Tag: বনভোজন

  • বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার সমিতির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার সমিতির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার সমিতির বনভোজন ও মিলনমেলা সমিতির সভাপতি মো: হোবাঈব এর সভাপতিত্বে পতেঙ্গা সী-বিচ সংলগ্ন সী বার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

    সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী মতিনুল ইসলাম রায়হান, রফিকুল্লাহ, বেদার উদ্দিন, এআরএন সায়েদ,সুজা আকবর, ফরহাদ বিন জাফর, নুর নবী, দেলোয়ার হোসেন, আব্দুল আলিম, মাহফুজুর রহমান, ইব্রাত হোসেন, ফারজানা রহমান বাবলি, কহিনুর আক্তার, মো:হাসেম, আজম খান, দিদারুল আলম, আলতাফ, কাউসাইন, ডা.রেজাউল করিম, আতাউল গণি ওসমানী,  মো:আলম, রেবেকা সুলতানা প্রমুখ।

    সভায় পূর্ববর্তী সেশনের হিসাব পর্যালোচনা ও পরবর্তী সেশনে সমিতির কর্মপরিকল্পনা গৃহীত হয়।

  • মালিক-শ্রমিক সৌহার্দ্য বাড়াতে সীতাকুণ্ডে পোর্টলিংক প্রাইম মোভারে বনভোজন আয়োজন

    মালিক-শ্রমিক সৌহার্দ্য বাড়াতে সীতাকুণ্ডে পোর্টলিংক প্রাইম মোভারে বনভোজন আয়োজন

    সীতাকুণ্ড প্রতিনিধি : মালিক-শ্রমিক সম্পর্কে আরো আন্তরিকতা বাড়াতে শ্রমিকদের নিয়ে মালিক পক্ষের বনভোজন আয়োজন। সীতাকুণ্ড উপজেলার বানুরবাজার এলাকার পোর্টলিংক প্রাইম মোভার শ্রমিকদের নিয়ে বার্ষিক বনভোজন করেছেন প্রাইম মোভার পোর্টলিংক শাখা।

    সোমবার রাতে পোর্টলিংক এলাকায় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। মালিক-শ্রমিকদের মাধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন মালিক পক্ষ।

    জাবেদের সভাপতিত্বে বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইম মোভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজ্জাফর আহম্মদ।

    বনভোজনের সময় পোর্টলিংক শাখার প্রাইমোভার শ্রমিকরা অংশগ্রহণ করে আনন্দে মেতে উঠে। শ্রমিকরা এ সময় নেচে গেয়ে উপভোগ করে যেন কিছু সময়ের জন্য সকল দুঃখ, কষ্ট ভুলে যান।

    প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুণ কবির বলেন, সারাদিন শ্রমিকরা সড়কের মধ্যে গাড়ি নিয়ে ব্যস্ত সময় পার করে। তাই একটি দিন শ্রমিকদের বিনোদন দেয়ার লক্ষে এই বনভোজনের আয়োজন। এ ছাড়া শ্রমিকদের একটি দিন বিনোদন দিলে তারা কর্মস্থানে আরো ভালো অবদান রাখতে পারে। এছাড়া মালিক-শ্রমিক সম্পর্কে আরো গাঢ় হয়।

  • আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের বনভোজন অনুষ্ঠিত

    আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের বনভোজন অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : শীত এসেছে লাগলো কাঁপন,লাগলো দোলা প্রাণে,
    শীত এসেছে হিমেল হাওয়া,আনন্দ আর গানে কবিতা ছন্দে,মরুভূমি বিশাল পার্কে সরষে ফুলের অবাধ আর কবিতার ছরাছরি নিয়ে কবি মেলা ও বনভোজন জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে অনুষ্ঠিত হয়।

    জাতীয় কবিতা মঞ্চের সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মুহাম্মদ মুসা এর সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না’র সঞ্চালনায় নববর্ষ বরণ, কবিতা আবৃতি,স্বরচিত
    কবিতা,অভিনয়,নৃত্য, গান পিঠা উৎসব সহ প্রবাসীদের মন জয় করে জাতীয় কবিতা মঞ্চের সদস্যরা।

    আরব আমিরাত আল আইন শহরে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে শুক্রবার (৩ জানুয়ারি) জেবল হাফিত গ্রীনমোবাজারা পার্কে অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় সকাল ১১ টায়।

    বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে এই জাতীয় কবিতা মঞ্চের বনভোজন ও কবি মেলা অনুষ্ঠান পরিণত হয় স্থানীয় বাঙালিদের এক মিলনমেলায়।

    আট ঘণ্টার এই আয়োজনে ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি, স্বরচিত কবিতা,অভিনয়,নৃত্য, গান, পিঠা উৎসব।

    অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জাতীয় কবিতা মঞ্চের উপদেষ্টা,লুলু ফ্যাশন হাউজ এর চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মোহাম্মদ সাইফুল আলম সাইফ।

    শারীরিক অসুস্থতার কারণে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বার্তা প্রদান করেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক,মীরসরাই সমিতির সভাপতি, আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান, শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সিআইপি।

    বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট নারীনেত্রী শারমিন আক্তর জেলি।

  • দুবাইয়ে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বিজয় দিবস ও বনভোজন অনুষ্ঠিত

    দুবাইয়ে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বিজয় দিবস ও বনভোজন অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের মুশরিফ পার্কে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৭ ডিসেম্বর) এ উপলক্ষে শতাধিক প্রবাসিদের মিলনমেলায় রূপ নেয় মুশরিফ পার্ক। আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল বকুল।

    সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ওবায়দুল হক মানিক । এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য এহসানুল হক সাগর, আনিসুল হক অন্তর , নাসিম উদিন আকাশ, শেখ ইউনুস, ইদিস রানা, নাজিম উদ্দিন, রাসেল, ফারুক, রমজান, আকবর সহ আরো অনেকে ।

    পরে নানা রকম দেশীয় খেলাধুলা এবং দেশজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে নানা প্রতিযোগিতায় বিজযীদের পুরস্কৃত করা হয়।