Tag: বগি লাইনচ্যুত

  • তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৪০ হাজার লিটার ডিজেল পড়ল খালে

    তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৪০ হাজার লিটার ডিজেল পড়ল খালে

    চট্টগ্রামের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পড়ে গেছে।

    আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। একটি ওয়াগনে থাকা পুরো তেল পড়ে গেছে। আরও দুটির প্রায় অর্ধেক তেল পড়েছে। আনুমানিক ৪০ হাজার লিটার তেল ড্রেন দিয়ে খালে চলে গেছে।

    জানা গেছে, ট্রেনটি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থতি একটি তেল কোম্পানির ডিপো থেকে তেল লোড করে ইয়ার্ডে আসছিল। ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।

    সিজিপিওয়াই এর মাস্টার আবদুল মালেক বলেন, সোজা লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

    তিনি আরও বলেন, ড্রেন হয়ে ইয়ার্ডের পাশে থাকা একটি খালে গিয়ে তেল পড়েছে। আমরা তেল উদ্ধারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।

  • চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

    চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

    ময়মনসিংহের বলাশপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    রোববার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

    ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক মেহেদী হাসান সময় সংবাদকে জানান, ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর এবং ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

    তিনি আরও জানান, এরই মধ্যে লোকোশেডের উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করেছে। তবে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

  • ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ময়মনসিংহে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    রবিবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    ময়মনসিংহের ট্রেন পরিচালক শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, খবর পেয়ে লোকোসেডের উদ্ধারকারী দল সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন।

  • স্টেশন মাস্টারের ভুলে ট্রেন লাইনচ্যুত

    স্টেশন মাস্টারের ভুলে ট্রেন লাইনচ্যুত

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বগিতে আগুন লেগেছে। ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ ৮ টি বগি লাইনচ্যুত হয়ে আগুনের ঘটনা ঘটে। এত ইঞ্জিনসহ ৪ টি বগি আগুনে পুড়েছে। আহত হয়েছেন ট্রেনের দুই চালকসহ অন্তত ২০ জন। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার রেলস্টেশনে ঢোকার সময় এ দুর্ঘটনা। স্টেশন মাস্টারের ভুলেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্টেশন মাস্টার ভুল করে মিটারগ্রেজ ট্রেনের সিগন্যাল দিয়ে দেন ব্রডগেজের লাইনে। এতে ৮ টি বগি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে চলে যায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস বৃহস্পতিবার বেলা ২টায় উল্লাপাড়া রেলস্টেশনে ঢোকার মুখে বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। টেনটি দুই নম্বর লাইন দিয়ে স্টেশনে ঢোকার কথা ছিল। কিন্তু স্টেশনমাস্টার এক নম্বর লাইনে সিগন্যাল দিয়ে দেন। এতে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। মুহূর্তেই ইঞ্জিনসহ ৫টি বগিতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। অনেকে ট্রেনের জানালা দিয়ে লাফিয়ে পড়েন। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিম আগুনের তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

    এ ঘটনায় ৪০০ থেকে ৫০০ গজ রেললাইন উপড়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গের রেলযোগাযোগ। উত্তরবঙ্গের সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।

    এ দুর্ঘটনায় কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে চালকসহ ২০ জন আহত হয়েছেন। দুই চালক গুরুতর আহত। আহতদের মধ্যে ৭-৮ জনকে উল্লাপাড়া কাওয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এর আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী।