Tag: বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

  • সৌম্য’র রানে ফেরার ম্যাচেও কুমিল্লার পরাজয়

    সৌম্য’র রানে ফেরার ম্যাচেও কুমিল্লার পরাজয়

    বিপিএলের চলতি আসরে শেষ তিন ম্যাচে সৌম্য সরকারের রান ছিল ০৫,১০,২০। তবে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচে আজ (শনিবার) বড় রানের দেখা পেয়েছেন সৌম্য, বিপিএলে দীর্ঘ চার বছর পর ফিফটির স্বাদ পেয়েছেন তিনি। এমন দিনেও পরাজয়ের স্বাদ পেতে হলো কুমিল্লা ওয়ারিয়র্সকে।

    ম্যাচে রাজশাহীর দেওয়া ১৯১ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দলীয় ২৬ আর ২৯ রানের মাথায় তারা হারিয়ে বসে রবিউল ইসলাম রবি ও অধিনায়ক ডেভিড মালানের উইকেটে। যেখানে রবি ১২ ও মালানের ব্যাট থেকে আসে ৩ রান। এরপর কুমিল্লা দলের হাল ধরেন স্ট্যিয়ান ভ্যান জিল ও সৌম্য সরকার।

    ওপেনিং থেকে চার নম্বরে ব্যাট করতে এসে নিজেকে মেলে ধরেন সৌম্য। তবে অপর প্রান্তে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ভ্যান জিল। ব্যক্তিগত ১৯ রানের মাথায় মালিকের বলে একবার জীবন পেলেও পরের বলেই ২১ রান করে আউট হয়েছেন তিনি।

    এরপর সাব্বির রহমানকে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দেন সৌম্য। তুল নেন চলতি বিপিএলে নিজের প্রথম ফিফটি। তবে আজও ব্যর্থ সাব্বির রহমান। ২৩ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে ডেভিড উইজ ও সৌম্য শেষ চেষ্টা চালালেও ১৫ রানের পরাজয় দেখতে হয় কুমিল্লাকে। যেখানে মাত্র ৪৮ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন সৌম্য।

    এর আগে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে রাজশাহী। দলের হয়ে ইনিংস শুরু করতে আসেন দুই ব্যাটসম্যান লিটন দাস ও আফিফ। ঝড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৫৬ রানের সংগ্রহ দাঁড় অরে দুজন। ১৯ বলে ২৪ রান করে লিটন সানজামুলের বলে আউট হলে ভাঙে তাদের পার্টনারশিপ। এরপর দলীয় দশম ওভারে রাজশাহী শিবিরে আঘাত হানেন সৌম্য সরকার। আফিফকে ফেরান ৪৩ রানের মাথায়। ৩০ বলের ইনিংসটি আফিফ সাজিয়েছেন ৬টা চার ও ১টা ছয়ের মারে।

    খানিক বাদে রবি বোপারাও ১০ রান করে আউট হলে ১০৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে পদ্মা পাড়ের দলটি। সেখান থেকে নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে নিয়ে দলীয় স্কোর বড় করার কাজ চালিয়ে যান মালিক। মাঝে তুল নেন চলতি বিপিএলে নিজের দ্বিতীয় ফিফটি। কম যাননি রাসেলও, ৪ ছক্কার সাহায্যে মাত্র ২১ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শেষদিকে শোয়েব মালিকের ৩৮ বলে ৬১ রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে ১৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে রাজশাহী রয়্যালস।

    সংক্ষিপ্ত স্কোর:

    রাজশাহী রয়্যালস: ১৯০/৪ (২০ ওভার)
    মালিক ৬১, আফিফ ৪৩, রাসেল ৩৭*; সৌম্য ১/১৮, সানজামুল ১/২০।

    কুমিল্লা ওয়ারিয়র্স: ১৭৫/৪ (২০ ওভার)
    সৌম্য ৮৮*, সাব্বির ২৫, ভ্যান জিল ২১; মালিক ১/১৯, ইরফান ১/২৪।

    ফল: রাজশাহী ১৫ রানে জয়ী।

  • বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটের মূল্য নির্ধারণ

    বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটের মূল্য নির্ধারণ

    জমকালো অনুষ্ঠানে মাধ্যমে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। বলিউডের তারকাদের পাশাপাশি ভারতের সঙ্গীতশিল্পীরা মঞ্চ মাতাবেন। জেমস ভক্তদের জন্যও সুখবর আছে। দেশের ব্যান্ড সংগীতের এই কিংবদন্তি শিল্পীও মীরাবাঈকে নিয়ে আসবেন মঞ্চে।

    এই গালা অনুষ্ঠান উপভোগ করতে টিকিটের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই রাখতে চায় বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানান, গ্যালারির টিকিটের দাম ৩০০ থেকে এক হাজার টাকার মধ্যে রাখা হবে।

    শেখ সোহেল জানান, বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দেশের শিল্পীদের দিয়ে অনুষ্ঠান শুরু হবে। রাতে পারফর্ম করবেন ভারতীয় শিল্পীরা। সালমান খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি সংগীতশিল্পী সনু নিগমকেও আনতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। আর দেশি-বিদেশি শিল্পীর অংশগ্রহণে উদ্বোধন অনুষ্ঠানের টিকিট বিক্রি করা হবে ৫, ৬ ও ৭ ডিসেম্বর। অনলাইন ছাড়াও মিরপুর বুথে টিকিট পাওয়া যাবে বলে জানান শেখ সোহেল।

    আগামী ৮ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেডিয়ামে বসেই অনুষ্ঠান উপভোগ করবেন তিনি।

  • বিপিএলে খেলোয়াড়রা কে কোন দলে দেখে নিন

    বিপিএলে খেলোয়াড়রা কে কোন দলে দেখে নিন

    ঢাকা রেডিসন ব্লুতে চলছে বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ ক্রিকেট এর প্লেয়ার ড্রাফট। এবারের আসরে অংশ নিচ্ছে ৭ দল। দেখে নিন সবশেষ কোন দল কোন ক্রিকেটারকে দলে ভেড়ালো…

    যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন:
    তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, থিসারা পেরেরা, লরি ইভেন্স, মাশরাফি বিন মুর্তুজা, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হুম, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, শহিদ আফ্রিদি।

    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
    মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস,নাসির হোসেন, রুবেল হোসেন, ক্রিস গেইল, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, ফার্নান্দো, রিয়াদ এমারেদ।

    রাজশাহী রয়্যালস:
    লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব,আবু জায়েদ চৌধুরী রাহী, ফরহাদ রেজা, রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই,তাইজুল, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ নেওয়াজ, মিনহাজুল আবেদীন আফ্রিদি।

    সিলেট থান্ডার্স:
    মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী,রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, নাবীন উল হক, জনসন চার্লস।

    প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স:
    মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল ইসলাম শান্ত, রাইলে রুশো, রবি ফ্রাইলিন্ক,শামসুর রহমান, সাইফ হাসান, মিরাজ, শহীদুল ইসলাম, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জর্ডান।

    রংপুর রেঞ্জার্স:
    মোস্তাফিজ,নাঈম শেখ,আরাফাত সানি,জহিরুল ইসলাম, মোহাম্মদ নবী, শাই হোপ, তাসকিন আহমেদ,জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, ডেলপোর্ট।

    কুমিল্লা ওয়ারিয়র্স:
    আল আমিন, সৌম্য সরকার,ইয়াসির আলী,সাব্বির রহমান,মুজিবুর রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, অংকন, সুমন খান, ডেবিট মালান, দাসুন শানাকা।