Tag: বই বিতরণ উৎসব

  • বছরের প্রথম দিন দেশব্যাপী বই উৎসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈপ্লবিক সাফল্য : সুজন

    বছরের প্রথম দিন দেশব্যাপী বই উৎসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈপ্লবিক সাফল্য : সুজন

    বছরের প্রথম দিন দেশব্যাপী বই উৎসব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈপ্লবিক সাফল্য বলে অভিমত প্রকাশ করেছেন দারুল উলুম কামিল মাদ্রাসার গর্ভনিং কমিটির চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব খোরশেদ আলম সুজন।

    তিনি গতকাল বুধবার (১ জানুয়ারী) সকাল ১১টায় দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদ্রাসায় ১ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

    এ সময় সুজন আরো বলেন, ‘‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় বই উৎসব পালিত হয়েছে। সারাদেশে ৪ কোটিকল্প ২০ লাখেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে আজ ৩,৫৩,১৪৪,৫৫৪টি বই বিতরণ করা হচ্ছে। যা বর্তমান সরকারের এক ঐতিহাসিক সাফল্য। নতুন বইয়ের ঘ্রানে মাতোয়ারা হয়ে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আগামী দিনে দেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাবে বলে মন্তব্য করে জনাব সুজন বলেন শিক্ষার প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। সামষ্টিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকারও সেই বিষয়টি উপলব্দি করে উন্নয়নের সিঁড়ি হিসেবে শিক্ষাকেই বেছে নিয়েছে এবং সে অনুযায়ী যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের মাধ্যমে উন্নত জীবন গড়ার সুযোগ গ্রহণের আহবান জানান।

    পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়া। আরো বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকী, শিক্ষক প্রতিনিধি মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা নুরুল ইসলাম ফারুকী, ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমূখ।

    বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পটিয়ায় বছরের ১ম দিনে নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা

    পটিয়ায় বছরের ১ম দিনে নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় বছরের ১ম দিনে নতুন বই হাতে পেয়ে খুশী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা।

    বুধবার পটিয়ার একটি কমিনিউনিটি সেন্টারে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে “বই বিতরণ উৎসব-২০২০ শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, এম.পি।

    বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। অনুষ্টানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান। এছাড়া পটিয়া প্রসাশনের উর্ধত্বন কর্মকর্তা এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।