Tag: বন্যা পরিস্থিতি

  • সুনামগঞ্জে তীব্র ঢেউ আছড়ে পড়ছে হাওরপাড়ে

    সুনামগঞ্জে তীব্র ঢেউ আছড়ে পড়ছে হাওরপাড়ে

    সিলেট প্রতিনিধিঃ সুনামগঞ্জের হাওর এলাকার উপজেলাগুলো বন্যার পানিতে তালিয়ে থাকায় হাওরের তীব্র ঢেউ আছড়ে পড়ছে গ্রামগুলোতে। পানি বেড়ে যাওযায় বৃষ্টি সাথে বাতাস পেলেই শুরু হয় ঢেউ। ঢেউয়ের তাণ্ডবে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যনগর, তাহিরপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা, জামালগঞ্জ উপজেলার হাওরপাড়ের ঘরবাড়ি। ঢেউয়ের আঘাতে ভেঙে পড়েছে ঘরবাড়ি, ঢেউয়ে ভাসিয়ে নিয়েছে শত শত ঘরসহ ধান ও গরুর খড়।

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরপারের ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা আবুল হাসনাত বলেন, ঢেউয়ে আমার বসতভিটা ভেঙে গেছে এবং শতাধিক মণ ধান ভেসে গেছে।

    মাটিয়ান হাওরপারের রতনশ্রী গ্রামের তমিম হোসেন বলেন, ঢেউয়ে ঘর ভেঙেছে, তাই বাড়ি ছেড়ে স্বজনের বাড়িতে আশ্রয়ে আছি। মধ্যনগরের নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া কানন সরকার বলেন, আমার ধান, চাল, কেতা বালিশ ও ঘরে থাকা সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। পরনে থাকা ভেজা কাপড়ে এসে গ্রামের স্কুলে আশ্রয় নিয়েছি।

    তাহিরপুর উপজেলার সোহালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার লিটন বলেন, হাওপাড়ের মানুষদের পানির সাথে যুদ্ধ করার সক্ষমতা আছে, তবে এবার বন্যার পানি অনেক বেশি হয়েছে। এখন যদি টেউ হয় তাহলে বড় ধরণের ক্ষতি হবে হাওপাড়ের মানুষদের।

  • এবারের বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে : প্রধানমন্ত্রী

    এবারের বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে : প্রধানমন্ত্রী

    এবারের বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থেকে কাজ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেছেন, ত্রাণের কোনো সংকট নেই। পর্যাপ্ত ত্রাণ সহায়তা রয়েছে। আমাদের সবধরনের প্রস্তুতি ও যথেষ্ট ব্যবস্থা রয়েছে।

    আজ রবিবার বিকেলে দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের মোবাইল ফোনে ভিডিও কলে যুক্ত হয়ে উপস্থিত নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি এ সভা অনুষ্ঠিত হয়।

    শেখ হাসিনা বলেন, বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছে, তাদের ঘরবাড়ি করে দিচ্ছি। বন্যার্তদের আপাতত স্কুল-কলেজে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেদিকেও খেয়াল রাখতে হবে। সরকারের পক্ষ থেকে সবধরনের সহায়তা করা হচ্ছে। করোনা ভাইরাসে কৃষকদের ধান কাটাও আমরা নেতাকর্মীদের সহায়তায় ভালোভাবে করতে পেরেছি।

    তিনি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ১৫ আগস্ট যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে পারলাম না। তাই আমরা একদিকে বৃক্ষরোপণ করব, আরেকদিকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ দেবো। দোয়া-মোনাজাত করা হবে। বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো, খাবার বিতরণ এবং তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতা করা- এটাই হবে আমাদের কাজ।

    শেখ হাসিনা অতীতে বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সে বিষয়েও স্মৃতিচারণ করেন। এ সময় তিনি নিজ হাতে রুটি বানানোর কথা, খাবার বিতরণের কথা, খাবার পানি, স্যালাইন তৈরিসহ ওষুধ বিতরণের অভিজ্ঞতা শেয়ার করেন।

    বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আ ফ ম বাহউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সুবর, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন।

    ২৪ ঘণ্টা/এম আর