Tag: বক্সার

  • এশিয়ার সেরা বক্সার বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা

    এশিয়ার সেরা বক্সার বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা

    প্রথমবারের মতো এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতেছেন বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের অপরাজিত চ্যাম্পিয়ন বক্সার সুর কৃষ্ণ চাকমা। শনিবার ঢাকায় অনুষ্ঠেও প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটে নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে এই শিরোপা জিতেন সুর কৃষ্ণ চাকমা।

    পেশাদার বক্সিংয়ে প্রথমবারের মতো বাংলাদেশের জন্য এই গৌরবোজ্জ্বল অর্জন নিয়ে এসেছেন সুর কৃষ্ণ চাকমা। এবারের আসরে লড়াইটি ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে আট রাউন্ডের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজেয় থাকার ছন্দটা ধরে রাখেন সুর কৃষ্ণ এবং পৌঁছে যান সাফল্যের শিখরে। বাংলাদেশের প্রো-বক্সিংয়ের আয়োজক এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশন ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের (বিবিএফ) উদ্যোগে হয়েছে এবারের চ্যাম্পিয়নশিপ। তাতে বাংলাদেশ ছাড়াও অংশ নেন রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল ও ভারতের বক্সাররা। ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

    বাংলাদেশের কোনো পেশাদার বক্সারের জন্য সর্বোচ্চ এই অর্জন প্রসঙ্গে সুর বলেন, ‘বাংলাদেশের হয়ে বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আমার স্বপ্ন। সাউথ এশিয়া থেকে এবার এশিয়ার শীর্ষ অবস্থানে পৌঁছানোটা সেই স্বপ্নের কয়েকটি ধাপ অতিক্রম করা। এই জয়গুলো আমাকে সাহস দিচ্ছে, প্রেরণা যোগাচ্ছে। আগামীতে বিশ্ব বক্সিংয়ে বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করতে পারবো বলে আমি আশাবাদী।’

    বিকাশের ব্র্যান্ড এনডোর্সার সুর কৃষ্ণ চাকমা। বিকাশ নির্মিত ‘আমার বিকাশ ঠেকায় কে’ গানে প্রতীকীভাবে ফুটে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অদম্য শক্তির বিকাশ। দেশের মানুষদের উজ্জীবিত করতে অদম্য শক্তির প্রতীক হিসেবে ‘আমার বিকাশ ঠেকায় কে’ গানের ভিডিওর প্রধান চরিত্র হিসেবে অংশ নেন সুর কৃষ্ণ চাকমা।

  • মার্কিন ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হলো ব্রিটিশ বক্সার আমিরকে

    মার্কিন ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হলো ব্রিটিশ বক্সার আমিরকে

    ব্রিটিশ মুষ্টিযোদ্ধা (বক্সার) আমির খানকে (৩৪) জোরপূর্বক আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমিরের সফরসঙ্গী সতীর্থের মাস্ক ‘ঠিকমতো পরা নেই’—কেউ একজন এমন অভিযোগ দিলে পুলিশ আমির ও তাঁর বন্ধুকে ফ্লাইট থেকে নামিয়ে দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

    যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক বিমানবন্দর থেকে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস-ফোর্থ রুটের ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। ফ্লাইটটি বিমানবন্দরের গেট ছাড়লেও পরক্ষণেই সেটি গেটে ফিরে আসে।

    টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন আমির খান। সেখানে তিনি বলছেন, ‘কলোরাডোতে একটি প্রশিক্ষণ শিবিরে যাচ্ছিলাম, পুলিশ প্লেন থেকে নামিয়ে দিয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের কর্মীদের কেউ অবশ্যই অভিযোগ দিয়েছিল। আমার সতীর্থের মাস্ক ঠিক নেই। কিন্তু, আমাকেসহ আমার বন্ধুকে কেন প্লেন থেকে নামাতে হলো? যেখানে আমি কোনো ভুলই করিনি।’

    আমেরিকান এয়ারলাইন্সের মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘আমাদের কাস্টমার রিলেশন বিভাগ আমির খানের সঙ্গে যোগাযোগ করছে।’ তবে, পুলিশ তাদের জোরপূর্বক নামিয়ে দেয়নি বলে দাবি করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ফ্লাইটটি গেটে ফেরত আসায় স্বাভাবিকভাবেই সেখানে পুলিশ উপস্থিত ছিল।

    আমেরিকান এয়ারলাইন্স বলছে, ‘দুজন যাত্রী তাদের লাগেজ জায়গামতো রাখতে, সেলফোনগুলো এয়ারপ্লেন মোডে দিতে এবং মুখমণ্ডল ঢাকার সরকারি নীতিমালা মানতে বলা ফ্লাইটের ক্রুদের অনুরোধ রাখেনি।’

    এন-কে