Tag: ফ্রি চিকিৎসা

  • এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

    এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

    চট্টগ্রাম নগরীর সিডিএ নিউ চান্দগাঁও আ/এ, বহদ্দারহাটে অবস্থিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর বোর্ড মেম্বার, বিএমএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ডাঃ শফিউল আজমের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় শিক্ষার্থীদরে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

    উক্ত স্বাস্থ্য পরীক্ষায় চট্টগ্রাম রেড ক্রিসেন্ট এর ডাঃ মাহবুবুল আলম, ডাঃ আতিক উল্লাহ ও সাকিবুল শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করেন। উদ্বোধন করেন সিডিএ নিউ চান্দগাঁও আ/এ, কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শরীফ ও অত্র বিদ্যালয়ের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।

    সুন্দর ও নিরাপদ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সুসম্পন্ন করায় অভিভাবকগণ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

    এসময় ডাঃ শফিউল আজম ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে দৃষ্টি রাখতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

    ২৪ঘণ্টা/এনআর

  • সমাজ সেবা ও জনকল্যাণে আত্মেৎসর্গীত হওয়াই ওলী-সাধকদের জীবনদর্শন

    সমাজ সেবা ও জনকল্যাণে আত্মেৎসর্গীত হওয়াই ওলী-সাধকদের জীবনদর্শন

    মহান ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) আওলাদে রাসূল (দ.), শায়খুল ইসলাম, ইমামে আহলে সুন্নাত, গাউছুল ওয়ারা হযরত শাহ্সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)’র ৮৩তম খোশরোজ শরীফ উপলক্ষে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গরিব দুস্থ মানুষের জন্য ফ্রী চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

    আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মাইজভাণ্ডার দরবার শরীফে আয়োজিত ফ্রী চিকিৎসাসেবা ক্যাম্পে মেডিসিন, নাক, কান, গলা, স্ত্রী ও প্রসূতী, ডায়াবেটিস, চক্ষু, মইনীয়া সাইফিয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ব্লাড গ্রুপ নির্ণয়সহ নানা ধরনের সহস্রাধিক রোগীদের চিকিৎসাসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

    এ মহতী অনুষ্ঠান উদ্বোধন করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন রাহবারে শরীয়ত ও ত্বরীক্বত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

    তিনি বলেন, বিত্তবানরা অসহায় বিপন্ন মানুষের দু:খ-দুর্দশা লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে গরিবদের দিন ও ভাগ্য বদলে যাবে। মানবিক দায়িত্ব ও মমত্ববোধ থেকে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে বিত্তবানদেরকে। সমাজসেবা ও জনকল্যাণে আত্মোৎসর্গীত হওয়াই ওলী বুজুর্গ সাধক মনীষীদের জীবনদর্শন ও শিক্ষা।

    শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)সহ মাইজভাণ্ডারী মহাত্মাগণের শিক্ষাই হচ্ছে মানুষের কল্যাণে আত্মনিবেদিত থাকা।

    ফ্রী চিকিৎসাসেবায় ডাক্তারদের মধ্যে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা: সৈয়দ নূরুল কিবরিয়া, নাক, কান গলা ও সার্জারী বিশেষজ্ঞ ডা: আসাদুজ্জামান নূর, শিশু রোগ অভিজ্ঞ ডা: ফাহিয়া মাহমুদ, প্রসূতী ও স্ত্রী রোগ অভিজ্ঞ ডা: আন্জুমান আরা সবুর, ডায়াবেটিস রোগ অভিজ্ঞ ডা: মাহফুজুল হক, চক্ষু রোগ অভিজ্ঞ ডা: শিপন প্রমুখ।

  • ডিসি রোড সমন্বয় কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

    ডিসি রোড সমন্বয় কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

    ডি. সি. রোড সমন্বয় কল্যাণ পরিষদের উদ্যোগে বোয়ালখালী তৈয়বিয়া দেলোয়ার আম্বিয়া সুন্নিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে এক ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

    শনিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।

    যেখানে সর্বসাধারনের জন্য ছিল বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা, মহিলাদের ফ্রি জরায়ু পরীক্ষা, ফ্রি খৎনা, ফ্রি ডায়াবেটিক পরীক্ষা, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং ব্লাড প্রেসার নির্ণয়।

    সংগঠনের আহ্বায়ক মোঃ ইদ্রিস বাবুল এর সভাপতিত্বে ও সমন্বয়কারী মোঃ রাসেদ কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়কারীদের মধ্যে আবু রায়হান পারভেজ, এখতেয়ার হোসেন, মুফিজুর রহমান, আলহাজ্ব মুনিরুল ইসলাম, মোঃ জাবেদ আহমেদ, ছাত্র নেতা জাহাঙ্গীর সেলিম, মোঃ সাজ্জাদ হোসেন, ফুটন্ত ফুলের সভাপতি শাহিন মোহাম্মদ সহ ফুটন্ত ফুলের সদস্যারা।

    সমন্বয় কল্যাণ পরিষদের উদ্যোগে বোয়ালখালীর পশ্চিম কধুরখীল গ্রামে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ২৪৬ জনের ফ্রি চিকিৎসা, ১৪৭ জনের জরায়ুর চিকিৎসা, ২৫ জনের ফ্রি খতনা, ৩৫০ জনের ফ্রি ডায়াবেটিক পরীক্ষা ও ৪৭৫ জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, এবং ১৯৫ জনের ব্লাড় প্রেসার নির্ণয় করা হয়।

    সংগঠনের সদস্যরা বলেন এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ও আজীবন করে যাবে ইনশাআল্লাহ।

  • সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সেবা ক্যাম্পে পাঁচশত রোগীর ফ্রি চিকিৎসা

    সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সেবা ক্যাম্পে পাঁচশত রোগীর ফ্রি চিকিৎসা

    সীতাকুণ্ডের পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সেবা ক্যাম্পেে পাঁচশত রুগীর চক্ষু ডায়বেটিস ব্লাড গ্রুপিং সম্পন্ন হয়েছে।

    লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণী, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন, লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এর উদ্যোগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার সাদেক মাস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

    দিনব্যাপী সেবা ক্যাম্পে পাঁচশত রুগীর চক্ষু, ডায়বেটিস, ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইণ্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্ণর ইলেক্ট লায়ন কামরুন মালেক এমজেএফ।

    কামরুন মালেক বলেন, লায়নিজমের মূল লক্ষ্য আর্থ মানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করা। বিশ্বব্যাপী লায়নরা সেই লক্ষ্যে কাজ করছে অবিরাম।

    তিনি লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডসহ অংশগ্রহণকারী ক্লাবগুলোকে সেবামূলক এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আগামীতে তা আরো জোরদার করার আহবান জানান।

    লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড প্রেসিডেন্ট লায়ন নূরুল আবছার চৌধুরী আগামী সেবা বর্ষে সীতাকুণ্ডের সব ইউনিয়নে এমন সেবা কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘এর মাধ্যমে আমরা চাই যেন সীতাকুণ্ডকে চক্ষু রোগ মুক্ত করতে।’

    উক্ত ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন জাহিদুল ইসলাম চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, রিজিওনাল চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন মীর্জা মোঃ আকবর আলী চৌধুরী খোকন এমজেএফ, সীতাকুণ্ড লায়ন্স ক্লাবের সভাপতি ও ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব নুরুল আবছার, মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের সভাপতি ও ডিষ্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব হাসান আকবর, লিবার্টি লায়ন্স ক্লাবের ডিষ্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ, সীতাকুণ্ড লায়ন্স ক্লাবের সহ সভাপতি ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী লায়ন মোঃ গিয়াস উদ্দিন, লায়ন আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, ট্রেজারার লায়ন ইঞ্জিঃ আলহাজ্ব কামরুদ্দৌজা, লিবার্টি ক্লাবের জয়েন ট্রেজারার লায়ন মোঃ শফিকুল আলম, ক্লাব ডিরেক্টর লায়ন মোঃ শওকত আলী চৌধুরী, ইম্পেরিয়াল সিটি ক্লাবের জয়েন ট্রেজারার লায়ন তারিকুল আলম, সাদেক মাস্তান র. উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি মছিউদ্দৌলা, সাবেক সভাপতি কামাল উল্লাহ, প্রধান শিক্ষক আবু জাফর মোঃ সাদেক, সহকারী শিক্ষকবৃন্দ, লিও ক্লাবের রিজিওনাল ডিরেক্টর লিও আরাফাত ইলাহী, জোন ডিরেক্টর লিও রাশেদ, সীতাকুণ্ড লিও ক্লাবের সভাপতি লিও মোঃ নুর খাঁন, লিবার্টি লিও ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও জিল্লুর রহমান শিবলী, মানবতা ফাউন্ডেশনের সভাপতি রণি খান, সীতাকুণ্ড লিও ক্লাবের সেক্রেটারী লিও হামিদ আজাদ, ট্রেজারার লিও ওয়াসিয়া নুর, ভাইস প্রেসিডেন্ট লিও জামিল আল ফয়সাল, লিও আলী আকবর, লিও জুয়েল চৌধুরী, লিও আইনুল করিম ফিরোজ, লিও শাহীদুল আলম, লিও আরিফুল ইসলাম আরিফ, লিও ই এম বাশার, লিও নিজাম উদ্দিন, লিও নাঈম উদ্দিন ইমন, লিও এম কে মুনীর, লিও শারমীন প্রমূখ।