Tag: বঙ্গবন্ধু

  • বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

    আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির এই অবিসংবাদিত নেতা সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন।

    বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনের ব্যাপক প্রস্তুতিকে সামনে রেখে এবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। বাংলাদেশ এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এদিন থেকেই মুজিববর্ষ উদযাপন শুরু হবে। আর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনে সারাদেশে শতবর্ষ উদযাপনের কাউন্টডাউন শুরু হবে ।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন করবেন।

    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে এদিন সকাল ৬টা ৩০ মিনিটে দলের কন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭ টায় বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এছাড়াও দুপুর ৩টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ।

    ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাঁকে গ্রেফতার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়।

    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।

    জাতির পিতা পাকিস্তান থেকে ছাড়া পান ১৯৭২ সালের ৭ জানুয়ারি ভোর রাতে ইংরেজি হিসেবে ৮ জানুয়ারি। এদিন বঙ্গবন্ধু ও ড. কামাল হোসেনকে বিমানে তুলে দেয়া হয়। সকাল সাড়ে ৬টায় তাঁরা পৌঁছান লন্ডনের হিথরো বিমানবন্দরে। বেলা ১০টার পর থেকে তিনি কথা বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, তাজউদ্দিন আহমদ ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ অনেকের সঙ্গে। পরে ব্রিটেনের বিমান বাহিনীর একটি বিমানে করে পরের দিন ৯ জানুয়ারি দেশের পথে যাত্রা করেন।

    দশ তারিখ সকালেই তিনি নামেন দিল্লীতে। সেখানে ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সমগ্র মন্ত্রিসভা, নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য অতিথি ও সেদেশের জনগণের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা লাভ করেন সদ্য স্বাধীন বাংলাদেশের পিতা শেখ মুজিবুর রহমান।

    বঙ্গবন্ধু ভারতের নেতৃবৃন্দ এবং জনগণের কাছে তাদের অকৃপণ সাহায্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে।’

    বঙ্গবন্ধু ঢাকা এসে পৌঁছেন ১০ জানুয়ারি। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পর বাঙালি জাতি বঙ্গবন্ধুকে প্রাণঢালা সংবর্ধনা জানানোর জন্য আকুল হয়ে অপেক্ষায় ছিল। আনন্দে আত্মহারা লাখ লাখ মানুষ ঢাকা বিমান বন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাঁকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। বিকাল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন।

    পরের দিন দৈনিক ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে এভাবেই লিখা হয়- ‘স্বদেশের মাটি ছুঁয়ে বাংলাদেশের ইতিহাসের নির্মাতা শিশুর মতো আবেগে আকুল হলেন। আনন্দ-বেদনার অশ্রুধারা নামলো তার দু’চোখ বেয়ে। প্রিয় নেতাকে ফিরে পেয়ে সেদিন সাড়ে সাত কোটি বাঙালি আনন্দাশ্রুতে সিক্ত হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত করে তোলে বাংলার আকাশ-বাতাস।

    জনগণ নন্দিত শেখ মুজিব সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে তাঁর ঐতিহাসিক ধ্রুপদি বক্তৃতায় বলেন, ‘যে মাটিকে আমি এত ভালবাসি, যে মানুষকে আমি এত ভালবাসি, যে জাতিকে আমি এত ভালবাসি, আমি জানতাম না সে বাংলায় আমি যেতে পারবো কিনা। আজ আমি বাংলায় ফিরে এসেছি বাংলার ভাইয়েদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন।’ সশ্রদ্ধ চিত্তে তিনি সবার ত্যাগের কথা স্মরণ করেন, সবাইকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করেন।

  • ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার’ ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র

    ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার’ ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মুজিব বর্ষ উপলক্ষ্যে নগরীর আলকরন সুলতান আহমদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল।

    বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরনীয় করে রাখতে গত বুধবার রাতে ফলক উম্মোচন করে এই ম্যুরাল উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    এই ম্যুরালে বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং শেখ হাসিনার উদ্ভব নতুন বছরের বই উৎসব টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

    ১৪ লক্ষ টাকা ব্যয়ে ১০ ফুট দৈর্ঘ্য ও ৮০ ফুট প্রশস্তের আর্কিটেক্ট ফয়সল ও মামুনের সলিড ভয়েড আর্কিটেক্টস নামক প্রতিষ্ঠান এই ম্যুরাল তৈরীর কাজ সম্পন্ন করেছেন।

    এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, ইতোমধ্যে নগরীকে দৃষ্টি নন্দন করতে নগরীর বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশন সৌন্দর্যবর্ধনে অনেক কাজ করেছে। এছাড়া ইতিহাস ও ঐতিহ্যকে নব প্রজন্মের কাছে পরিচয় ও জানার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিদের নামে নাম করণ করা হয়েছে। বরেণ্য ব্যক্তিদের ভাষ্কর্য স্থাপিত হয়েছে এবার।

    সিটি মেয়র আরো বলেন, বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। ২০২১ সনের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সনের মধ্যে উন্নত দেশে পরিণত করতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন বর্তমান প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর জন্য কর্পোরেশনের এই উদ্যোগ।ম্যুরাল উদ্বোধন

    বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুর রহমান, সমাজসেবক আবদুল হালিম দোভাষ, ব্যবসায়ী আলহাজ্¦ জহুর আহমদ সওদাগর, শিক্ষক সাহাদাত হোসেন, আলহাজ্ব সিদ্দিক আহমেদ সর্দ্দার, আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, ইস্পাহানী লি. এর জেনারেল ম্যানেজার ওমর হান্নান, সলিট ভেইড আর্কিটেক্ট এর পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম মানুন, শিক্ষক মো. নুর হোসেন ও স্থপতি ফয়সাল ভূইয়া।

    সভা পরিচালনা করেন নগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। সভায় আরো উপস্থিত ছিলেন আনোয়ার আলম, মঞ্জুর হোসাইন, জাহাঙ্গীর সিদ্দিকী, হাজী নাসির আহমদ, ছবির আহমেদ, সাবিনা খায়ুম দোভাষ, নিগার সীমা, আফসার আহমেদ, মো. সিরাজ, লক্ষী পদ দাশ, অনিল দাশ, ওয়াহিদুল আলম শিমুল, এস এম সিরাজ, সাখাওয়াত হোসেন সাকু, তাজউদ্দিন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, কামরুল হক, তানভীর আহমেদ রিংকু, আবদুল আজিজ ও শাহেদ হোসেন টিটু প্রমুখ।

    মুনাজাত পরিচালনা করেন বায়তুর রহমত জামে মসজিদের খতিব আলহাজ্ব আবদুর রহমান।

  • ফটিকছড়িতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

    ফটিকছড়িতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের নয়াহাট এলাকায় স্থানীয় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে।

    মানববন্ধন শেষে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াজ নুরুল রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আবুল বশর, সদস্য ইরফান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রুপু, ইউনিয়ন আাওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিমুল ধর, ভূজপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাপ্পু, সুয়াবিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পেয়ারুল ইসলাম, হারুয়ালছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল সিকদার, ছাত্রলীগ নেতা শহিদ, আলা উদ্দিন প্রমূখ।

    এতে বক্তারা বলেন, ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি প্রাথমিক বিদ্যালায়ের সামনে জামায়াত-বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত কয়েক ব্যক্তি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করে। খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ওই স্থানে উপস্থিত হয়ে তাদের কটুক্তি করতে নিষেধ করলে তারা দেশীয় অস্ত্রসহ লাঠি-সোঠা নিয়ে আমাদের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এতে ৪ ছাত্রলীগ কর্মী আহত এবং দু’টি মোটরসাইলে ভাংচুর করে।

  • নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহবান তথ্যমন্ত্রীর

    নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহবান তথ্যমন্ত্রীর

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব,চট্টগ্রাম : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ নেতা কর্মীদের বিনয়ী হওয়ার আহবান জানিয়ে বলেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়, বিনয়ী মানুষকে মহান করে। সমস্ত উন্নয়ন, অর্জন ও অগ্রগতিতে যদি আমরা বিনয়ী না হই তবে সেগুলো ভুলুন্ঠিত হবে।

    তাই বিনয়ী হওয়ার পাশাপাশি অতিতের কথা মনে রেখে ভবিষ্যতেও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সকল নেতা কর্মীকে প্রস্তুত থাকতে হবে। সবসময় রাজনীতি একই রকম যায়না, তাই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আরো খবর : খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভীর বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া কিছু নয়-তথ্যমন্ত্রী

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর বুধবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দ্যেশে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেনি তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছিলো। আজকে বিএনপি তার দোষরেরা স্বাধীনতার পরাজিত শক্তি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন। আরো খবর : মায়ের মমতায়, বোনের স্নেহে আওয়ামী লীগকে সুসংগঠিত করে শেখ হাসিনা : তথ্যমন্ত্রী

    সে কারণে দেশে মাঝে মধ্যে গুজব ছড়ানো হয়, সে কারণে দেশের শিক্ষাঙ্গনকে অস্থির করার অপচেষ্টা চালানো হয়। এ সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সতর্ক থাকতে হবে। আরো খবর : শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে আমাদের দলে অনেক সুযোগসন্ধানীর অনুপ্রবেশ ঘটেছে। দলে অন্তুভুক্ত সুযোগ সন্ধানীদের চিহ্নিত করে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদেরকে দলের কোন পদ দেওয়া যাবে না।

    এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    এর আগে আওয়ামী লীগের সদ্য নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাতে সকাল থেকে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং অংগ সংগঠনের নের্তৃবৃন্দরা বিমান বন্দরে জড়ো হন। তাদের শুভেচ্ছা অভিনন্দনে শিক্ত হন তথ্যমন্ত্রী।

  • সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে সর্বোচ্চ আত্মনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে সর্বোচ্চ আত্মনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : আধুনিক প্রশিক্ষণ সুবিধা কাজে লাগিয়ে নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০১৭/এ ব্যাচ ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৯/বি ব্যাচের নবীন অফিসারদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

    প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক পরিমণ্ডল ছাড়াও বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আবাসন প্রকল্প এবং ব্লু -ইকোনমিতে নৌ বাহিনীর গুরুত্ব তুলে ধরেন।

    প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে উপকুলীয় অঞ্চলে নৌবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। জাতীয় স্বার্থে সহযোগিতার মনোভাব নিয়ে ভবিষ্যতেও এ বাহিনীর নবীন কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

    তিনি বলেন, আমাদের সমুদ্র অপার সম্পদের যে উৎস রয়েছে সেগুলো সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও জলসীমার অতন্দ্র প্রহরী হিসেবে এর সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রয়োজনে একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এ লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর প্রচেষ্টায় দুটো পেট্রোল ক্রাফট নিয়ে নৌবাহিনীর যাত্রা শুরু হয়েছিল। বঙ্গবন্ধু নৌ ঘাটিগুলোকে কমিশন প্রদান করেন। এছাড়া বন্দর এলাকায় পাকিস্থান সেনাবাহিনী যে সব মাইন পুতে রেখেছিল সেগুলো অপসারণ করে এগুলো ব্যবহার উপযোগী করেন।

    তার আলোকে বর্তমান নৌবাহিনীকে আরো আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ইতোমধ্যে নৌবাহিনীতে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে। বাংলাদেশ নেভাল একাডেমিতে চালু হয়েছে উন্নত প্রশিক্ষণ সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক মানের সুবিশাল বঙ্গবন্ধু কমপ্লেক্স।

    প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে চীন থেকে দুটি ফ্রিগেট শিগগিরই নৌবহরে যুক্ত হবে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক করভেট, মাইনহান্টার, ওশানোগ্রাফিক রিসার্চ ভেসেল ও সেইলিং শিপসহ বিভিন্ন জাহাজ ক্রয় ও নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

    তিনি আরো বলেন, নেভাল এভিয়েশনের জন্য মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট, অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার ও এমআরএমপিএ (লংরেঞ্জ মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট) ক্রয়ের পরিকল্পনা রয়েছে।

    এর আগে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে অংশ নিতে রোববার (২২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নৌ বাহিনী প্রধানসহ শীর্ষ কর্মকর্তারা তাকে বরণ করে নেন। এসময় তিনি নবীন নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি প্যারেডের সালাম গ্রহণ করেন।

    পরে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা ও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সকল বীর নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী তার প্রধান অথিতির বক্তব্য শুরু করেন। তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল এই বাংলাকে সত্যিকার সোনার বাংলা হিসেবে গড়ে তোলার। ইনশাল্লাহ বাংলাদেশকে জাতির পিতার সোনার বাংলা হিসেবে গড়ে তুলব।

    ১৯৭১ সালে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাহিনী অপারেশন জ্যাকপট অভিযান পরিচালনা করে। দেশ-মাতৃকার সেবায় এই বাহিনীর অবদান অনুসরণীয়। বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ ঘাঁটি ‘বানৌজা শের-ই-বাংলা’ এবং ‘বানৌজা শেখ হাসিনা’ ঘাঁটির কাজ দ্রুত এগিয়ে চলছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এবারের রাষ্ট্রপতি কুচকাওয়াজে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৭/এ ব্যাচের ৬১ জন মিডশীপ ম্যান এবং ২০১৯/বি ব্যাচের ১১ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ ৭২ নবীন অফিসার কমিশন লাভ করেছেন। এর মধ্যে ২ জন মালদ্বীপের কর্মকর্তা এবং ৭ জন মহিলা রয়েছেন।রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

    সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সেরা চৌকস মিডশীপম্যান হিসেবে সোর্ড অব অনার লাভ করেন ২০১৭/এ ব্যাচের রাইয়ান রহমান। প্রশিক্ষণে ২য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন সাইদিস সাকলাইন মিরান এবং ২০১৯/বি ব্যাচ হতে সাব লেফটেন্যান্ট মোহাম্মদ কামরুজ্জামান ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন। সদ্য কমিশনপ্রাপ্তদের হাতে তাদের প্রাপ্ত পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ সামশুল হক চৌধুরী, সাবেক মন্ত্রী ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন, এমপি এম এ লতিফ, সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া, ওয়াসিকা আয়শা খান, মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

    এছাড়াও নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, সেনা ও বিমানবাহিনীর প্রধান, নৌ সদর দপ্তরের পিএসও, সেনা ও বিমানবাহিনীর আঞ্চলিক অধিনায়কসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নৌ কমান্ডোসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশি-বিদেশি কূটনীতিক ও শিক্ষা সমাপনী ব্যাচের কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো, এটাই আমাদের লক্ষ্য:শেখ হাসিনা

    বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো, এটাই আমাদের লক্ষ্য:শেখ হাসিনা

    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

    আওয়ামী লীগই এদেশের মানুষকে কিছু দিতে পেরেছে। আওয়ামী লীগই একমাত্র দল যারা অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো, এটাই আমাদের লক্ষ্য।

    শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

    শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে বারবার। জাতির পিতাকেও কতবার হয়রানি করা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। তারপরও তিনি সততার সঙ্গে এগিয়ে গিয়েছিলেন বলেই বাঙালি একটি স্বাধীন দেশ পেয়েছে।

    তিনি বলেন, আওয়ামী লীগ শেষ করার অনেক চেষ্টা হয়েছে। যখনই আঘাত এসেছে, সবার আগে এসেছে আওয়ামী লীগের ওপরই। কিন্তু জাতির পিতার হাতে গড়া এই সংগঠন ধ্বংস করতে পারেনি কেউই।

    প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০১৯ আজ আওয়ামী লীগ ক্ষমতায়। এই এক দশকেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ ভাগে নামিয়ে এনেছি। জাতির পিতা যে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন, আজ আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এটা ধরে রাখতে হবে। আমাদের লক্ষ্য সামনে আরও এগিয়ে যাওয়া।

    তিনি বলেন, যিনি ত্যাগ স্বীকার করতে পারেন, তিনি সফল হবেন। আর এই কাজটা আওয়ামী লীগই সবচেয়ে বেশি করেছে। এর জন্যই জনগণ কিছু পেয়েছে।

    আওয়ামী লীগ সভাপতি বলেন, কাউন্সিলের মধ্য দিয়েই সংগঠন চাঙ্গা হয়, সংগঠন শক্তিশালী হয়। আমরা সেভাবেই দলকে গড়ে তুলতে চাচ্ছি।

    এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
    আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    এরপর পায়রা ও বেলুন উড়িয়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন এ রাজনৈতিক দলটির সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।

  • সে উত্তর এখনো আমি পাইনি:প্রধানমন্ত্রী

    সে উত্তর এখনো আমি পাইনি:প্রধানমন্ত্রী

    বিজয়ের ৪৮ বছরে দেশ অনেকদূর এগিয়ে গেছে। উন্নতির এই ধারাবাহিকতা ধরে রাখতে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    দেশের বিরুদ্ধে এখনো চক্রান্ত-ষড়যন্ত্র চলছে জানিয়ে বলেছেন, পাকিপ্রেমীরা বিদেশে থাকুক অথবা জেলখানায়, তাদের চক্রান্ত কিন্তু থেমে নেই।

    তবে তিনি বলেন, ‘আমাদের জাতির পিতার সেই কথাটি মনে রাখতে হবে, সাত কোটি বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবা না। আর এখন তো আমরা ১৬ কোটি। মুষ্টিমেয় দালাল হয়তো থাকতে পারে, কিন্তু এই বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারেনি, পারবে না।’

    মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পঁচাত্তরের ১৫ আগস্টের মর্মান্তিক ট্রাজেডির কথা স্মরণ করে আক্ষেপের সুরে প্রধানমন্ত্রী বলেন, ‘এত বড় একটা ঘটনা বাংলাদেশের কি কেউ বা কোনো লোক জানতে পারলো না, কোনো পদক্ষেপ নিলো না, কেন ওই লাশ পড়ে থাকল ৩২ নম্বরে? সে উত্তর এখনো আমি পাইনি। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? মাঝে মাঝে আমার এটা জানতে ইচ্ছে করে, কেউ সাহসে ভর দিয়ে এগিয়ে এলো না কেন?’

    শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ তো শেখ মুজিবের সঙ্গে ছিল। এই ব্যর্থতার খেসারত দিয়ে হয়েছে জাতিকে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশে বারবার ক্যু হয়েছে। ১৮-১৯টা ক্যু হয়েছে এই দেশে। অত্যাচার নির্যাতন চলেছে আমাদের নেতা-কর্মীদের ওপর।’

    বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগরতলা ষড়যন্ত্র মামলায় জাতির পিতাকে জড়ানোর উদ্দেশ্যটাই ছিল তাকে ফাঁসি দিয়ে হত্যা করা, তাকে বিচ্ছিন্নতাবাদী প্রমাণ করা। কারণ তিনি পূর্ববঙ্গকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীন করতে চেয়েছেন। সেই অপরাধে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়। কিন্ত বাংলাদেশে আমাদের ছাত্রসমাজ দল-মত নির্বিশেষ অন্দোলন গড়ে তুলেন। মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আর জুন মাসেই হরতাল হয়েছে। শ্রমিক নেতা নুরু মিয়াসহ ১১ জন তখন প্রাণ দেন। ৬৮ সাল থেকে এই আন্দোলন আরও বেগবান হয়, আর ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয়।’

    ‘সেই সময়ে অনেকেই বলেছে, ‘ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশে স্বাধীন করো’। কিন্তু জাতির পিতা ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমেই সেটা চেয়েছেন। ইয়াহিয়া যে ভোটের আয়োজন করেন, জাতির পিতা জানতেন সংখ্যাঘরিষ্ঠ আসন পেলেও পাকিস্তান আমাদের ক্ষমতায় বসতে দেবে না। আমাদেরকে দেশ স্বাধীন করতে হবে। সেই নির্বাচনে পূর্ববঙ্গের মানুষ শুধু ভোটেই জিতলেন না তারা সংখ্যাঘরিষ্ঠ আসনও পেলেন। কিন্তু পাকিস্তানিরা কোনোভাবেই সেটা মেনে নিলেন না।’

    বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘এই বাংলাদেশ নাম, এই নামটাও কিন্তু জাতির পিতার দেওয়া। ডিসেম্বর মাসের ৫ তারিখ সোহরাওয়ার্দী সাহেবের মৃত্যু দিবসে তিনি বক্তৃতা দিয়েছিলেন। সেখানেই তিনি পূর্ব বঙ্গের নাম যে বাংলাদেশ হবে এই ঘোষাণাটা দেন।’

    শেখ হাসিনা বলেন, ‘এই ছয় দফাকে বানচাল করতে তারা অনেক কিছু নিয়ে আসে। তারা ছয় দফাকে আট দফা করে ফেলে। আমাদের দুর্ভাগ্য আওয়ামী লীগের তৎকালীন হোমরা-চোমড়া অনেক নেতা আট দফার দিকে ঝুঁকেও গিয়েছিলেন। কারাগারের রোজনামচাটা পড়লে অনেক কিছুই জানতে পারবেন। আমাদের সঙ্গেও অনেক নেতাদের তর্ক হতো। অনেকে বলতেন, তুমি, মেয়ে কিচ্ছু বোঝো না। আমি ইউনিভিার্সিটির ছাত্রী কিছু বুঝবো না সেটাতো হয় না। আমি স্কুলজীবন থেকে মিছিলে যাওয়া শুরু করেছি, কলেজে ভিপি ছিলাম। বিশ্ববিদ্যালয়ে এসেও কিছুই বুঝব না এটাতো হয় না। আসলেই তারাই বুঝতেন না।’

    ‘এরকম বহু ঘটনা ঘটে, এটা স্বাভাবিক। কারণ তাৎক্ষণিক কিছু পাওয়ার জন্য অনেকেই ব্যস্ত হয়ে পড়েন। এজেন্সি দ্বারা পরিচালিত হন। কিন্তু জাতির পিতা তার প্রতিটা পদক্ষেপ নিয়েছেন ভেবেচিন্তে। তিনি কারও প্ররোচনায় পড়েননি। জীবনে অনেক ঝুঁকি তিনি নিয়েছেন। যুদ্ধের পরবর্তী সব প্ল্যান তিনি প্রবাসে করে আসেন।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘অসহযোগ আন্দোলন যখন শুরু হলো, ইয়াহিয়াকে খাবার রান্না করে দেবার লোক পর্যন্ত ছিল না। কারণ সবাই স্ট্রাইক করেছে তাকে খেতে দেবে না। তখন ধানমন্ডির বত্রিশ নাম্বারে ফোন আসে যেন তাদেরকে রান্না করে খেতে দেওয়া হয়। এর মানে পুরো জাতিকে তিনি একটি বিপ্লবের দিকে নিয়ে যেতে পেরেছিলেন। সবাই যার যার জায়গা থেকে দেশকে স্বাধীন করতে জীবন বাজি রেখেছে। অসহযোগ আন্দোলন থেকে একটি সশস্ত্র বিপ্লবের দিকে একটি জাতিকে একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানই নিয়ে যেতে পেরেছেন।’

    স্বাধীনতাবিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, ‘তার ৭ মার্চের ভাষণ এক সময় এই দেশে নিষিদ্ধই করা ছিল। আজকে সারাবিশ্বে আড়াই হাজার বছরের ইতিহাসে জাতির পিতার ভাষণ সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে ইউনেস্কোর প্রামাণ্য দলিলে স্থান করে নিয়েছে। আমি জানি না জাতির পিতাকে হত্যার পর যারা এই ভাষণ নিষিদ্ধ করেছিল তারা লজ্জা পায় কি না? অনেকেই জাতির পিতার হত্যার পর যারা এই ভাষণ নিষিদ্ধ করেছিল তারা লজ্জা পায় কি না? অনেকেই জাতির পিতার ভাষণ দেশে ছড়িয়ে দেয়। এটা করতে গিয়েও অনেক শহীদ হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন। কেউ একজন জাতির পিতার নির্দেশে রেডিওতে প্রচার করলে অনেকেই তাকে স্বাধীনতার ঘোষক পর্যন্ত বানানোর চেষ্টা করলেন। ইতিহাস সত্যের সন্ধান করে, সত্যই টিকে থাকে, মিথ্যা টিকে থাকে না।’

    শেখ হাসিনা বলেন, ‘জালিনওয়ালাবাগে যেভাবে হত্যাযজ্ঞ করা হয়েছিল, ৭ মার্চের ভাষণের দিনও এমন একটি হত্যাযজ্ঞ প্রস্তুত করা হয়েছিল। কিন্তু তিনি এই ঘোষণার মধ্য দিয়ে সবধরনের নির্দেশনা দিয়েছিলেন। আর বাঙালি জাতি এই ভাষণের প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে পালন করেছে। আর যে কারণে আজকের বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।’

  • বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উপলক্ষে গঠিত মুজিবমঞ্চ উপকমিটির সদস্য হলেন ফজলে করিম

    বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উপলক্ষে গঠিত মুজিবমঞ্চ উপকমিটির সদস্য হলেন ফজলে করিম

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে গঠিত মুজিবমঞ্চ উপকমিটির সদস্য মনোনিত হয়েছেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    এই কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড.শিরিন শারমিন চৌধুরী।

    মুজিবমঞ্চ উপকমিটির সদস্য মনোনিত হওয়ায় রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে মুজিবমঞ্চ উপকমিটির তালিকাসহ এমপি ফজলে করিম চৌধুরীর ছবি শেয়ার করে অভিনন্দনে সিক্ত করে চলেছেন।

  • বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রোববার সকাল ৭টায় রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

    প্রথমে সরকারপ্রধান হিসেবে এবং পরে দলের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

    এর পর জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠন।

    এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতি লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

    দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়সহ দেশের সর্বত্র সংগঠনের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালোব্যাজ ধারণ করা হয়।

    সকাল ৭টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৮টায় বনানী কবরস্থানে জাতীয় তিন নেতা ও ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত।

    বিকাল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন স্মরণসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় জাতীয় নেতারা বক্তব্য রাখবেন।

    ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে।

    সেদিনের ওই ঘটনা দেশবাসীসহ সমগ্র বিশ্ব স্তম্ভিত হয়েছিল। কারাগারের নিরাপদ আশ্রয়ে জঘন্য ও বর্বরোচিত এই হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

    ইতিহাসবিদদের মতে- মানবসভ্যতার ইতিহাসে কলঙ্কময়, রক্তঝরা ও বেদনাবিধুর রাত ৩ নভেম্বর। ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও তার সহযোদ্ধা জাতীয় চার নেতাকে হত্যা একই সূত্রে গাঁথা।

    বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে ষড়যন্ত্রকারীরা জাতীয় চার নেতাকে তাদের সরকারে যোগদানের প্রস্তাব দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এ জাতীয় চার নেতা সে প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। এ কারণে তাদের নির্মমভাবে জীবন দিতে হয়।

  • আরও নিরাপদ ও আরামদায়ক হচ্ছে বিমান ভ্রমণ : প্রধানমন্ত্রী

    আরও নিরাপদ ও আরামদায়ক হচ্ছে বিমান ভ্রমণ : প্রধানমন্ত্রী

    বিমান ভ্রমণ আরও নিরাপদ ও আরামদায়ক করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক ও পেশাদার বিমানবাহিনী গঠনে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিউইর্য়ক, টরেন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনা করতে চায় বিমান বাংলাদেশ।

    বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ৬ষ্ঠ আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

    এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ভৌগলিক অবস্থান বিবেচনায় প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন করতে দেশের বিমানবন্দরগুলোকে আধুনিকায়নের কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করার কাজ চলছে, যেন পার্শ্ববর্তী দেশগুলোও যেন তা ব্যবহার করতে পারে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আকাশপথে বিশ্বের দূরবর্তী গন্তব্যগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় সরকার। এজন্য আরও দুটি উড়োজাহাজ কেনার প্রস্তুতি নেয়া হয়েছে।

    তিনি বলেন, বিমান বাহিনীকে সবদিক থেকে সচ্ছল বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এর জন্য অত্যাধুনিক সরঞ্জাম ক্রয়সহ অন্যান্য উন্নয়ন কাজও চলছে। এছাড়া বেসামরিক বিমান চলাচলে ও যাত্রীসেবার মান বাড়াতে বিমান বাংলাদেশেরও উন্নয়ন করা হচ্ছে।

    শেখ হাসিনা বলেন, জাতির পিতা মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশকে পুনর্গঠিত করে স্বল্পোন্নত দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের ভৌগলিক অবস্থান, সামরিক কৌশলগত দিক ও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার প্রেক্ষাপট বিবেচনায় রেখে একটি আধুনিক, শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন। তার দূরদর্শী ও বলিষ্ঠ সিদ্ধান্তে ১৯৭৩ সালে সে সময়ের সব থেকে আধুনিক মিগ ২১ সুপারসনিক ফাইটার বিমানসহ পরিবহন বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স, রাডার ইত্যাদি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজন করা হয়েছিল।

    প্রধানমন্ত্রী এসময় আরও জানান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন পুনরায় সরকার গঠন করে, তখন আবার আমরা বিমান বাহিনীকে একটি যুগোপযোগী, দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করি। এবং সেসময় আমরা চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান মিগ ২৯, ইয়ার ১৩০, আধুনিক পরিবহন সি ১৩০ সহ আরও বেশ কিছু বিমান বাহিনীতে সংযোজন করি।

    শেখ হাসিনা জানান, ২০০৮ এর নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বার সরকার গঠন করি। তখন আমরা বিমান ও অন্যান্য যন্ত্রপাতি রক্ষাণাবেক্ষণ ও সংস্কার কাজে নিজস্ব সক্ষমতা অর্জনের দিকে বিশেষভাবে মনোযোগ দিই। আমরা ২০১১ সালে বঙ্গবন্ধু এরোনোটিক্যল সেন্টার স্থাপন করেছি। নিকট ভবিষ্যতে এই সেন্টারে যুদ্ধ বিমানসহ বর্তমানে ব্যবহৃত বেসামরিক বিমানও মেরামত করা সম্ভব হবে বলে আশা রাখি।

    এসময় তিনি আরও বলেন, বিগত পৌনে ১১ বছরে বিমান বহরে আমরা বোয়িং কোম্পানির চারটি অত্যাধুনিক ড্রিমলাইনারসহ মোট ১০টি বিমান সংযুক্ত করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে, বিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগ আকাশ পথে স্থাপন করতে চাই। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি, নিউইয়র্ক, টরেন্টো, সিডনির মতো দূরবর্তী গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে পারব। এ লক্ষ্যে সিভিল অ্যাভিয়েশন অথরিটিকে ক্যাটাগরি ১ এ উন্নীত করার কাজ এগিয়ে চলছে।

    এর আগে সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেইফটি সেমিনার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় শুরু হয়। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সেমিনার উদ্বোধন করেন।

    এ সেমিনারের মূল উদ্দেশ্য নিরাপদ উড্ডয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, তদন্ত, উড্ডয়ন ঝুঁকি হ্রাসকরণ এবং সর্বোপরি নিরাপদ উড্ডয়নের ভূমিকা নিয়ে মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময় করা।

    উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, স্বাগতিক বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, মালয়েশিয়া, ভারত, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সৌদি আরব, মিসর, ওমান, মরক্কো, নাইজেরিয়া এবং জিম্বাবুয়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সেমিনারে অংশগ্রহণ করেন।

    সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, এমআইএসটি, বাংলাদেশ আনবিক শক্তি কমিশন, পদ্মা ওয়েল কোম্পানি লি., ফ্লাইং ক্লাবসহ নভোএয়ার, ইউএস বাংলা, রিজেন্ট এয়ার ওয়েজ, মেঘনা এভিয়েশন গ্রুপ, আর অ্যান্ড আর অ্যাভিয়েশন, স্কয়ার প্রমুখ সংস্থা বাংলাদেশে বিদ্যমান সরকারি বেসরকারি সব এয়ারলাইন্স অংশগ্রহণ করে।

  • নারীদের অগ্রাধিকার দিয়েছি-প্রধানমন্ত্রী

    নারীদের অগ্রাধিকার দিয়েছি-প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী জাগরণের নেতৃত্ব দিয়েছিলেন। কারণ তিনি বুঝেছিলেন নারী কর্মক্ষম না হলে সমাজ ও পরিবারে তার মর্যাদা বাড়ে না। স্বাধীনতা যুদ্ধের সময় নারীদের নির্যাতন করা হয়েছে।

    প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরবর্তী সেসব নারীদের উদ্ধার করে তাদের পূর্ণবাসন করেছেন বঙ্গবন্ধু। সে সময় অনেক নির্যাতিত নারীকে তাদের পিতারা মেনে নিতে চায়নি। বঙ্গবন্ধু সে সময় সেসব নারীদের জন্য নিজে পাত্র দেখে বিয়ে দিয়েছিলেন। পিতার পরিচয় না থাকলে তিনি পিতার জায়গায় তার নাম লিখে এবং তার ধানমণ্ডির ৩২ এর বাসার ঠিকানা দিয়েছিলেন।

    আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটের মিলনায়তনে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১৫ বছর পর মহিলা শ্রমিক লীগের এ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

    তিনি বলেন, পাকিস্তান আমলে বিচার বিভাগে নারীরা অংশ নিতে পারবে না এমন আইন তিনি বাতিল করে নারীদের সে সুযোগ দিয়েছিলেন। এখন অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ৭২’র সমাজে কিন্তু এ অবস্থা ছিল না। সে সময় নারীদের নিয়ে সমাজের চিন্তা ভাবনা পশ্চাৎপদ ছিল বলে নারীদের এগিয়ে যাওয়া অসম্ভব ছিল।

    কোন নারীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তাকে সমাজই পরিত্যক্ত করে দিত। বঙ্গবন্ধু যে সংবিধান আমাদের দিয়েছেন তাতে সংসদে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষণ করা হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটা শিক্ষিত জাতি পারে একটা দেশকে দারিদ্রমুক্ত করতে। দারিদ্রমুক্ত সমাজ গড়তে হলে নারীকেও শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। আমরা এ সুযোগ করে দিয়েছি।’

    নারীকে তার মর্যাদা নিয়ে কাজ করার জন্য আমাদের সরকার কাজ করেছে। আমরা মেয়েদের কর্মসংস্থান বাড়ানোর জন্য কাজ করেছি। ৯৬’এ ক্ষমতায় এসে প্রাথমিক শিক্ষায় নারী শিক্ষকদের জন্য ৬০ ভাগ কোটা দিয়েছি। প্রধানমন্ত্রী ট্রাস্ট ফান্ড থেকে যারা বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষা নিতে বিদেশে যান তাদের মধ্যে ৭৫ ভাগই নারী। আমি নারীদের সব সময়ে অগ্রাধিকার দিয়েছি।

    আশ্রয়ণ প্রকল্প করে ভূমিহীন, নিঃস্ব পরিবারের জন্য ঘর দেওয়া হয়েছে। এর দলিল স্বামী ও স্ত্রী দু জনের নামেই করা হয়েছে। এ ক্ষেত্রে কোন ঝামেলা হলে নারী অগ্রাধিকারের কথা বলা হয়েছে। আমরা গ্রামের নারীদের সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক করেছিলাম। কিন্তু বিএনপি-জামায়াত এ ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। তারা ধারণা করেছিল যে, কমিউনিটি ক্লিনিকের কারণে নৌকা বেশি ভোট পাবে। কিন্তু ক্লিনিক বন্ধ করেও আওয়ামী লীগের ভোট তারা বন্ধ করতে পারে নাই।’

    শিক্ষায় মেয়েরা পিছিয়ে ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা ব্যাপক হারে বৃত্তি দিয়েছি। পরীক্ষার রেজাল্টেও তারা ভালো করছে। বেদে থেকে শুরু করে চা শ্রমিক পর্যন্ত সকলকে ভাতা দেওয়া হচ্ছে। আমরা বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধি ভাতা চালু করেছি। প্রায় ৮৪ লক্ষ মানুষ এ ভাতা পাচ্ছে। প্রতিবন্ধি ছাত্র ছাত্রীকে বেশি করে বৃত্তি দেওয়া হচ্ছে।’

    নারীরা যেন আর কোন ক্ষেত্রেই পিছিয়ে না পড়ে তার জন্য কাজ করে যাচ্ছি। এখন নারীরা পুলিশ সুপার, জেলা প্রশাসক, সেনা, বিমান, নৌ বাহিনী থেকে শুরু করে সচিব পর্যন্ত হচ্ছে। তার তাদের যোগ্যতার স্বাক্ষর স্ব স্ব ক্ষেত্রে রেখে যাচ্ছেন। নারী ক্ষমতায়নে আমরা সমতা এনেছি।’

    বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কে কোন দল করে আমি তা দেখিনি। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়েছে জড়িত সকলকেই আইনের আওতায় আনতে হবে। ভিসি সকল দাবি মেনে নিলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এটা তো হওয়ার কথা না। আমি আন্দোলন দেখে নির্দেশ দেইনি। আমার কথা হলো এমন ঘটনা ঘটিয়ে কেউ পার পেয়ে যেতে পারবে না।’

  • বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ আবরারের পড়ার টেবিলে

    বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ আবরারের পড়ার টেবিলে

    বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের পড়ার টেবিলে পাওয়া গেছে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’, সমরেশ মজুমদারের ‘সাতকাহন’, হুমায়ূন আহমেদের ‘মিসির আলী সমগ্র’, অধ্যাপক ড. মীজানুর রহমানের লেখা ‘বঙ্গবন্ধু: মহাকালের মহানায়ক’, শাহাদুজ্জামানের ‘ক্রাচের কর্ণেল’ ইত্যাদি গ্রন্থ। এছাড়া রয়েছে বিভূতিভূষণের ‘উপন্যাস সমগ্র’।

    কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে আবরারের বাড়ি। ছুটিতে বাড়ি গিয়েছিলেন তিনি। পড়ালেখার চাপ থাকায় গত রোববার (৬ অক্টোবর) ফিরে আসেন। সন্ধ্যায় বুয়েট শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে ব্যস্ত ছিলেন পড়ালেখায়।

    রাত ৮টার দিকে আবরারকে ওই হলের দোতলার ২০১১ নম্বর টর্চার সেলে ডেকে নিয়ে হুমকি দিতে শুরু করেন বুয়েট ছাত্রলীগের নেতারা। এ পর্যায়ে ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার আবরারের মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেসবুক ঘেঁটে বাছ-বিচার না করেই হকি স্টিক দিয়ে পেটাতে শুরু করেন।

    সেখানে অবস্থান করা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিনও আরেকটি হকি স্টিক নিয়ে আবরারকে পেটানোতে অংশ নেন। ওই সময় ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন আবরারের হাত ধরে রাখেন। আর আবরারের পায়ে পেটাতে থাকেন উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল।

    সদস্য মুনতাসির আল জেমি, মো. মুজাহিদুর রহমান মুজাহিদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, একই বিভাগের চতুর্থ বর্ষের ইশতিয়াক মুন্নাও নির্দয়ভাবে পেটাতে শুরু করেন আবরারকে।

    কেউ হকি স্টিক দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ বা কিল-ঘুষি দিয়ে ইচ্ছামতো আবরারকে পেটানোতে অংশ নেন। এভাবে ২২ জন অংশ নেন এই ভয়ংকর নির্যাতনে। আবরার একটু কাঁদতেও পারেননি। কারণ তখন তাঁর মুখ চেপে ধরা হয়েছিল।

    চরম এই নির্যাতনের মধ্যেও আবরার বলেছিলেন, ‘আমি কোনো অন্যায় করিনি, আমাকে মেরো না।’ আরো কিছু বলার চেষ্টা করলেও নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় তা আর বলতে পারেননি।

    ওই অবস্থার মধ্যেই টর্চার সেলে প্রবেশ করেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও সহসভাপতি মুহতাসিম ফুয়াদ। তাঁরাও অপেক্ষা না করে নিস্তেজ প্রায় আবরারকে পেটাতে শুরু করেন। এভাবেই একপর্যায়ে মেধাবী ছাত্র আবরার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    তাদের গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন ভয়ংকর তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি।

    প্রসঙ্গত, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদকে রোববার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    পরদিন সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

    ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ লাশের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, ‘ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।