Tag: বন্ধ

  • সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালির প্রতিবাদ করায় প্রাণ হারায় যুবক

    সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালির প্রতিবাদ করায় প্রাণ হারায় যুবক

    ২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করে সাইকেল র‌্যালি করার প্রতিবাদ জানাতে গিয়ে খুন হলেন মো. হাশেম খান নামে ৩৩ বছর বয়সী এক যুবক। তিনি নগরীর হালিশহর রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    আজ বুধবার (১৭ মার্চ) দুপুরে নগরীর ডবলমুরিং থানা আগ্রাবাদ জাম্বুরি পার্ক সংলগ্ন এলাকায় খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

    তথ্যটি নিশ্চিত করে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বললেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

    তিনি বলেন, আটককৃতদের বেশিরভাগই আগ্রাবাদ ইস্টার্ণ বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্য। তারা সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জাম্বুরি পার্ক এলাকায় সাইকেল র‌্যালি করছিলো।

    ওইসময় রিকশাযোগে জরুরি কাজে বাসায় যাচ্ছিলেন যুবক হাশেম। সড়ক বন্ধ করে র‌্যালি করার প্রতিবাদ করলে তার উপর চড়াও হয় সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীরা।

    পরে হাশেমের প্রতিবাদে একমত পোষণ করে আশেপাশের আরো কয়েকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। পিটুনীতে এক পর্যায়ে গুরুতর আহত হয় হাশেম, সজীব, আরমান ও রবিউল।

    পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় যুবক হাশেম। আহত অপর তিনজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানায় ওসি।

    ২৪ ঘন্টা/রাজীব প্রিন্স

  • অবশেষে বন্ধ বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স

    অবশেষে বন্ধ বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স

    ২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক : গেল মাসেই সংবাদ সম্মেলন করে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানিয়েছিলেন, করোনার উদ্ভূত পরিস্থিতিতে সরকারি সহায়তা না পেলে বন্ধ হয়ে যেতে পারে সিনেপ্লেক্স।

    আর এরই মধ্যে জানা গেল দুঃসংবাদটি। বসুন্ধরা সিটি শপিং মলে আর কখনোই খুলবে না স্টার সিনেপ্লেক্স।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ জানান, বসুন্ধরা সিটি শপিংমল কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। তাদের নতুন পরিকল্পনা রয়েছে শপিংমল নিয়ে।

    তিনি বলেন, যদি বাড়িয়ালা ভাড়াটিয়াদের নোটিশ দেন চলে যাবার জন্য তাহলে তো চলে যেতেই হবে। তবে আমাদের অন্য সবগুলো শাখাই চালু থাকবে।

    তবে রাজধানীতে সিনেপ্লেক্সের আরো দুটি ব্রাঞ্চ থাকায় খুব একটা সমস্যা হবে না জানিয়ে মেসবাহ উদ্দিন বলেন, বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্স বন্ধ হলেও আমাদের খুব একটা সমস্যা হবে না।

    জানা যায়, ২০০২ সালে বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে দেশের প্রথম ডিজিটাল এবং অত্যাধুনিক সুবিধা সংবলিত এ সিনেমা হলটি। ২০০৪ সালে এই সিনেপ্লেক্স হওয়ারই পরই হলবিমুখ মধ্যবিত্ত শ্রেণি আবার সিনেমা হলে এসে সিনেমা দেখতে শুরু করে। দীর্ঘ ১৮ বছর ধরেই বসুন্ধরায় এ সিনেপ্লেক্স সাফল্যের সঙ্গে ব্যবসা করে যাচ্ছিল দেশি-বিদেশি সিনেমা প্রদর্শন করে।

    এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখায় ৬ টি স্ক্রিনে ১৬০০ আসন ছিল। এটি বন্ধ করে দিচ্ছি। তিনি বলেন, শাখাটি রাখার অনেক চেষ্টা করেও পারলাম না। শপিংমল কর্তৃপক্ষ একমাস আগেই সিনেপ্লেক্সের শাখা ছাড়ার জন্য নোটিশ দিয়েছে। নোটিশে বলা আছে, তিন মাসের মধ্যে জায়গা ছেড়ে দিতে হবে।

    তবে সিনেপ্লেক্সের অন্যান্য শাখাগুলো (ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাউয়ার) চালু থাকলো। নতুন করে মিরপুর-১ এর সনি কমপ্লেক্স সিনেপ্লেক্স হিসেবে চালু হবে বলে জানান তিনি।

    এর আগে দেশের সিনেপ্লেক্সগুলো বাঁচাতে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে সিনেপ্লেক্সগুলো টিকিয়ে রাখতে সরকারি অনুদান চাওয়া হয়। অনুদান না পেলে সিনেপ্লেক্সগুলো বন্ধ হয়ে যাবে এমন আভাস দেয়া হয় সংবাদ সম্মেলনে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম শহরে আসা/যাওয়া বন্ধ ঘোষণা সিএমপি’র

    জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম শহরে আসা/যাওয়া বন্ধ ঘোষণা সিএমপি’র

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা মহানগরীতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ আসতে পারবেন না বা নগরীর বাইরে যেতেও পারবেন না বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা।

    রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে সিএমপি’র জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিএমপি জানিয়েছে, নগরবাসীর বৃহৎ স্বার্থে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে রবিবার থেকে চট্টগ্রাম নগরীর প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশির ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    আজ রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাতে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম শহরে প্রবেশ বা নগরী থেকে বাইরে যেতে না পারেন, তা নিশ্চিত করতেই তল্লাশির এই ব্যবস্থা।

    তবে জরুরী সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে জানিয়ে সিএমপির বিজ্ঞপ্তিতে করোনা ঠেকাতে নগরীতে এই নিয়ন্ত্রিত চলাচলের ব্যাপারে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে সিএমপি।

    আশঙ্কা করা হচ্ছে, ঈদ সামনে রেখে লোকজনের চট্টগ্রাম ত্যাগের ফলে করোনা ভাইরাস গ্রাম পর্যায়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে রবিবার থেকে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত চট্টগ্রাম শহরে প্রবেশ বা নগর থেকে বাহিরে যেতে না পারেন সেজন্য এ ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • বেতন বন্ধ দুই মাস, গোল্ডেন সান লিমিটেড কারখানা শ্রমিকদের বিক্ষোভ

    বেতন বন্ধ দুই মাস, গোল্ডেন সান লিমিটেড কারখানা শ্রমিকদের বিক্ষোভ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বেতন ভাতা সব বন্ধ, ঘরে খাবার নাই। সংসার চালামু কী দিয়ে? বাসার ভাড়া দিতে পারতেছি না। এমন অসংখ্য অভিযোগ নিয়ে বিক্ষোভ করছে বেশ কিছু শ্রমিক।

    আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার গোল্ডেন সান লিমিটেড কারখানার সামনে চলে এ শ্রমিক আন্দোলন। করোনা পরিস্থিতি উপেক্ষা করে পেট বাচাঁতে ঈদের আগে বেতন ভাতার পরিশোধের দাবীতে তারা আন্দোলন করছে কারখানাটির সামনে।

    তাদের সাথে কথা বলে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ গত দুই মাস ধরে তাদের বেতন ভাতা বন্ধ রেখেছে। মাঝখানে তাদেরকে এক মাসের বেতন প্রদানের আশ্বাস দিলেও তার কোন প্রতিফলন ঘটেনি। ফলে বাধ্য হয়ে তারা আজ সবাই জড়ো হয়ে আন্দোলনে নামে।

    কয়েকজন শ্রমিক দুঃখ করে বলেন, করোনার প্রভাবে আমাদের উপার্জন নেই। সামনে ঈদ, আমাদের পরিবার আছে, সন্তান আছে। এই সময়ে এসে কাজ করার পরও যদি বেতন না পাই, খুব মনে কষ্ট লাগে।

    তাই ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। ঈদের আগে কষ্টার্জিত পরিশ্রমের মজুরি হিসেবে দুই মাসের বেতন পরিশোধের দাবী তারা জানিয়েছে কর্তৃপক্ষের কাছে।

    ঈদ বোনাসের বিষয়টা উদ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কারখানার ম্যানেজার ওমর হায়দার বলেন, বেতন ভাতা নিয়ে শ্রমিকদের সাথে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল। তবে তাদের সাথে সমঝোতা হয়েছে।

    আগামী ১৭ মে প্রত্যেক শ্রমিকের অনলাইন মাধ্যম রকেট অ্যকাউন্টে পৌছে দেওয়া হবে গত মার্চ মাসের বেতন। তাছাড়া এপ্রিল মাসের বেতনও চলতি মাসের ২০ থেকে ২১ মে’র মধ্যে একইভাবে পরিশোধ করা হবে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • সরকারি নির্দেশ অমান্য| হাটহাজারীতে চালু কারখানা বন্ধ করল প্রশাসন সাথে জরিমানা

    সরকারি নির্দেশ অমান্য| হাটহাজারীতে চালু কারখানা বন্ধ করল প্রশাসন সাথে জরিমানা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি || করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দূর্যোগে দেশ যখন এক ক্রান্তিময় সময় পার করছে ঠিক এমনি সময়ে সরকারি আদেশ অমান্য করে কারখানা খোলা রেখে মোমবাতি তৈরি করা হচ্ছে।

    গোপনে খবর পেয়ে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়াডের্র আলীপুর মোমবাতি কারখানাটি অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে চালু কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

    আজ ১৩ এপ্রিল (সোমবার) পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মান রুহুল আমিন। এসময় কারখানাটিতে কর্মরত ২০ জন শ্রমিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১০ দিনের ত্রাণ ভর্তি ভালবাসার থলে প্রদান করা হয়।

    এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের বলেন, সরকারি আদেশ অমান্য করে কারখানা খোলা রাখা এবং সামাজিক দুরুত্ব নিশ্চিত না কারায় কারখানা মালিককে ৫০০০ টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

    ২৪ঘণ্টা/ পারভেজ/ আর এস পি

  • বোয়ালখালীতে দুই ইটভাটা বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত

    বোয়ালখালীতে দুই ইটভাটা বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি :
    চট্টগ্রামের বোয়ালখালীতে দুইটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    এ সময় ইটভাটা দুইটিকে অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকদের ইটভাটা চালু রাখায় ২০হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

    মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার পূর্ব কালুরঘাট এলাকার মুন ব্রিকস ও কর্ণফুলী ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

    সহকারী কমিশনার (ভূমি) মো.মোজাম্মেল হক চৌধুরী এ আদালত পরিচালনা করেন।

    তিনি জানান, গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষনা করা হলেও ইটভাটা দুইটি আদেশ না মেনে উৎপাদন চালিয়ে যাচ্ছিলো। এ ইটভাটাগুলোতে প্রায় ২০০ শ্রমিক অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকত।

    এই বিষয়ে মালিক পক্ষের কোন সদুত্তর না পাওয়ায় ২০হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ সময় শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়, সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধিসমূহ জানানো হয়। একই সাথে মালিককে শ্রমিকদের ছুটি দেওয়ার পূর্বে পাওনা পরিশোধ করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয় এবং শ্রমিকরা নিজ এলাকায় ফিরে যেতে চাইলে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

    ২৪ ঘণ্টা/পুজন সেন/আর এস পি

  • রাউজানে মাঠে নেমেছে সেনাবাহিনী, বন্ধ সকল হাটবাজার

    রাউজানে মাঠে নেমেছে সেনাবাহিনী, বন্ধ সকল হাটবাজার

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : করোন ভাইরাস সংক্রমন রোধে চট্টগ্রামের রাউজানেও এক প্লাটুন সেনাবাহিনী মাঠে নেমেছে। আজ ২৫ মার্চ বুধবার সকাল ৮টা থেকে ্জএটিমে সদস্নাযরা উপজেলার বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়কে টহল দিয়েছে।

    জানা গেছে, বাংলাদেশ সরকারের ঘোষিত করোনা মোকাবেলায় দেশের লোকজনকে গণসচেতন ও নানা নিয়মাবলী সম্পর্কে শতভাগ কার্যকর করতে সারাদেশের পাশাপাশি রাউজানেও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

    উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চারটি গাড়ি টহল দেয়। এ সময় সেনা সদস্যরা হ্যান্ড মাইক দ্বারা মানুষকে বিনা প্রয়োজনে ঘরের বাহির অবস্থান না করতে এবং করোনা ভাইরাস নিয়ে আতষ্কিত না হয়ে সতর্ক ও সচেতন হওয়া জন্য সরকারি ও স্বাস্থ্য অধিদপ্তরে নির্দেশনা মেনে চলার আহবান জানান।

    এদিকে রাউজানে সাপ্তাহিক হাট-বাজারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। তিনি করোনা ভাইরাসের বিস্তৃতি রোধের লক্ষ্যে ২৫ মার্চ এই নির্দেশ প্রদান করেন।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, করোনা ভাইরাসে সকল মানুষের স্বাস্থ্য ঝুঁকির তথা বিবেচনা করে উপজেলার সকল ধরণের সাপ্তাহিক হাট-বাজার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘন্টা/ নেজাম রানা/ আর এস পি

  • ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ

    ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ

    ২৪ ঘন্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরণের গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

    মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দিয়েছেন।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।

    তবে ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • করোনা ঠেকাতে ওমরাহ হজ সাময়িক বন্ধ

    করোনা ঠেকাতে ওমরাহ হজ সাময়িক বন্ধ

    ভয়াবহ প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য আপাতত ওমরাহ হজ বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এছাড়াও করোনা সংক্রমিত দেশের মানুষকে সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করেছে কৃর্তপক্ষ।

    বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জনগণের নিরপত্তার কথা চিন্তা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়টি পুরোপুরি তাদের নজরদারিতে রায়েছে।

    এরই মধ্যে করোনা আক্রান্ত যেসব দেশের মানুষ সৌদি আরবের পর্যটক ভিসা পেয়েছেন, উচ্চমাত্রার ঝুঁকির কথা বিবেচনা করে তাদের ভিসাও বাতিল করা হয়েছে।

    সম্প্রতি মধ্যপ্রাচ্যে দেশ ইরান, বাহরাইন, ইরাক, সংযুক্ত আবর আমিরাতসহ কয়েকটি দেশে করোনা ছড়িয়ে পড়ে।

    গত বছরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এখন পুরো চীন থেকে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় আছে উহান।

    এই ভাইরাসে শুধুমাত্র চীনেই প্রাণ হারিয়েছে ২ হাজার ৭৪৭ জন। আর আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার। চীনের বাইরে ইরান, ইটালি, সাউথ কোরিয়া, জাপানসহ কয়েকটি দেশে প্রাণ হারিয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।

  • ঘূর্ণিঝড় ‘বুলবুল : ৬ নম্বর সংকেতে বন্দরে এলার্ট-৩ জারি, বন্ধ বহির্নোঙরে পণ্য খালাস

    ঘূর্ণিঝড় ‘বুলবুল : ৬ নম্বর সংকেতে বন্দরে এলার্ট-৩ জারি, বন্ধ বহির্নোঙরে পণ্য খালাস

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ প্রবল শক্তি নিয়ে এগিয়ে আসছে। এর শক্তি ক্রমাগত বাড়ছেই। আগামীকাল শনিবার (৯ নভেম্বর) সকাল কিংবা দুপুরের দিকে বাংলাদেশে আঘাত আনতে পারে ‘বুলবুল’।

    ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানার আশঙ্কায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

    এর প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবে ‘অ্যালার্ট-৩ জারি’ করেছে।

    ফলে বহির্নোঙরে (সাগরে) বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস বন্ধ থাকার পাশাপাশি বন্দরের মূল জেটিতে কনটেইনার হ্যান্ডলিং বন্ধ হয়ে যাচ্ছে।

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’র শক্তি ক্রমাগত বাড়ছে। আবহাওয়া অফিস থেকেও সতর্ক সংকেত বাড়ানো হচ্ছে। এজন্য শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে।

    শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বন্দর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি সভায় প্রথমে অ্যালার্ট-২ জারি করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ। বিকেল পর্যন্ত বন্দরের কাজ স্বাভাবিক চললেও সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম বন্দরের জন্য ৬ নম্বর সংকেত জারির পর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ‘অ্যালার্ট-৩’ জারি করেছে।

    জেটিতে অবস্থানরত জাহাজগুলো ‘অ্যালার্ট-৩’ জারির সঙ্গে সঙ্গে বহির্নোঙরে সরিয়ে নেওয়া হচ্ছে। এ সময় সব হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট, গ্যান্ট্রি ক্রেন টার্মিনাল বা শেডে নিরাপদ রেখে বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

    এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরের করণীয় নির্ধারণে বিকেল ৫টা থেকে চলছে জরুরী সভা। আজ বিকেল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ১৭টি জাহাজ অবস্থান করছে এবং এসব জাহাজে মালামাল উঠানামা করছে। তবে সন্থ্যার পর ৬ নম্বর সর্তকতা জারীর পর বন্দর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

    জানা গেছে,ঘূর্ণিঝড় “বুলবুল” মোকাবেলায় বন্দর জেলা প্রশাসন ও সিএমপি পুলিশের পক্ষ থেকে খোলা হয়েছে একাধিক নিয়ন্ত্রণ কক্ষ। এ মূহুর্তে বন্দর বহিনোঙরে অবস্থান করছে পণ্যবাহি ৫৫টি জাহাজ। এসব জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।

    চট্টগ্রামে সকাল থেকে গুড়ি গুড়ি বৃস্টি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাগর ক্রমান্বয়ে উত্থাল হচ্ছে।

    চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, ঘূর্ণিঝড় বুলবুল মোবাবেলায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। উপকুলীয় এলাকায় সকল আশ্রয় কেন্দ্র (সাইক্লোন সেন্টার) গুলো খুলে দেয়া হয়েছে। পরিস্থিতি দেখে জনগণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হচ্ছে।

  • কোচিং এর বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত : ২ কোচিংকে জরিমানা

    কোচিং এর বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত : ২ কোচিংকে জরিমানা

    চট্টগ্রাম নগরীর কোচিং সেন্টার বন্ধে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ রবিবার নগরীর লালখান বাজারের হাই লেভেল রোডে অভিযান চালিয়ে দুটি কোচিং সেন্টারকে জরিমানা করে সতর্ক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেখা যায় প্রায় সকল ধরনের কোচিং বন্ধ রয়েছে। বিভিন্ন কোচিং এবং প্রাইভেট হোম প্রতিষ্ঠান গেইটে সরকারী নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে।

    জেলা প্রশাসনের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর লালখান বাজারের হাই লেভেল রোডে দুটি কোচিং খোলা রাখার দায়ে প্রাইভেট হোমের মালিক মো মোস্তাফিজুর রহমান ও লিডিং কোচিং সেন্টারের মালিক তানজীনুল করিম নামের দুই ব্যক্তিকে জরিমানা করা হয়। তাছাড়া ভবিষ্যতে সরকারী আদেশ অমান্য করবেনা মর্মে ভূল স্বীকার করায় সতর্ক করে দেওয়া হয়।

    জেলা প্রশাসনের চলমান অভিযানের কারনে অনেক কোচিং সেন্টার তাদের সকল কার্যক্রম সরকারী নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখছে। এমনকি তারা সাইনবোর্ডের মাধ্যমে নিজেদের অবস্থান জানাচ্ছে। সাইনবোর্ড থাকলেও ম্যজিস্ট্রেট কোচিং সেন্টারগুলো বাইরে থেকে তালাবদ্ধ পাওয়া যায়।

    এর আগের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয় এবংং তিনজনকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।