Tag: বন্দরে

  • ভারতের পঁচা মহিষের মাংস দুর্গন্ধ ছড়াচ্ছে চট্টগ্রাম বন্দরে, ইগলু ফুডকে জরিমানা

    ভারতের পঁচা মহিষের মাংস দুর্গন্ধ ছড়াচ্ছে চট্টগ্রাম বন্দরে, ইগলু ফুডকে জরিমানা

    চট্টগ্রাম ডেস্ক : ঢাকার সিআর দত্ত সড়কে অবস্থিত ইগলু ফুডস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ও চট্টগ্রামের আগ্রাবাদের সিএন্ডএফ এজেন্ট কর্ণফুলী লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

    ভারত থেকে এক কনটেইনার মহিষের মাংস আমদানি করে এবং চট্টগ্রাম বন্দর থেকে ওই কন্টেইনারটি খালাসের দায়িত্ব নিয়ে তাদেরকে জরিমানা দিতে হচ্ছে।

    জানা যায়, আমদানিকরা কনটেইনারে থাকা পঁচা মাংসের তীব্র দুর্গন্ধ চট্টগ্রাম বন্দরের পরিবেশের ব্যাপক ক্ষতি করায় দুটি প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড দেন পরিবেশ অধিদপ্তর। তাছাড়া মহিষের মাংসগুলো খালাসের জন্য তিন দফা নির্দেশনাও দেন অধিদপ্তরের কর্মকর্তারা।

    গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

    জানা গেছে, ভারত থেকে কনটেইনারভর্তি মহিষের মাংস আমদানি করে ঢাকার সিআর দত্ত সড়কে অবস্থিত ইগলু ফুডস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরে সে কনটেইনারটির খালাসের দায়িত্ব পেয়েছিলো সিএন্ডএফ এজেন্ট কর্ণফুলী লিমিটেড।

    কিন্তু পণ্য খালাসের আগেই কনটেইনার থেকে পঁচা মাংসের তীব্র দুর্গন্ধ চট্টগ্রাম বন্দরজুড়ে ছড়িয়ে পড়লে বন্দর কর্তৃপক্ষ বিষয়টি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অবহিত করে।

    এ বিষয়ে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নুরুল্লাহ নুরী গণমাধ্যমকে বলেন, বন্দরে তীব্র দুর্গন্ধ ছড়ানোর বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদের অবহিত করার পর গত ২৭ সেপ্টেম্বর আমাদের একটি টিম সেখানে যায়।

    এসময় ইগলু ফুড নামক একটি প্রতিষ্ঠানের আমদানি করা একটি কনটেইনারে থাকা মহিষের মাংস থেকে পুরো বন্দর জুড়ে দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি শনাক্ত করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের কর্মকর্তারা।

    পঁচে যাওয়া মাংস থেকে ছড়ানো দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার প্রমাণ পাওয়ায় আমদানিকারক ও কনটেইনারটি খালাসের দায়িত্বে থাকা সিএন্ড এফ এজেন্টকে শুনানিতে তলব করা হয়।

    তিনি বলেন, শুনানিতে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে অর্থদ- দেওয়ার পাশাপাশি কনটেইনার থেকে মহিষের মাংস খালাসের জন্য তিনটি নির্দেশনাও দেওয়া হয়েছে।

    নির্দেশনাগুলো হলো কনটেইনার থেকে পঁচা মাংস এমনভাবে খালাস করতে হবে যাতে কোনো প্রাণী সেটা খেতে না পারে। পঁচা মাংস থেকে মাটি, পানি ও বাতাসে যেন দূষণ না ছড়ায় সেই ব্যবস্থা নিতে হবে। এরপর পরিবেশ সম্মত উপায়ে কনটেইনারটি পরিষ্কার করতে হবে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রাম বন্দরের বেদখলে থাকা ৩ একর জমি উদ্ধার

    চট্টগ্রাম বন্দরের বেদখলে থাকা ৩ একর জমি উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরে পোর্ট কলোনি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এ উচ্ছেদ অভিযানের নের্তৃত্ব দেন।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে পরিচালিত উচ্ছেদ অভিযানে বন্দরের প্রায় ৩ একর জমি পুনরুদ্ধার করা হয়। বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিন ছাড়াও এ অভিযানে পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    তাছাড়া অভিযানে ২টি পে লোডার ব্যবহার করে অন্তত ১৫ থেকে ২০ জন শ্রমিক এ উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগীতা করেন।

    এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, দীর্ঘদিন ধরে বন্দরের জমি দখলে রেখে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলো একটি চক্র। এতে বন্দরের সম্পত্তি বেদখলের পাশাপাশি এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছিল।

    মঙ্গলবার অভিযান চালিয়ে বন্দরের উত্তর আবাসিক এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

    ২৪ ঘণ্টা/ রাজীব

  • চট্টগ্রাম বন্দরে করোনার ছোবল/ কর্মকর্তা-কর্মচারি ও পরিবারের ২৪ সদস্য একদিনেই আক্রান্ত

    চট্টগ্রাম বন্দরে করোনার ছোবল/ কর্মকর্তা-কর্মচারি ও পরিবারের ২৪ সদস্য একদিনেই আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বন্দর বাঁচলেই বাঁচবে দেশ, সচল থাকবে দেশের অর্থনীতি। সমৃদ্ধ হবে জাতীয় অর্থ ভাণ্ডার। গতি পাবে দেশের উন্নয়ন। অর্থনীতির চাকা ঘুরলে সাধিত হবে দেশের সামগ্রিক অগ্রগতি।

    সেই গুরুত্বপূর্ণ সেবা সংস্থাতেই এবার ছোবল মেড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ৩০ মে শনিবারে একদিনেই চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারি ও তাদের পরিবারের ২৪ জনের শরীরে ধরা পড়েছে করোনার সংক্রমণ।

    শনিবার (৩০ মে) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের প্রকাশিত রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়। এর তিনদিন আগে গত ২৭ মে বন্দর হাসপাতালের মাধ্যমে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়িছিল।

    একদিনে আক্রান্তদের মধ্যে ২১ জন পুরুষ ও তিনজন নারী রয়েছে। বয়স ভিত্তিক হিসেবে পুরুষ যথাক্রমে ৬৮,৬৬,৬২,৫৯,৫৮,৫৭,৫৫,৫৪,৫১,৫০,৪৫,৪৫,৪৩,৪০,৪০,৩৭,৩১,৩১,২৬,২৫ ও ২৫ বছর। এবং ৬৫, ৫০ ও ৪৯ বছর বয়সী তিন নারী একদিনে করোনা আক্রান্ত হয়েছে।

    চমেক হাসপাতাল সুত্র বলছে গতকাল ৩০ মে একদিনেই মোট ২৬০ জনের করোনা টেস্ট করার পর ১২০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ১১১ জন এবং উপজেলায় ৯ জন।

    শনিবার (৩০ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রামে নতুন করে আরও ২৭৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে নগরীর ১৮০ জন এবং উপজেলায় ৯১ জন। এছাড়া ঠিকানা বিহীন ৮ জন।

    চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডির তিন দিনের পরীক্ষায় ৮১৬টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৭ এবং উপজেলায় ৪৩ জন। ঠিকানা বিহীন পজিটিভ আছে ৬ জন।

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২ জন এবং উপজেলায় ৩৮ জন।

    ঠিকানা বিহীন পজিটিভ আছে ২ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে ০৫ জনের নমুনা পরীক্ষা করে উপজেলায় ০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১৭ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আগুন : ওয়ার্কশপে পুড়ল দুই বাস, বোয়ালখালীতে পুড়েছে ২টি বসতঘর

    আগুন : ওয়ার্কশপে পুড়ল দুই বাস, বোয়ালখালীতে পুড়েছে ২টি বসতঘর

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকার একটি ওয়ার্কশপে এবং বোয়ালখালী উপজেলার বড়ুয়ার টেক এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন একটি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়ার্কশপে থাকা দুটি বাস পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে একঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও গ্যারেজে থাকা দুটি বাস আগুনে পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

    এদিকে একই দিন জেলার বোয়ালখালী উপজেলার বড়ুয়ার টেক এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে দুটি বসতঘর পুড়ে অন্তত চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন।

    তিনি বলেন, ভোর রাত সোয়া ৩টার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীদের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

  • শস্যদানার বদলে ঘোষণাবর্হিভূত পানীয় আমদানি : স্টার অ্যালায়েন্স’র রাজস্ব ফাঁকি!

    শস্যদানার বদলে ঘোষণাবর্হিভূত পানীয় আমদানি : স্টার অ্যালায়েন্স’র রাজস্ব ফাঁকি!

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : ঢাকার গুলশানের উত্তর বাড্ডা এলাকার স্টার অ্যালায়েন্স নামে একটি প্রতিষ্ঠান ভুট্টা ও মটরশুটি আমদানির ঘোষণা দিয়ে ঘোষণাবর্হিভূত ভাবে কোটি টাকার পানীয় আমদানি করে বড় অংকের রাজস্ব ফাঁকি দিয়েছে।

    প্রায় এক বছর আগে ২২ মেট্রিকটন পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা কনটেইনারটি বুধবার (২৭ নভেম্বর) খুলে কায়িক পরীক্ষা করলে কাস্টমসের এআরআই শাখার কর্মকর্তাদের হাতে ধরা পড়ে রাজস্ব ফাঁকি দিয়ে ঘোষণা বর্হিভূত পণ্য আনার বিষয়টি।

    চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুরউদ্দিন মিলন বলেন, চীনের আনাস পি ট্রেডিং পিটিই লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৩ মেট্রিকটন সুইটকর্ণ (মিষ্টি ভুট্টার দানা) এবং ৯ মেট্রিকটন কিডনি বিন (মটরশুটি দানা) আমদানির ঘোষণা দিয়ে ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলেছিল ঢাকার এ প্রতিষ্ঠানটি।

    দুই ধরনের শস্যদানা আমদানির ঘোষণা দিলেও গত ২০১৮ সালের ২৩ ডিসেম্বর বিভিন্ন ধরনের সফট ও হার্ড ড্রিংকস, এনার্জি ড্রিংকস, চকোলেট ও ওয়েফার মিলিয়ে ২২ টন পণ্য নিয়ে কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে।

    তিনি বলেন, গত ১৭ জানুয়ারি আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে চট্টগ্রাম নগরীর শেখ মুজিব রোডের এলিট এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান পণ্য খালাসের জন্য চট্টগ্রাম কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করলে প্রতিষ্ঠানটি পণ্য খালাসের দায়িত্ব পায়।

    এদিকে আমাদানিকৃত কন্টেইনারের উপর কাস্টমসের গোয়েন্দা নজরদারি থাকায় সিএন্ডএফ প্রতিষ্ঠানটি দীর্ঘ ১০ মাসেও কন্টেইনারটি খালাস না করে বন্দরের ইয়ার্ডে ফেলে রাখে। বাধ্য হয়ে বুধবার নিজ উদ্দ্যেগে কনটেইনারটির কায়িক পরীক্ষার উদ্যোগ নেন কাস্টমস কর্মকর্তারা।

    এতে ৭ লাখ টাকার দুটি শস্যপণ্য আমদানির ঘোষণা দিলেও ঘোষণাবর্হিভূত কোটি টাকার পানীয় পণ্য আমদানির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের কাছে ধরা পড়ে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুরউদ্দিন মিলন।

  • ঘূর্ণিঝড় ‘বুলবুল : ৬ নম্বর সংকেতে বন্দরে এলার্ট-৩ জারি, বন্ধ বহির্নোঙরে পণ্য খালাস

    ঘূর্ণিঝড় ‘বুলবুল : ৬ নম্বর সংকেতে বন্দরে এলার্ট-৩ জারি, বন্ধ বহির্নোঙরে পণ্য খালাস

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ প্রবল শক্তি নিয়ে এগিয়ে আসছে। এর শক্তি ক্রমাগত বাড়ছেই। আগামীকাল শনিবার (৯ নভেম্বর) সকাল কিংবা দুপুরের দিকে বাংলাদেশে আঘাত আনতে পারে ‘বুলবুল’।

    ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানার আশঙ্কায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

    এর প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবে ‘অ্যালার্ট-৩ জারি’ করেছে।

    ফলে বহির্নোঙরে (সাগরে) বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস বন্ধ থাকার পাশাপাশি বন্দরের মূল জেটিতে কনটেইনার হ্যান্ডলিং বন্ধ হয়ে যাচ্ছে।

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’র শক্তি ক্রমাগত বাড়ছে। আবহাওয়া অফিস থেকেও সতর্ক সংকেত বাড়ানো হচ্ছে। এজন্য শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে।

    শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বন্দর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি সভায় প্রথমে অ্যালার্ট-২ জারি করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ। বিকেল পর্যন্ত বন্দরের কাজ স্বাভাবিক চললেও সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম বন্দরের জন্য ৬ নম্বর সংকেত জারির পর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ‘অ্যালার্ট-৩’ জারি করেছে।

    জেটিতে অবস্থানরত জাহাজগুলো ‘অ্যালার্ট-৩’ জারির সঙ্গে সঙ্গে বহির্নোঙরে সরিয়ে নেওয়া হচ্ছে। এ সময় সব হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট, গ্যান্ট্রি ক্রেন টার্মিনাল বা শেডে নিরাপদ রেখে বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

    এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরের করণীয় নির্ধারণে বিকেল ৫টা থেকে চলছে জরুরী সভা। আজ বিকেল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ১৭টি জাহাজ অবস্থান করছে এবং এসব জাহাজে মালামাল উঠানামা করছে। তবে সন্থ্যার পর ৬ নম্বর সর্তকতা জারীর পর বন্দর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

    জানা গেছে,ঘূর্ণিঝড় “বুলবুল” মোকাবেলায় বন্দর জেলা প্রশাসন ও সিএমপি পুলিশের পক্ষ থেকে খোলা হয়েছে একাধিক নিয়ন্ত্রণ কক্ষ। এ মূহুর্তে বন্দর বহিনোঙরে অবস্থান করছে পণ্যবাহি ৫৫টি জাহাজ। এসব জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।

    চট্টগ্রামে সকাল থেকে গুড়ি গুড়ি বৃস্টি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাগর ক্রমান্বয়ে উত্থাল হচ্ছে।

    চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, ঘূর্ণিঝড় বুলবুল মোবাবেলায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। উপকুলীয় এলাকায় সকল আশ্রয় কেন্দ্র (সাইক্লোন সেন্টার) গুলো খুলে দেয়া হয়েছে। পরিস্থিতি দেখে জনগণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হচ্ছে।

  • কোতোয়ালি ও বন্দরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

    কোতোয়ালি ও বন্দরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ও বন্দর থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এক হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় দুজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

    গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২ নভেম্বর শনিবার সন্ধ্যা পৌনে ৬টার সময় নগরীর কোতোয়ালি থানা আলকরন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবাসহ শ্যামল দাশ (৪০) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

    নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতার শ্যামল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া পশ্চিম মালোপাড়ার মৃত জিতেন্দ্র দাশের ছেলে।

    একই দিন সন্ধ্যা সাড়ে ৫টায় নগরীর বন্দর থানা বাকের আলী ফকিরের টেক মসজিদ সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অংসা থোয়াই মারমার নেতৃতে পরিচালিত এ অভিযানে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    এসময় আব্দুর রহিম (৩৫) নামে অপর এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রহিম কক্সবাজার জেলার টেকনাফ হ্নীলা দক্ষিণ ফুলের ডেইল মীর কাশেমের ছেলে।

    নগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।