Tag: বর্ষপূতি উদযাপন

  • আমরা চট্টলার কিংবদন্তী’র পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

    আমরা চট্টলার কিংবদন্তী’র পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

    আমরাই কিংবদন্তী চট্টগ্রামের বন্ধুদের নিয়ে গড়ে উঠা এসএসসি-২০০০ সালের ব্যাচভিত্তিক গ্রুপ ‌’আমরা চট্টলার কিংবদন্তীর’ পঞ্চম বর্ষপূর্তি সম্পন্ন।

    শুক্রবার (১০ নভেম্বর) চট্টগ্রাম ক্লাবের স্পোর্টস লাউঞ্জে বিকেল অনুষ্ঠিত হয় এ আয়োজন।

    ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর মাত্র ৩০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই গ্রুপের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় আড়াই হাজার। বর্ষপূর্তিতে বন্ধুরা মিলে আনন্দ উৎযাপন করার সাথে সাথে বিভিন্ন সময় সমাজের অসহায় এবং দুস্থ মানুষদের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রুপটি।

    পথশিশু, গৃহহীন ও এতিমদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ, করোনা কালীন সময়ে চট্টগ্রাম শহরজুড়ে প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলে প্রায় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে সামনে থেকে নিভৃতে কাজ করে যাচ্ছে চট্টলা কিংবদন্তী গ্রুপের সদস্যরা।

    আমরা চট্টলার কিংবদন্তী’র সংগঠকবৃন্দ বলেন- প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক সঙ্কট, বাল্য বিয়ে, গৃহকর্মী অধিকার নিয়েও কাজ করতে চাই আমরা। আমাদের প্রত্যেকের সামাজিক দায়বদ্ধতা আছে। সেই জায়গা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে এগিয়ে আসা উচিৎ।

    বর্ষপূর্তি অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই শতাধিক বন্ধুর মিলনমেলায় পরিণত হয়।

    উক্ত অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিল গ্রুপের বন্ধু লায়ন এম এ নেওয়াজের তাসিন ইন্টারন্যাশনাল এবং শাহ আকরামের প্রো গ্রো এ্যাগ্রো লিমিটেড।

  • রাঙ্গামাটিতে সেন্ট্রাল বয়েজ’র ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান, থাকবেন ফারাজ করিম

    রাঙ্গামাটিতে সেন্ট্রাল বয়েজ’র ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান, থাকবেন ফারাজ করিম

    নেজাম উদ্দিন রানা, রাউজান: মেধা ও মননের সংগঠন “সেন্ট্রাল বয়েজ অব রাউজান” এর ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান হবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হবে। বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক, উদীয়মান সমাজসেবক ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

    ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রাউজান মুন্সির মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সস্থ সংগঠনের কার্যালয়ে এক প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
    প্রস্তুতি সভায় ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

  • চট্টগ্রামে ‘আমরাই কিংবদন্তী’র বর্ষপূর্তি উদযাপন

    চট্টগ্রামে ‘আমরাই কিংবদন্তী’র বর্ষপূর্তি উদযাপন

    আমরাই কিংবদন্তী” (এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২) একটি অনলাইন ভিত্তিক প্রায় ২৬ হাজার সদস্যর একটি সামাজিক সংগঠন ১৫ নভেম্বর ২০১৭ সালে যাত্রা শুরু করে সংগঠনটি আজ ৩য় বর্ষে পদার্পণ করেছে।

    শুক্রবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজে চট্টগ্রামের বন্ধুরা বর্ষপূর্তি উদযাপন করে।

    চট্টগ্রাম সিটিকরপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিংবদন্তী গ্রুপের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

    ঝাড়ু দেওয়ার মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন প্যানেল মেয়র

    সংক্ষিপ্ত বক্তব্যে হাসনী বলেন, বর্ষপূতি উপলক্ষে কিংবদন্তী গ্রুপ একটি মহৎ কাজ করছে, এ কার্যক্রমে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন, চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অন্যতম নির্বাচনী অঙ্গিকার ছিল ‘ক্লিন সিটি, গ্রীন সিটি’। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

    হাসনী বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন সবুজ নগরী গড়তে সকলকে সচেতন হতে হবে। আমরা সকলেই যার যার অবস্থান থেকে পরিচ্ছন্ন নগরী গঠনে সচেতন হয়ে অন্যদেরকে এ বিষয়ে উদ্বুদ্ধ করলে অচিরেই গ্রিন সিটি নির্মিত হবে।

    চট্টগ্রামে সদস্যরা নগরীর ভোজ রেস্টুরেন্ট এ কেকে কেটে বর্ষপূতির দ্বিতীয় পর্ব উদযাপন করে। উপস্থিত সকলে আনন্দফূর্তির মধ্যদিয়ে দিনটি অতিবাহিত করেন।

    কিংবদন্তী গ্রুপের বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন জেলার ৪০ টি স্থানে গ্রুপের সদস্যরা একসাথে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করেছে।

    এছাড়া বিশ্বের ১০ টি দেশের প্রবাসী বন্ধুরাও দিনটিকে উদযাপন করেছে, বাংলাদেশের সদস্যদের সাথে তাল মিলিয়ে একসাথে।

    আজ প্রতিটি জেলার একটি করে বিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকাকে নির্ধারণ করা হয়েছিল, কার্যক্রমের স্থান হিসাবে। এই কার্যক্রমে গ্রুপের পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন, সচেতনতামূলক (পরিবেশ দূষণমুক্ত ও পরিচ্ছন্নতা বিষয়ক) লিফলেটসহ পরিচ্ছন্নতা সরঞ্জাম বিতরণ ও গ্রুপ এর সদস্যদের উপস্থিতিতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

    বিদ্যালয় নির্ধারণের ক্ষেত্রে জেলার প্রদান বিদ্যাপীঠ, অসহায়, এতিম ও সুবিধাবঞ্ছিতদের শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়া হয়েছে সামাজিক দায়বদ্ধতা থেকে।

    কিংবদন্তী গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল। তারমধ্যে অন্যতম হচ্ছে প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    আজ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপের সদস্যরা ঐক্যবদ্ধ ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়।