Tag: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা

  • বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে হবে:ফারাজ করিম

    বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে হবে:ফারাজ করিম

    রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি: “আমরা যদি কিছু বিষয় এখনো পরিবর্তন করতে না পারি, তবে আমাদের তরুণ প্রজন্ম কিভাবে তাদের নিত্যনতুন চিন্তাভাবনার মাধ্যমে এগিয়ে যাবে? ইতোপূর্বে আমি সকলের কাছে অনুরোধ করেছিলাম আমার ছবি দিয়ে যেন কোন ধরনের পোস্টার, ব্যানার কিংবা ফেস্টুন না ছাপানোর জন্য। কিন্তু এই অনুষ্ঠানে আমার ছবি দিয়ে ফেস্টুন লাগানো হয়েছে কেন? আমার ছবি লাগানোর মতো এমন কি কাজ করেছি আমি? ছবি থাকবে শুধুমাত্র বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধির। আমারর ছবি লাগালেই যে আমি খুশি হয়ে যাবো, এমন ধারনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাই পরিবর্তন। আমাদের বিনয়ী হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শৃঙ্খলার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে।”

    বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী।

    আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ।

    বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি কাজী আবদুল ওহাব, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সভাপতি সভাপতি তানভীর হোসেন তপু।

    রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলুর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রেজাউল করিম।

    বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কাজী মোঃ ইকবাল, শ্যামল পালিত, কামরুল ইসলাম বাহাদুর, ইরফানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, প্রচার সম্পাদক আলমগীর আলী, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সহ-সভাপতি সুমন দে প্রমুখ।

  • বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগ প্রশংসনীয় ভূমিকা রাখছে: ফারাজ করিম

    বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগ প্রশংসনীয় ভূমিকা রাখছে: ফারাজ করিম

    নেজাম উদ্দিন রানা, রাউজান : বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ রাউজান ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গগলবার (১৪ জানুয়ারি) নোয়াপাড়া পথেরহাটস্থ ভারতশ্বরী প্লাজা চত্বরে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য, উদীয়মান রাজনীতিবিদ ও সমাজসেবক ফারাজ করিম চৌধুরী।

    দ. রাউজান ছাত্রলীগের সভাপতি ছৈয়্যদ মুহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ, উরকিরচর ইউপি চেয়ারম্যান ছৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, কদলপুর ইউপি চেয়াম্যান তসলিম উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উপদেষ্টা স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক এস এ এম হোসাইন, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম চৌধুরী, দক্ষিণ রাউজান পূজা উদযাপন কমিটির সভাপতি ম্যালকম চক্রবর্তী।

    প্রধান অতিথির বক্তব্যে ফারাজ করিম চৌধুরী বলেন, ছাত্রলীগ দেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনটি বঙ্গবন্ধুর হাতে গড়া। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগ প্রশংসনীয় ভূমিকা রাখছে। মেধাবী নেতৃত্বের মাধ্যমে ছাত্রলীগকে মাদকমুক্ত, সুন্দর সমাজ বিনির্মাণে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে।

    অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগ ও দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দক্ষিণ রাউজানের আওতাধীন সাতটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, আহবায়ক, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ও নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতিগণ বক্তব্য রাখেন।

    পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দদের নিয়ে কেক কাটেন ফারাজ করিম চৌধুরী।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিশজন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপরকরণ দেওয়া হয়। বিকেলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।