ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : শীত এসেছে লাগলো কাঁপন,লাগলো দোলা প্রাণে,
শীত এসেছে হিমেল হাওয়া,আনন্দ আর গানে কবিতা ছন্দে,মরুভূমি বিশাল পার্কে সরষে ফুলের অবাধ আর কবিতার ছরাছরি নিয়ে কবি মেলা ও বনভোজন জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে অনুষ্ঠিত হয়।
জাতীয় কবিতা মঞ্চের সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মুহাম্মদ মুসা এর সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না’র সঞ্চালনায় নববর্ষ বরণ, কবিতা আবৃতি,স্বরচিত
কবিতা,অভিনয়,নৃত্য, গান পিঠা উৎসব সহ প্রবাসীদের মন জয় করে জাতীয় কবিতা মঞ্চের সদস্যরা।
আরব আমিরাত আল আইন শহরে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে শুক্রবার (৩ জানুয়ারি) জেবল হাফিত গ্রীনমোবাজারা পার্কে অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় সকাল ১১ টায়।
বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে এই জাতীয় কবিতা মঞ্চের বনভোজন ও কবি মেলা অনুষ্ঠান পরিণত হয় স্থানীয় বাঙালিদের এক মিলনমেলায়।
আট ঘণ্টার এই আয়োজনে ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি, স্বরচিত কবিতা,অভিনয়,নৃত্য, গান, পিঠা উৎসব।
অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জাতীয় কবিতা মঞ্চের উপদেষ্টা,লুলু ফ্যাশন হাউজ এর চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মোহাম্মদ সাইফুল আলম সাইফ।
শারীরিক অসুস্থতার কারণে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বার্তা প্রদান করেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক,মীরসরাই সমিতির সভাপতি, আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান, শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সিআইপি।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট নারীনেত্রী শারমিন আক্তর জেলি।