Tag: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতি

    বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনালে ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতি ৪-১ গোলে হাটহাজারী ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যান সংসদকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের এভিল হ্যাট্রিক করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ৫ হাজার টাকার প্রাইজমানি গ্রহন করেন।

    খেলায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় এবিএম ফজলে করিম চৌধুরী এম পি।

    টুর্নামেন্ট উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক সুমন দে এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তপন দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্ল্যাহ , উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, আ.লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, টূর্ণামেন্টের আহবায়ক উপজেলা যুব লীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেযারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, আ.লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, অধ্যাপক সেলিম নেওয়াজ , সদস্য সচিব আহসান হাবীব চৌধুরী হাসান, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, সারজু মোঃ নাছের, শওকত হোসেন, ম্যালকম চক্রবর্তী, সেকান্দর হোসেন, দিপলু দে দিপু, ইমরান হোসেন ইমু, জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী মোঃ আসিফ ওয়াহেদ বাবলু, ইমরান হোসেন জীবন, আরমান শান্ত, তানভীর হোসেন চৌধুরী, রাজু দে ,বেলাল হোসেন সিফাত, মোবারক হোসেন রাব্বি ,অনন্ত প্রলয় চাকমা।

  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে ফরহাদাবাদ খেলোয়াড় সমিতি

    বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে ফরহাদাবাদ খেলোয়াড় সমিতি

    রাউজান প্রতিনিধি: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনালে উঠেছে হাটহাজারী ফরহাদাবাদ খেলোয়াড় সমিতি। রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় হাটহাজারী ফরহাদাবাদ খেলোয়াড় সমিতি ট্রাইবেকারে ৬-৫ গোলে আনোয়ারা বখতেয়ার সোসাইটি খেলোয়াড় সমিতিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।

    টুর্ণামেন্ট পরিচালনা পরিষদ এর সদস্য সচিব আহসান হাবীব চৌধুরী হাসান এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তপন দে এর সঞ্চালনায় উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন রাউজান হাইওয়ে থানার ওসি ছালে আহামেদ, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগ’র সহ সভাপতি সারজু মোঃ নাছের , রাউজান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত হোসেন, পল্লী বিদ্যূৎ সমিতি ২ এর সভাপতি তছলিম উদ্দিন, রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানা, আওয়ামীলীগ নেতা মুছা আলম খান, আকতার হোসেন, সেলিম উদ্দিন মুক্তিযোদ্ধা ইউচুপ খাঁন, যুবলীগ নেতা আবু ছালেক, সেকান্দর হোসেন, সাবের হোসেন, ওয়াহেদ বাবলু, শফিকুল ইসলাম সুমন, ইমরান হোসেন ইমু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, আরমান সিকদার, সাজ্জাদ হোসেন, মোঃ রাশেদ হোসেন ইমরান হোসেন জীবন, বখতেয়ার উদ্দিন, আরমান শান্ত, রাজু দে, মোবারক হোসেন রাব্বি, শরীফুল হক মুন্না, ইয়াছিন চৌধুরী ইমন।

    বিজয়ী দলের গোলরক্ষক সালমী সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে ৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।

    আগামী ২৬ ফেব্রুয়ারি রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ১ম সেমিফাইনালে কিষোয়ান এফ সি বনাম হাটহাজারী গড়দুয়ারা আলোকন সংঘ প্রতিদ্বন্ধিতা করবে।

  • রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে গড়দুয়ারা আলোকন সংঘ

    রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে গড়দুয়ারা আলোকন সংঘ

    রাউজান প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় রাউন্ডের খেলায় হাটহাজারী গড়দুয়ারা আলোকন সংঘ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে নোয়াজিশপুর খেলোয়াড় সমিতিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।

    বিজয়ী দলের শফিক ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে পাঁচ হাজার টাকার প্রাইজমানি লাভ করেন।

    ২১ ফেব্রুয়ারী রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলায় দেশ বিদেশের খেলোয়ারের অংশ গ্রহন করেন।

    খেলা শেষে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আহসান হাবীব চৌধুরী হাসানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক সুমন দে-তপন দে এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

    এসময় উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্ল্যাহ, আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম, ইরফান আহামেদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, টূর্ণামেন্টের আহবায়ক পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, জসিম উদ্দিন চৌধুরী, জানে আলম জনি, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়ুয়া, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, জসিম উদ্দিন, যুবলীগ নেতা মফজ্জল হোসেন, সারজু মোঃ নাছের, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, মুছা আলম খান, সেকান্দর হোসেন, দিদারুল আলম, আরিফুল হক চৌধুরী, আবু ছালেক, ইমরান হোসেন ইমু, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী, মোঃ আসিফ, ওয়াহেদ বাবলু, ইমরান হোসেন জীবন, মোঃ রাশেদ হোসেন, রাজু দে, মোবারক হোসেন রাব্বি, বেলাল হোসেন সিফাত প্রমুখ।

    আগামী ২৩ তারিখ আনোয়ারা খেলোয়াড় সমিতি বনাম ফরহাদাবাদ খেলোয়াড় সমিতি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

  • রাউজানে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ’র শুভ উদ্বোধন

    রাউজানে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ’র শুভ উদ্বোধন

    নেজাম উদ্দিন রানা, রাউজান: রাউজানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।

    শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাউজান সরকারি আর আর এ সি মডেল হাই স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    রাউজান শরীফ পাড়া খেলোয়াড় সমিতির আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে খেলা উদযাপন পরিষদের আহবায়ক, রাউজার পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তপন দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্,উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান,ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, বি এম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার বাঁশি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা,আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সুমন দে,সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন, সদস্য সচিব আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী প্রমুখ।

    উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন শক্তিশালী দল বঙ্গবন্ধু রানীরহাট স্পোর্টিং ক্লাব বনাম কিষোয়ান স্পোর্টিং ক্লাব। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি বিটু রাজ বড়ুয়া।

    টুর্ণামেন্টের স্পন্সর হলেন সাইফ পাওয়ারটেক লিমিটেড, আরামিট সিমেন্ট, জে কে গ্রুপ ও আজিজুর রহমান ফাউন্ডেশন।

    উদ্বোধনী খেলায় উভয় দলে বেশ কয়েকজন বিদেশী খেলোয়ার অংশ নেন। খেলা উপভোগ করতে রাউজান ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক সমাগম হয়।
    এর পূর্বে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

  • ২৪ জানুয়ারী থেকে আমিরাতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

    ২৪ জানুয়ারী থেকে আমিরাতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাতঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বছরব্যাপি নানা অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দুতাবাস, দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেট জেনালের।

    তারই ধারাবহিকতায় পুরো আমিরাত জুড়ে প্রবাসী বাংলাদেশীদের অংশ গ্রহনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    এ উপলক্ষে গত ১৭জানুয়ারি সন্ধ্যা ৭টায় দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের হল রুমে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিদের সাথে নিয়ে এক প্রস্ততি সভার আয়োজন করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনালের ইকবাল হোসেন খান।

    আগামী ২৪শে জানুয়ারী রাস আল খাইমায় ষ্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় এ টুর্নামেন্ট উদ্ভোধন করা হবে। এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করবে। এর মধ্যে দুবাই, শারজাহ, মাদাম, আজমান, উম্মল কুয়াইন, রাস আল খাইমা, ফুজিরা, আল আইন, বানিয়াছ, আবির, মুসাফ্ফা, শাহামা, দিব্বা, দুলিসকো, খোরপাক্ষান ও আবুদাবী। উদ্ভোধনী ম্যাচে প্রথমেই খেলবেন রাস আল খাইমা বনাম মাদাম। সংযুক্ত আরব আমিরাতের প্রত্যেক প্রদ্বেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনস্যুলেটের দ্বিতীয় সচিব মোজাফ্ফর হোসেন,প্রকৌশলী আবু জাফর, অধ্যাপক আব্দুস সবুর, আয়উব আলী বাবুল, ইসমাইল গনি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, মোজাহের উল্লাহ মিয়া, হাজী শফিকুল ইসলাম, মোঃ জুলফিকার ওসমান, মোঃ নজরুল ইসলাম, সুলতান আহাম্মেদ, আরসাদ হোসেন হিরু, আবু মুছা, এম সিরাজদৌলা, হাবিবুর রহমান, মীর আহাম্মেদ, আনছারুল হক আনছার, মুজিবুর রহমান, আবুল কাসেম ও সাংবাদিক ওবায়দুল হক মানিক সহ আরো অনেকে ।