Tag: বনানী

  • বনানী কবরস্থানে শেখ হাসিনার শ্রদ্ধা

    বনানী কবরস্থানে শেখ হাসিনার শ্রদ্ধা

    রাজধানীর বনানী কবরস্থানে ‘৭৫-এর ১৫ আগস্ট নিহত স্বজন ও পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে স্বজনদের কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন তিনি। এরপর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

    প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আওয়ামী লীগ। দলটি ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। ফলে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

     

  • নাসিমকে শেষ শ্রদ্ধা জানালেন ডা. জাফরুল্লাহ

    নাসিমকে শেষ শ্রদ্ধা জানালেন ডা. জাফরুল্লাহ

    রাজধানীর বনানীতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

    রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মো. নাসিমের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর কবরস্থানে সমাহিত অন্যদের সবার জন্য মহান আল্লাহর কাছে দোয়া ও ক্ষমাপ্রার্থনা করেন।

    এ সময় তার সঙ্গে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক অধ্যাপক ডা. মুহিব উল্লাহ খোন্দকার ও জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

    ডা. জাফরুল্লাহ চৌধুরী বনানী কবরস্থান থেকে সরাসরি গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার চিকিৎসাধীন রুমে চলে যান বলে জানান জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

    করোনামুক্ত হওয়ায় মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. জাফরুল্লাহ। এছাড়া দ্রুত পুরোপুরিভাবে সুস্থ হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

    ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা পজিটিভ হয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি করোনা নেগেটিভ।

    গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

    অধ্যাপক ড. বিজন কুমার শীল বলেন, তার শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাকে এখন সুস্থ বলা যায়। তবে তার কিডনির সমস্যা এবং গত কিছুদিন যে ধকল গেছে তাতে আরও পাঁচ দিন তাকে হাসপাতালে থাকতে হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাজধানীর বনানীতে রাউজানের শিক্ষার্থীদের মিলনমেলা কাল, থাকবেন সাংসদ ফজলে করিম

    রাজধানীর বনানীতে রাউজানের শিক্ষার্থীদের মিলনমেলা কাল, থাকবেন সাংসদ ফজলে করিম

    রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি : রাজধানী ঢাকার বনানীর বুকে রাউজানের শিক্ষার্থীদের অনন্য প্লাটফর্ম রাউজান ছাত্র পরিষদ ঢাকা’র মতবিনিময় সভা আগামীকাল রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বনানীর ১৭ নং রোডে অবস্থিত নর্ডিক হোটেলে অনুষ্ঠিত হবে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদপুত্র, উদীয়মান রাজনীতিবিদ ও সমাজসেবক ফারাজ করিম চৌধুরী।

    উক্ত মতবিনিময় সভায় রাউজানের সকল শিক্ষার্থী ও শুভাকাঙ্খীদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন রাউজান ছাত্র পরিষদ ঢাকা’র নেতৃবৃন্দ।