Tag: বজ্রপাতে মৃত্যু

  • নওগাঁয় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

    নওগাঁয় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

    নওগাঁয় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকালে পত্নীতলা ও পোরশা উপজেলার পৃথক স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে।

    তারা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫) ও মোতাহার হোসেন (৩৫); দিবর ইউনিয়নের ছোট মহারন্দী গ্রামের মাসুদ রানা (১৯) এবং পোরশা উপজেলার নীতপুর সোহাতী গ্রামের তছির উদ্দিন মণ্ডলের ছেলে আজিজুল হক (৬৫)।

    স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, বিকালে খাদেমুল ইসলাম ও মোতাহার হোসেন নিজ এলাকায় একটি আমবাগানে কাজ করছিলেন।

    এসময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে বজ্রপাতে দুজনই মারা যান। অপরদিকে ছোট মহারন্দী এলাকার মাসুদ রানা নামে এক ব্যক্তিও বিকেলে আমবাগানে কাজ করছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান। পরে স্বজন ও স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।

    এদিকে পোরশার নীতপুরে বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে আজিজুল হক নামে এক কৃষক মারা গেছেন।

    এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, আজিজুল হক বিকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা গিয়ে আজিজুলের লাশ উদ্ধার করেন।

     

  • মিরসরাইয়ে বজ্রপাতে মারা গেল কৃষকের কোরবানীর গরু

    মিরসরাইয়ে বজ্রপাতে মারা গেল কৃষকের কোরবানীর গরু

    মিরসরাই প্রতিনিধি::::মিরসরাইয়ে বজ্রপাতে কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। গরু দুটি আসন্ন কোরবানীর বাজারে বিক্রির উদ্দেশ্যে বছর ধরে লালন পালন করা হয়েছিল।

    শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের বানাতলি এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া গরু দুটির বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

    গরুর মালিক শামসুদ্দিন ও জসিম উদ্দিন জানান, গরু দুটি কোরবানির বাজারে বিক্রির জন্য মোটাতাজা করা হয়েছিল। শনিবার সকালে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে মাঠেই মারা যায়। মাঠেই পড়ে থাকে গরু দুটির নিথর দেহ। স্থানীয় উৎসুক জনতার ভিড় জমায় গরু দুটি দেখতে।

    স্থানীয় ইউপি সদ্য মিজানুর রহমান দুঃখ প্রকাশ করে জানান, দরীদ্র দুই পরিবার অনেক আশা নিয়ে গরু দুটি লালন পালন করে মোটা তাজা করেন। আসন্ন কোরবানীর ঈদে বিক্রি করার কথা ছিল গরুগুলো।

  • শরীয়তপুরে বজ্রপাতে ৩ প্রাণহানি

    শরীয়তপুরে বজ্রপাতে ৩ প্রাণহানি

    শরীয়তপুরের নড়িয়ায় মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—শাহিন শেখ (৩৮), সিরাজ ওঝা (৫০) ও শাহিন মাঝি (৪০)। তাদের বাড়ি নড়িয়ার ডিঙ্গামানিক এলাকায়।

    নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, বিকেলে ওই তিন জেলে একটি খামারে মাছ ধরছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

  • পীরগঞ্জে ইটভাটায় বজ্রপাতে ৫ জন নিহত

    পীরগঞ্জে ইটভাটায় বজ্রপাতে ৫ জন নিহত

    জেলার পীরগঞ্জ উপজেলার বিটিসি মোড়ে বকুল মিয়ার ইটভাটায় আজ বজ্রপাতে ৫ জন নিহত হয়েছেন। বিকেল ৩ টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্ল্যাহপুর উপজেলার কবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিল (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (২২), একই উপজেলার চকনদি গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), আলামিনের ছেলে শাহাদত মিয়া (২২) ও আয়নাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় জানান, আব্দুল জলিল মিয়া ইটভাটায় ঘাস কাটছিলেন। অন্যরা ইট পরিবহন শ্রমিক হিসেবে মহেন্দ্র ট্রলিতে ইট তুলছিলেন। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সবাই নিহত হন।

  • ঈদের দিন বজ্রপাতে ১০ জনের মৃত্যু

    ঈদের দিন বজ্রপাতে ১০ জনের মৃত্যু

    বজ্রপাতে দেশের সাত জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে একই স্থানে তিন কিশোর মারা গেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় একজন, হবিগঞ্জে দুইজন, বাগেরহাটে একজন, মেহেরপুরে একজন ও কক্সবাজারে একজন ও নোয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

    টাঙ্গাইল

    টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় নদীতে গোসল করার সময় বজ্রপা‌তে তিন কি‌শোর নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে নদীর পা‌ড়ে থাকা আ‌রও দুইজন। মঙ্গলবার (৩ মে) সকা‌লে উপ‌জেলার দশ‌কিয়া ইউনিয়নের হা‌তিয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

    যারা মারা গেছে তারা হ‌লো- উপ‌জেলার হা‌তিয়া এলাকার র‌বিউলের ছে‌লে আরিফ (১৫), আব্দুর রাজ্জাকের ছে‌লে র‌ফিক (১৪) এবং দশ‌কিয়া পূর্বপাড়া গ্রা‌মের জুলহা‌সের ছে‌লে ফয়সাল (১৬)।

    দশ‌কিয়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মা‌লেক ভূঁইয়া ব‌লেন, ঈদের নামাজ পড়ার আগে সকা‌লে তারা নদীতে গোসল কর‌তে গি‌য়ে‌ছিল। এ সময় সেখা‌নে বজ্রপাত ঘটলে ঘটনাস্থ‌লেই একজন মারা যায়। গুরুতর আহত হয় চারজন। টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়ার প‌থে মারা যায় র‌ফিক ও ফয়সাল‌। তাদের মরদেহ বা‌ড়িতে আনা হ‌য়ে‌ছে। এ ঘটনায় এলাকায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।

    ব্রাহ্মণবাড়িয়া

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বাবার কবর জিয়ারত করার সময় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা সদরের দুর্গাপুরে এ ঘটনা ঘটে। রনি ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রনি ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করতে স্থানীয় একটি কবরস্থানে যান। কবর জিয়ারত করা অবস্থায় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় জানান, হাসপাতালে আনার আগেই রনি মিয়ার মৃত্যু হয়েছে।

    হবিগঞ্জ

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ও বিকেলে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুক আলী ও শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের শাহজাহান মিয়া সকাল ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এ সময় হালকা বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এদিকে শায়েস্তাগঞ্জে বজ্রপাতে সাবাজ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার লাদিয়া গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে। বিকেলে সাবাজ মিয়া বাড়ির পাশে ধানের জমিতে কাজ করার সময়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

    বাগেরহাট

    বাগেরহাটের মোংলায় কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মহির উদ্দিন শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মোংলা উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে। মহির উদ্দিন শেখ মোংলা উপজেলার মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা।

    স্থানীয় ইউপি সদস্য অজিত মজুমদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢালিরখন্ড এলাকা থেকে জ্বালানি কাঠ নিয়ে বাড়িতে ফিরছিলেন মহির উদ্দিন শেখ। পথিমধ্যেই বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বজ্রপাতে মহির নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা তার পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করব।

    মেহেরপুর

    মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার ভাই মন্টু (৪৮) আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, সকালে ঈদের জামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজ্জাক ও মন্টু। পথে বজ্রপাত হলে দুজনই আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

    মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

    কক্সবাজার

    কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বজ্রপাতে শামসুল আলম (৫০) নামে এক লবণচাষির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

    মৃত লবণচাষি শামসুল আলম সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল মাঝের পাড়ার ইসমাইলের ছেলে। আহত দেলোয়ার একই এলালার মৃত আজম আলীর ছেলে।

    কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিকেলে চৌফলদন্ডী নতুন মহাল মাঝেরপাড়ায় বৃষ্টি থেকে লবণ রক্ষা করতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন শামসুল আলম। তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

    বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ২০ জনের প্রাণহানি হয়েছে। বুধবার (০৪ আগস্ট) বেলা ১১টা ৫৯ মিনিটে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে ২০ জন মারা যান।

    তিনি আরও বলেন, মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিল। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল।

    শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, নৌকাটি দক্ষিণ পাকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতের সংখ্যা ১৬ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

  • ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

    ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

    গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে পীরগঞ্জের ১ জন ও রাণীশংকৈলের ১ জনের মৃত্যু হয়েছে।

    ঘটনা দু’টি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জুন)।

    স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জের নিহত আজিমুল হক (৪০) বাসার পাশে বোরো ধান দেখতে গিয়ে বজ্রপাতে ঝলসে ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গরুরা গ্রামের আব্দুল হামিদুর রহমানের ছেলে।

    অন্যদিকে রাণীশংকৈলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে বিলপাড়ে মাছ ধরতে বজ্রপাতে মারা যান শান্ত রায় (২২)। তিনি উপজেলার ধর্মগড় ইউনিয়নের রাজাদীঘি গ্রামের টংকনাথ রায়ের ছেলে।

    এ ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ও রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর আহসান হাবিব।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম