Tag: ফ্লাইট

  • শারজা থেকে চালু হবে বাংলাদেশ বিমানের ফ্লাইট

    শারজা থেকে চালু হবে বাংলাদেশ বিমানের ফ্লাইট

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হতে যাচ্ছে। আমিরাত প্রবাসীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিমান বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ সালাহউদ্দিন।

    গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইতে ‘ট্রাভেল পার্টনার এজেন্ট স্টাফ এপ্রিসিয়েশন গালা’ অনুষ্ঠানে সালাউদ্দিন আরো বলেন, বাংলাদেশ বিমান প্রবাসীদের সুবিধার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। নতুন করে শারজাহ বিমানবন্দর থেকে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত প্রবাসীদের জন্য।

    বিমানের সকল এজেন্ট স্টাফকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিমানের সেবা প্রদানে আপনাদের ভূমিকা কম নয়। বিমানকে এগিয়ে নিতে সবাইকে আরো বেশি করে কাজ করতে হবে।

    সোমিয়া’র উপস্থাপনায় বিমান বাংলাদেশ দুবাই এর ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী বলেন, বিমান বাংলাদেশের দুবাই ভিত্তিক সেলস টার্গেটের চেয়ে ৪ শতাংশ বেশি হয়েছে যা খুবই আনন্দের বিষয়।

  • ঘন কুয়াশার কবলে আন্তর্জাতিক ৩ ফ্লাইট : শাহআমানতে না নেমে শাহজালালে অবতরণ

    ঘন কুয়াশার কবলে আন্তর্জাতিক ৩ ফ্লাইট : শাহআমানতে না নেমে শাহজালালে অবতরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মাত্র দেড় ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ঘন কুয়াশার কবলে পড়েছে আন্তর্জাতিক তিনটি ফ্লাইট।

    সোমবার সকাল ৭টা থেকে সাড়ে আটটার মধ্যে এ তিনটি ফ্লাইট চট্টগ্রাম বিমান বন্দরে নামার কথা থাকলেও ঘন কুয়াশার কবলে পড়ে ফিরে গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

    বিমান বন্দর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টায় দোহা থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইট, সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট ও ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার প্লেন ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফলে এ তিনটি আন্তর্জাতিক বিমান ফিরে গেছে ঢাকা বিমান বন্দরে।

    তথ্যটি নিশ্চিত করে বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক খায়রুল কবির বলেন, সকাল ৯টার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠা নামা স্বাভাবিক হতে শুরু করে। এর আগে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো এক ঘন্টা দেরিতে ছেড়েছে।

    এছাড়া ঘন কুয়াশার কারনে আন্তর্জাতিক তিনটি ফ্লাইট অবতরণ করতে না পেরে ঢাকায় অবস্থান করছে। দ্রুত সময়ের মধ্যে ফ্লাইটগুলো চট্টগ্রামে চলে আসবে বলে জানান তিনি।