Tag: বন্দরের নিমতলার বাসায়

  • চট্টগ্রামের নিমতলার বাসায় বাবা ও মেয়ের গলাকাটা লাশ

    চট্টগ্রামের নিমতলার বাসায় বাবা ও মেয়ের গলাকাটা লাশ

    চট্টগ্রাম নগরীর বন্দর থানা নিমতলা বুচুইক্যা কলোনির একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে দিনমজুর বাবা ও মেয়ের গলাকাটা লাশ।

    স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে কলোনির শাহআলম ভবনের নিচতলার বাসা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

    ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছোরা উদ্ধার করা হয়। এতে পুলিশ ধারণা করছে ছুরিকাঘাতে তাদের খুন করা হয়েছে। নিহতরা হলেন, দিনমজুর মো. আরিফ (৩২) ও তার মেয়ে বিবি ফাতেমা (৪)।

    বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী গলাকাটা জোড়া লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, শনিবার সকাল সোয়া ১১ টার দিকে স্থানীয়রা খবর দিলে সাড়ে ১১টার সময় ঘটনাস্থলে পৌছে বন্দর থানা পুলিশের একটি টিম। এসময় বাবা আবু তাহেরের লাশ বাসার ফ্লোরে এবং মেয়ে ফাতেমার লাশ খাটে পড়ে থাকতে দেখে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

    তিনি বলেন, দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রক্তমাখা ছোরা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে দুজনকে ছোরাটি দিয়ে খুন করা হয়েছে। তবে হত্যাকান্ডের কারণ তাৎক্ষনিক জানাতে না পারলেও ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য নিহত ফাতেমার মা ও খালাকে আটক করার কথা জানিয়েছেন ওসি। তিনি ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান।

    ঘটনাস্থলে রয়েছেন সিআইডির ফরেনসিক টিম। তারা বন্দর থানা নিমতলা বুচুইক্যা কলোনির শাহআলম ভবনের নিচতলার বাসাটি ঘিরে তদন্ত চালিয়ে যাচ্ছেন।