Tag: বন্ধ ঘোষণা

  • ঈদ পর্যন্ত শপিং মল বন্ধ ঘোষণা, চারশত দোকানের ভাড়া মওকূফ করলেন মালিক

    ঈদ পর্যন্ত শপিং মল বন্ধ ঘোষণা, চারশত দোকানের ভাড়া মওকূফ করলেন মালিক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে আসন্ন ঈদুল ফিতরের আগে হাটহাজারী উপজেলার বেশির ভাগ শপিং মল না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায় সমিতিগুলো।

    আজ শনিবার (৯ মে) সকাল ১১ টায় হাটহাজারী এন জুহুর শপিং সেন্টার এবং হাটহাজারী সিটি সেন্টার এর মালিক ও ব্যবসায়ীদের সম্মিলিত বৈঠকে এন জুহুর শপিং সেন্টার এবং সিটি সেন্টার ঈদ পর্যন্ত না খোলার সিদ্ধান্ত গৃহিত হয়।

    সেই সাথে উক্ত দুই মার্কেটর এপ্রিল ও মে মাসের প্রায় চার শত দোকানের জমিদারি ভাড়া মওকূফ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মালিক মোহাম্মদ সরওয়ার মোর্শেদ।

    এর আগে গতকাল স্ব স্ব মার্কেটের মালিক এবং ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে হাটহাজারী পৌর সদরের আমীর এরশাদ প্লাজা, গণি মার্কেট, দিদার শপিং মল, সুপার সিটি এবং আলী মমতাজ শপিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা করা হয়।

    এছাড়া হাটহাজারী উপজেলার সরকারহাট এবং মদুনাঘাট এলাকার বেশ কিছু শপিং মল ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

    হাটহাজারী সিটি সেন্টার এবং এন.জহুর শপিং সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ সরওয়ার মোশের্দ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধ, ব্যবসায়ী এবং ক্রেতাদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আসন্ন পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত মার্কেট বন্ধ ঘোষণা করা হয়।

    পাশাপাশি দূযোর্গকালীন মুহুর্তে মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে সিটি সেন্টার এবং এন.জহুর শপিং সেন্টারের প্রায় চারশত দোকানের এপ্রিল ও মে মাসের জমিদারি ভাড়া মওকূফ করা হয়।

    ২৪ ঘণ্টা/ মো. পারভেজ/ আর এস পি

  • নিট পোশাক কারখানা ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

    নিট পোশাক কারখানা ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

    বিকেএমইএর অন্তর্ভুক্ত দেশের সব নিট পোশাক কারখানা করোনা ভাইরাসের কারণে আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

    শুক্রবার (২৭ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) কর্তৃপক্ষ।

    এর আগে দেশের করোনাভাইসের বিস্তার ঠেকাতে ও শ্রমিকদের সুরক্ষায় পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এক বার্তায় কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

    রুবানা হক বলেন, মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আমাদের সবাইকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন। সবার সুরক্ষার এবং সুস্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন। প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এ অবস্থায় কারখানা বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে আশা করি।

    সরকারের সাধারণ ছুটির সময়ে কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়ে রুবানা হক বলেন, তবে কেউ চাইলে কারখানা খোলা রাখতে পারবেন। পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে এমন কারখানাগুলো খোলা থাকবে বলেন তিনি। খোলা রাখা কারখানাগুলোকে শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি।

    দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি রূপ নেয়ায় সর্তক অবস্থানে যায় বাংলাদেশ সরকার। কর্মীদের সুরক্ষার কথা চিন্তা করে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জেলায় ঘোষণা করা হয়েছে লকডাউন। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী। সতর্ক অবস্থানে আছে সর্বসাধারণ।

  • বাংলাদেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার দাবী রাউজানের সাংসদপুত্র ফারাজের

    বাংলাদেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার দাবী রাউজানের সাংসদপুত্র ফারাজের

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র, উদীয়মান সমাজসেবক ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

    শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নয়, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করেছেন তিনি।

    বিগত কয়েকদিন পূর্বে করোনা ভাইরাস নিয়ে ‘‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন’ স্হগিত রাখার যৌক্তিক দাবী তুলে ধরে একটি স্ট্যাটাস দেন ফারাজ করিম চৌধুরী। যা বৃহত্তর চট্টগ্রামে সাড়া জাগিয়েছিল।

    এবার সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়েই আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হলেন সময়ের আলোচিত এই সমাজ কর্মী। এবার দেশের সকল পর্যটন কেন্দ্র আগামী ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবী জানিয়েছেন তিনি।

    নিচে ফারাজ করিম চৌধুরীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

    ‘‘শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য স্কুল বন্ধ দেওয়া হল। আর স্কুল বন্ধের কারণে এখন সবাই ফ্যামেলী নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছে, যা আমাদের সকলের জন্য বিপদজনক। আপনাদের সহযোগিতা ছাড়া সচেতনতা সৃষ্টি করা সম্ভব নয়। একইভাবে আপনাদের সহযোগিতা ছাড়া প্রশাসনের উপর চাপ সৃষ্টি করাও সম্ভব নয়।

    আগামী সপ্তাহ থেকে ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হোক। যদি আপনি আমার সাথে একমত হয়ে থাকেন, তবে অবশ্যই এই স্ট্যাটাসটি শেয়ার করবেন।’’

    ২৪ ঘন্টা/নেজাম রানা/আর এসপি

  • করোনাভাইরাসঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে শাটল ট্রেনও

    করোনাভাইরাসঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে শাটল ট্রেনও

    ২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ও সংক্রমণ মোকাবিলায় ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

    একই সঙ্গে বন্ধ থাকবে আবাসিক হলগুলো এবং বৃহস্পতিবার (১৯মার্চ) থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একমাত্র বাহন শাটল ট্রেন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

    সোমবার (১৬মার্চ) বিকেল ৪টায় (৫২৪ তম) জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।

    প্রক্টর মনিরুল বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারনে উদ্বুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে ওই সভার সিন্ডিকেট মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস,পরীক্ষা ও আবাসিক ছাত্রাবাস হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

    আগামী বুধবার (১৮মার্চ) দুপুর দুইটার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। আগামী রোববার (২৯ মার্চ) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ হলে থাকতে পারবে না।

    এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের বিষয়কে সাধুবাদ জানিয়ে এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ রায়হান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কর্তৃপক্ষ অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে। কারণ শাটল ট্রেনের পরই কিন্তু হলের ডাইনিংয়ে সবচেয়ে বেশি জনসমাগম হয়। এ ক্ষেত্রে ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে।

    বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী অনামিকা সরকার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমি রোজ শাটল ট্রেনে করে ক্যাম্পাসে যায়। ট্রেনে অনেক জনসমাগম হওয়াতে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়াতে এই ঝুঁকি আর নিতে হবে না।

    ২৪ ঘন্টা/ মেহেদি হাসান/আর এস পি..

  • করোনা আতঙ্ক: দেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণা

    করোনা আতঙ্ক: দেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণা

    বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে দুই এপ্রিল পর্যন্ত সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছে প্রদর্শক সমিতি ও প্রযোজক সমিতি।

    হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদের জানান, করোনার কারণে হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমা হলে দর্শক যাচ্ছে না। বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে জনসমাগম বেশি হয়। এছাড়া অন্যান্য হল ফাঁকাই থাকে। তারপরও করোনা আতঙ্কে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

    এই সময়ের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে হল বন্ধ রাখার সিদ্ধান্ত বাড়তে পারে বলেও জানান তিনি।

    প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন: শুধু বাংলাদেশের সকল সিঙ্গেল স্ক্রিনই নয়, ঢাকা ও ঢাকার বাইরে যতো মাল্টিপ্লেক্স আছে সেগুলো ও আমাদের এই সিদ্ধান্তের (সিনেমা হল বন্ধ ঘোষণা) আওতাভুক্ত। তারপরেও যদি কেউ সিনেমা হল চালু রাখেন এবং সেখান থেকে করোনা ভাইরাস ছড়ায় তার দায় আমরা নেব না।

  • করোনা সতর্কতায় নোবিপ্রবি বন্ধ ঘোষণা

    করোনা সতর্কতায় নোবিপ্রবি বন্ধ ঘোষণা

    নোবিপ্রবি প্রতিনিধি : করোনা সতর্কতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

    আগামীকাল মঙ্গলবার ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ায় সতর্কতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

    বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের কার্যক্রম এবং আবাসিক হলগুলোও বন্ধ থাকবে বলে জানান।

  • মঙ্গলবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

    মঙ্গলবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাজধানী ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশের স্কুল-কলেজ, মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আজ ১৬ মার্চ সোমবার দুপুরে এ তথ্য ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আমরা আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

    এর আগে করোনাভাইরাসের সংক্রমন আতঙ্কে দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে আসছিল। ক্লাস বর্জন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষকেরাও বিবৃতি দিয়ে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন।

    এদিকে পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে। ৩৬ জন শিক্ষকের অভিমতের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের আজ ১৬ মার্চ দুপুর ১২টা থেকে বাংলাদেশে সাময়িকভাবে প্রবেশ বন্ধ করা হয়েছে।

    সরকারের পূর্ব ঘোষিত এ সিদ্ধান্ত আজ দুপুর থেকেই কার্যকর হচ্ছে। ফলে দুপুরের পর থেকে কোনো বিদেশি এয়ারলাইন্স যদি ইউরোপীয় যাত্রী নিয়ে আসে, তাহলে তাদের ফেরত পাঠানো হবে।

    ২৪ ঘন্টা/ আর এস পি..

  • দুবাইয়ে করোনাভাইরাসের জন্য গ্লোবাল ভিলেজ বন্ধ ঘোষণা

    দুবাইয়ে করোনাভাইরাসের জন্য গ্লোবাল ভিলেজ বন্ধ ঘোষণা

    আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের বানিজ্য নগরী দুবাইয়ে বিভিন্ন দেশের উল্লেখযোগ্য স্থাপনা দ্বারা নির্মিত গ্লোবাল ভিলেজ চলতে সেশনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

    আজ রোববার (১৫ মার্চ) গ্লোবাল ভিলিজের নিজেদের অফিসিয়াল টুইটার থেকে এই তথ্য জানায়।

    গ্লোবাল ভিলেজ দুবাইয়ের অন্যতম একটি ব্যবসায়িক কেন্দ্র এবং পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান। এখানে বিশ্বের অধিকাংশ দেশের বিশেষ স্টলের মাধ্যমে পণ্যের পরিচিতি এবং বিক্রয় চলে। নামের সঙ্গে মিল রেখে গ্লোবাল ভিলেজে তথ্যপ্রযুক্তির ব্যবহার চমকপ্রদ।

    এবারের এই আসরটি আগামী মাসের ৪ তারিখ পর্যন্ত চালু থাকার কথা থাকলেও মহামারি কোরনাইরাস (কোভিড -১৯) প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসাবে এই পদক্ষেপটি নেয়া হয়েছে।

  • কুয়েট বন্ধ ঘোষণা

    কুয়েট বন্ধ ঘোষণা

    দু’টি হলের ছাত্রদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

    শুক্রবার রাত ১২টায় কুয়েট কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে তাৎক্ষণিক এ নির্দেশনা জারি করেন।

    কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, আজ শনিবার বিকাল পাঁচটার মধ্যে ছাত্রদের ছয়টি এবং রবিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

    কুয়েট সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কুয়েটের অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫/৬ জন ছাত্র আহত হয়েছে। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হয়। মূলত পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই কর্তৃপক্ষ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন।

    খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এদিকে কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও আজ শনিবার সকাল ও বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কুয়েটে যথারীতি অনুষ্ঠিত হবে।