বাড়ির মৃত নুর মিয়া সওদাগরের পুত্র। তারা দুইজনই আপন ভাই।

    বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল বলেন, সৌদিয়া বাসের জগ ( চাকা খুলার যন্ত্র) এর ভিতর থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসসহ গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ফৌজদারহাটে লেগুনার ধাক্কা,১ পথচারী নিহত আহত ২

    ফৌজদারহাটে লেগুনার ধাক্কা,১ পথচারী নিহত আহত ২

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাইপাস সড়কে লেগুনার ধাক্কায় এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে, এঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

    শুক্রবার (২৪ জানুয়ারী) বিকাল তিনটার সময় এ দূর্ঘটনা ঘটে।

    নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহত দুইজন হচ্ছে শাহেদা বেগম (৩৫) ও আরাফাত (৭)। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এদিকে উক্ত লেগুনা চালক রাসেলকে স্থানীয় এলাকাবাসী গণপিটুণী দিলে পালানোর সময় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সে আহত হয়। তাকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার আহমেদ জানান, বাইপাশ এলাকায় একটি লেগুনা তিন পথচারীকে ধাক্কা দিলে হাসপাতলে নিয়ে গেলে একজন মারা যায়। ঘটনাস্থল থেকে লেগুনাটি আটক করা হয়েছে।

  • শিক্ষানবীশ ২৮ পুলিশ ডায়রিয়ায় আক্রান্ত,ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ভর্তি

    শিক্ষানবীশ ২৮ পুলিশ ডায়রিয়ায় আক্রান্ত,ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ভর্তি

    সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর হালিশহরের ছোটপুল পুলিশ লাইনের রিক্রুট ২৮ পুলিশ কনস্টেবল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে সীতাকুণ্ড উপজেলার ফৌজদার হাটাস্থ বিআইটিআইডি (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস) হাসপাতালে।

    শনিবার দুপুরে চট্টগ্রামের ছোটপুল পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্যরা খাবার খাওয়ার পর থেকেই পেট ব্যাথা, কারো কারো বমি, পায়খানাসহ সমস্যা দেখা দেয়। কিন্তু এরপর রাতে আবার নিয়মিত খাবার হিসেবে রুটি ও ডাল খান তারা। এরপর একের পর একজন ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকেন। এভাবে অতিরিক্ত ডায়রিয়া শুরু হওয়ায় মোট ২৮ জন পুলিশ সদস্যকে সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে ভর্তি করানো হয়।

    হাসপাতালের ইনফেকশান ডিজিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ বলেন, শনিবার নগরীর ছোটপুল থেকে আমাদের হাসপাতলে ভর্তি হয়। তারা সন্ধ্যায় ৭ ব্যারেকে মাংসের ঝোল দিয়ে রুটি খাওয়ার পর রাতে ক্লাসে গেল তাদের পেটের ব্যাথা শুরু হয়। এরপর থেকে তারা ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকে। রাত ১১টা থেকে রাত ১ টার মধ্যে ২৮ জন হাসপাতলে ভর্তি হয়। তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হয়। রবিবার সকালে সবাই সুস্থ্য হয়ে ব্যারেকে ফিরে যায়।