Tag: বন্দুকযুদ্ধ

  • রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরসা কমান্ডার নিহত

    রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরসা কমান্ডার নিহত

    কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে বন্দুকযুদ্ধে হুসেন মাঝি নামে সন্ত্রাসী গোষ্ঠী আরসার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। সোমবার (১০জুলাই) সকাল ৭টার দিকে উখিয়া ১৭ নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

    এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইলফোন ও মোবাইলের সিম জব্দ করা হয়। এখনো অভিযান চলমান বলে জানিয়েছে পুলিশ।

     

  • সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ট্রাক চালক হত্যা মামলার প্রধান আসামী নিহত

    সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ট্রাক চালক হত্যা মামলার প্রধান আসামী নিহত

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাজল (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কটির ৪ নম্বর সেতু এলাকায় এ ঘটনা ঘট। নিহত কাজল কিশােরগঞ্জ জেলার পাকুদিয়া উপজেলার তারাকাদি এলাকার মৃত আজিজুল হকের ছেল।

    সে চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকার ঝর্ণা পাড়ায় বসবাস করতেন। পুলিশ জানিয়েছর, নিহত কাজল উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ বােস্তামী সংযাগ সড়কে কােরবানীর আগে গরুবাহী গাড়ির চালক আবদুর রহমান হত্যা মামলার আসামি।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাজলের লাশ উদ্ধার করেছ। লাশটির ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২টি গুলি, ২টি এলজি, ১৫টি কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ২টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

    র‍্যাবের বরাত দিয়ে সুমন বণিক আরোও বলেন, র‍্যাব সদস্যরা খবর পেয়েছিলেন, ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন ডাকাত সংঘবদ্ধ হয়েছে। এ সময় ডাকাতদের ধরতে অভিযান চালায় র‍্যাবের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

    উল্লেখ্য, গত ১৬ জুলাই ভোররাত চারটার দিকে ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে নগরীর বিবিরহাটগামী গরুবাহী ট্রাক থেকে কোরবানির গরু লুট করতে না পেরে ট্রাকের চালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করে ডাকাতেরা। ঘটনার পর নিহতের এক আত্মীয় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন।

    এ ঘটনায় র‍্যাবের হাতে দুজনসহ মোট আটজন গ্রেপ্তার হন। তাঁদের মধ্যে চারজন খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালতে দেওয়া চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও উঠে আসে কাজল ট্রাকচালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করেন।

    ২৪ঘণ্টা /রাসেল

  • উখিয়ার পালংখালীতে ডাকাত লুতু বন্দুকযুদ্ধে নিহত

    উখিয়ার পালংখালীতে ডাকাত লুতু বন্দুকযুদ্ধে নিহত

    কক্সবাজার প্রতিনিধিঃ উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়ার চিংড়ি ঘের এলাকায় বিজিবি’র সাথে বদুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।নিহত লুৎফুর রহমান লুতু(৪০) নলবনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে।

    বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৫ টার সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

    পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, নলবনিয়ার চিংড়ী প্রজেক্ট এলাকায় বিজিবি’র গুলিতে একজন ডাকাত মারা গেছে বলে শুনেছি। সে ইয়াবা ব্যবসা করতো এবং ডাকাতি কাজে লিপ্ত ছিল বলে লোকমুখে প্রচার ছিল। এলাকাবাসী জানান নিহত লুৎফর রহমান লুতু দীর্ঘদিন ধরে ডাকাতি কাজে জড়িত ছিল। পাশাপাশি ইয়াবা কারবারেও সম্পৃক্ত ছিল।

    এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ ডাকাত নিহত হওয়ার কথা জানালেও বিস্তারিত পরে জানা যাবে বলে ফোনে নিশ্চিত করেন।

    ২৪ ঘণ্টা/ইসলাম

  • টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত

    টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত

    কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) ভোরে টেকনাফ সীমান্ত উপজেলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ- ২ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।

    এছাড়া এসময় তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ জব্দ করা হয়েছে।

    বিজিবি বলছে, নিহত ব্যক্তিরা মাদকের চালান পাচারকালে বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

    এ ঘটনায় দুপুরে টেকনাফ বিজিবির সদর দফতরে সংবাদ সম্মলন করা হবে। নিহতদের নাম-পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন ওই বিজিবি কর্মকর্তা।

    টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার ভোরে একটি মাদকের চালান আসার সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেন। এসময় উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।

    বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারি চক্রের সদস্যরা কেওরা বাগানের দিকে পালিয়ে যান।

    টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ দেব বলেন, ‘ভোরে বিজিবি দুইজন গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে আসেন। তাদের শরীরে তিনটি করে গুলির আঘাত রয়েছে। এখানে আনার আগেই তারা মারা যান। পরনের পোশাক দেখে মনে হয়েছিল তারা রোহিঙ্গা’ ।

    এছাড়া এসময় আহত দুজন বিজিবিকেও চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

  • নাইক্ষ্যংছড়িতে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

    নাইক্ষ্যংছড়িতে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

    সশস্ত্র রোহিঙ্গা ইয়াবা পাচারকারীদের সঙ্গে সীমান্তরক্ষী বিজিবির বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুইজন রোহিঙ্গা ইয়াবা পাচারকারীর মৃত্যু ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র ও গুলি। গতকাল রোববার মধ্যরাতে সীমান্তের গর্জনবনিয়া পাহাড়ি জঙ্গলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

    কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ান বিজিবির সহকারী পরিচালক ইয়ার হোসেন বন্দুকযুদ্ধ ও নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গারা হচ্ছে, উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ এর বি/৩ ব্লকের ফোরকান আহমদের পুত্র জোবায়ের (২৮) ও একই ক্যাম্পের সি-ব্লকের মৃত আমীর হামজার পুত্র দীল মোহাম্মদ (২৫)।

    বিজিবি জানিয়েছে, নাইক্ষ্যংছড়ি ঘুমঘুমের গর্জনবুনিয়া ৪০নং সীমানা পিলারের চাকমাপাড়া ব্রীজের পূর্ব পার্শ্বে পাহাড়ের ঢালুতে বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। রোববার রাত সাড়ে ১১ টার দিকে ৫/৬ জনের ১টি দল পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। বন্দুকযুদ্ধের ঘটনায় দুই বিজিবি সদস্যও আহত হয়েছে।

    এ সময় টহল দল তাদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি করে। পরবর্তীতে ইয়াবা পাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশি করে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা টেবলেট, দেশীয় তৈরি একনলা বন্দুক ২ টি, তাজা কার্তুজ ৪ টি ও খোসা ২ টি জব্দ করা হয়।

    1. এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজিবি জানায়।
  • টেকনাফ ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত,ইয়াবা ও অস্ত্র উদ্ধার

    টেকনাফ ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত,ইয়াবা ও অস্ত্র উদ্ধার

    টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। তারা হলো, উখিয়া বালুখালী এইচ ব্লকের ফেরদৌস (৩০), একই ক্যাম্পের বাসিন্দা আবদুস সালাম (৩৫)। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হন।

    শনিবার (২৫ জুলাই) ভোর রাতে টেকনাফের মৌচনি ছুরিখ্যাল নামক এলাকায় সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।

    বিজিবি বলছে, নিহত ব্যক্তিরা মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে নাফ নদী সাঁতরে অনুপ্রবেশের সময় গুলিবিনিময়ে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্রসহ ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

    টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, শনিবার ভোর রাতে টেকনাফের মৌচনি ছুরিখ্যাল নামক এলাকায় সংলগ্ন নাফ নদী সীমান্তে মিয়ানমার থেকে একটি মাদকের চালান আসার গোপন সংবাদ পায়। এর ভিত্তিতে বিজিবি একটি দল সেখানে অবস্থান নেন। এসময় কয়েকজন লোক নাফ নদ সাঁতরে কিনায় আসতে দেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।

    তিনি আরও জানান, এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদককারবারি চক্রের সদস্য কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এসময় উভয়পক্ষে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এ সময় গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

    বিজিবির অধিনায়ক বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ী নিহত

    টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ী নিহত

    কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে উখিয়ার এক ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

    শুক্রবার (২৪ জুলাই) ভোরে টেকনাফের হ্নীলা ওয়াব্রাং-এ সৌদি প্রবাসী নুর হোসেনের আকাশী গাছের বাগানে এ ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, তারা দুজনই শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ৫টি দেশীয় তৈরি এলজি, ইয়াবা বিক্রির ১০ লাখ নগদ টাকা, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার ছেলে মৌলভী বখতিয়ার ওরফে বখতিয়ার উদ্দিন মেম্বার (৫৫) ও একই এলাকার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইউছুপ আলীর ছেলে রোহিঙ্গা মো. তাহের (২৭)। নিহত বখতিয়ার মেম্বার উখিয়ার রাজাপালং ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন।

    এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

    পুলিশ জানায়, ওই দিন রাতে টেকনাফের হ্নীলা ওয়াব্রাং-এ অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্ধা মো. ইউনুছকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করে। তার স্বীকারোক্তিতে পুলিশ উখিয়া কুতুপালং ই ব্লকে রোহিঙ্গা মো. তাহেরকে আটক করেন।

    শুক্রবার ভোরে তাদেরকে নিয়ে মিয়ানমার থেকে আনা হ্নীলার ওয়াব্রাংয়ে আকাশী গাছের বাগানে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

    এসময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এতে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজারে প্রেরণ করেন এবং সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মাদক বিরোধী অভিযানে ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • উখিয়ায় বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত, তিন লাখ ইয়াবা উদ্ধার

    উখিয়ায় বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত, তিন লাখ ইয়াবা উদ্ধার

    কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচার করতে গিয়ে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা ইয়াবাকারবারী নিহত হয়েছে।

    বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী সীমান্তে এ ঘটনা ঘটে।

    এসময় ঘটনাস্থল থেকে তিন লাখ ইয়াবা, দেশীয় তৈরি দুইটি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

    কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

    নিহতরা হলেন, তুমব্রু রোহিঙ্গা শিবিরের মৃত জুলুর মলুকের ছেলে নুর আলম (৪৫), বালুখালী ক্যাম্পের মো. হামিদ (২৫) ও কুতুপালংয়ের নাজির হোসেন (২৫)।

    কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে তুলাতলী সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র ও ইয়াবাসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সন্ধ্যায় ভাতিজাকে জবাই করে হত্যা,ভোরে বন্দুকযুদ্ধে নিহত

    সন্ধ্যায় ভাতিজাকে জবাই করে হত্যা,ভোরে বন্দুকযুদ্ধে নিহত

    চট্টগ্রাম মহানগরীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় তিন বছর বয়সী আপন ভাতিজাকে জবাই করে হত্যাসহ অন্তত ১৩ মামলার আসামি জসিম উদ্দিন (৩২) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, ৫ রাউন্ড কার্তুজ, একটি বিদেশী ফোল্ডিং টিপ ছোরা ও ৮৭৫ পিস ইয়াবা উদ্ধার করে।

    আজ বুধবার (৮ জুলাই) ভোরে ডবলমুরিং থানার ঝরনা পাড়া জোড় ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জনিয়েছেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ।

    ডবলমুরিং থানার তালিকাভুক্ত সন্ত্রাসী জসিম উদ্দিনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং, হালিশহর, বন্দর থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাইয়ের অভিযোগে ১৩টি মামলা রয়েছে।

    ২০১৪ সালে নগরের আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় পুলিশ সদস্য ফরিদ উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যার মামলার আসামিও জসিম। সর্বশেষ ২০০৮ সালে মোহাম্মদ খোরশেদ হত্যা মামলায় জসিমকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।

    পারিবারিক বিরোধের জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় ঝরনা পাড়ায় নিজের ছোট ভাই মো. রাশেদের ছেলে মো. মেহেরাবকে (৩) গলা কেটে হত্যা করে জসিম। এ ঘটনায় নিহতের মা নীলু বেগম বাদী হয়ে জসিমের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ জসিমকে গ্রেপ্তারে অভিযানে নামে।

    ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জসিমকে গ্রেপ্তারের জন্য ঝরনা পাড়ায় গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে জসিমকে সেখানে পড়ে থাকতে দেখা যায়। আহত জসিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

    গুলি বিনিময়ের সময় নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পশ্চিম এমএমএম হুমায়ুন কবির, ডবলমুরিং থানার ওসি সুদীপ কুমার দাস, পরিদর্শক তদন্ত জহির হোসেন, এসআই অন্য বড়ুয়া ও হেলাল উদ্দিন সহ পুলিশের ৫ জন আহত হয়েছেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও তথ্য দিয়েছেন পুলিশ কর্মকর্তা জহির হোসেন।

    ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, জসিম উদ্দিন রাজু একজন পেশাদার ছিনতাইকারী। সে একাধিক হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী ও তালিকাভুক্ত সন্ত্রাসী। জসিম বিভিন্ন সময় চট্টগ্রাম মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক ও খুনসহ ডাকাতির কাজে লিপ্ত ছিল। একেক সময় একেক অপরাধ করে আসছিল সে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত, ৫০ হাজার ইয়াবা উদ্ধার

    টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত, ৫০ হাজার ইয়াবা উদ্ধার

    কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫০ হাজার ইয়াবা, একটি চায়না পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ।

    রবিবার (৫ জুলাই) গভীর রাতে টেকনাফের হ্নীলার ওয়াব্রাংয়ের নাফ নদীর তীরে এই ঘটনা ঘটে।

    নিহতরা হলো: উখিয়ার কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ শফিকের ছেলে মো. আলম (২৬) ও বালুখালী ক্যাম্পের মো. এরশাদ আলীর ছেলে মো. ইয়াছিন (২৪)।

    মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে নাফ নদী সাঁতরে অনুপ্রবেশের সময় গুলি বিনিময়ের ঘটনায় প্রাণ হারায় বলে বিজিবির দাবি।

    এই ঘটনায় বিজিবি ল্যান্স নায়েক মো. আব্দুল কুদ্দুস ও নায়েক মো. শাকের উদ্দিন আহত হন বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান।

    তিনি জানান, রবিবার রাতে হ্নীলা বিওপির সংলগ্ন ওয়াব্রাংয়ের নানীরবাড়ি নামক সীমান্ত দিয়ে মাদকের চালান আসার সংবাদ পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেন। এসময় কয়েকজন লোককে নাফ নদী সাঁতরে কিনারায় আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।

    তিনি আরও জানান, এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদককারবারি চক্রের সদস্যরা কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এসময় উভয়পক্ষে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, একটি চায়না পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাই সহ নিহত ৪ ডাকাত

    টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাই সহ নিহত ৪ ডাকাত

    কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং-শামলাপুরের গহীন পাহাড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে শীর্ষ রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাইসহ চার রোহিঙ্গা ডাকাত।

    শুক্রবার (২৬ জুন) দুপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত পরে জানাবেন বলে জানান।

    নির্ভরযোগ্য সূত্রে জানা যায়- শুক্রবার দুপুরে হোয়াইক্যং-শামলাপুরের মাঝামাঝি পাহাড়ে স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাত দল অবস্থানের খবর পেয়ে জেলা পুলিশের বিশেষ একটি দল এই আস্তানা ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। গোলাগুলির এক পর্যায়ে আব্দুল হাকিম ডাকাত পালিয়ে যায়।

    দু’পক্ষের গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ বশির, হামিদ, রফিক ও রইঙ্গা নামে ৪ জন রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। তাদের মধ্যে বশির ও হামিদ রোহিঙ্গা হাকিম ডাকাতের ভাই বলে জানা গেছে।

    ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও ৪টি দেশিয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মনিরামপুরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

    মনিরামপুরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

    যশোর প্রতিনিধি:যশোরের মণিরামপুর উপজেলার রামপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রুবেল হোসেন শাওন (২২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

    শনিবার দিবাগত রাত ৪ টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

    নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত রুবেল হোসেন শাওন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বাচ্চু হওলাদারের ছেলে।

    মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানিয়েছেন, র‌্যাবের ১টি টিম মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নে টহলে ছিল। রাতে তারা রামপুর গ্রামে মাদক বেচাকেনার খবর পায়। এরপর তারা অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

    এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    তিনি আরো বলেছেন, ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রুবেল হোসেন শাওন অভয়নগর উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে অভয়নগর থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে ১০ টি মামলা রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/নিলয়