Tag: বন্দর শ্রমিক

  • কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল বন্দর শ্রমিকের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল বন্দর শ্রমিকের

    নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক শহিদুল ইসলাম (৩৫)। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুর একটার সময় কর্ণফুলী থানার হাজিরহাট ফকিরনিরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    নিহত শহীদুল আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুর্ণাপাড়া কালাগাজির গ্রামের সিদ্দিক আহম্মদের ছেলে বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আজ শনিবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের কর্মস্থলে আসার পথে তার মোটরবাইকটি ধাক্কা দেয় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান। এতে সে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে দুর্ঘটনা কবলিত সাইমুন এন্টারপ্রাইজের কাভার্ডভ্যান (কুষ্ঠিয়া-ট ১১-০৫৬১)টি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে শাহ মিরপুর পুলিশ ফাঁড়ি।

    ২৪ঘণ্টা/রাজীব/রানা