Tag: বলিউড

  • কোথায় দেখতে পাবেন ‘বিগ বস ১৫’

    কোথায় দেখতে পাবেন ‘বিগ বস ১৫’

    বিগ বস ১৫’ শুরু হচ্ছে ২ অক্টোবর থেকে। প্রতিবারের মত এবারেও কালার্স চ্যানেলেই সম্প্রচারিত হবে বিগ বসের নতুন সিজন। প্রথম এপিসোড অনুষ্ঠিত হবে ২ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় ঠিক রাত দশটায়।

    ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় রিয়েলিটি শো শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বলিউড ভাইজান হাজির হবেন জনপ্রিয় আর বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’ নিয়ে।

    ১৪ তম সিজন সফলভাবে শেষ হওয়ার পর এবারে শুরু হতে চলেছে ১৫ তম সিজন।

    নতুন সিজন শুরুর আগেই সলমন খান দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, অন্যান্যবারের থেকে এবারের বিগ বস আরও বেশি বিনোদনের এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

    কারা কারা থাকতে চলেছেন এবারের বিগ বসে?

    সঞ্চালনায় সালমান তো থাকছেই। এছাড়া জনপ্রিয় তারকা তেজস্বী প্রকাশ, কর্ণ কুন্দ্রা, ডোনাল বিস্ত, আফসানা খান থাকছেন বলেও শোনা যাচ্ছে। এছাড়া শমিতা শেট্টি, নিশান্ত ভট্ট এবং প্রতীক সেহজপালও থাকছেন বলে শোনা যাচ্ছে।

    তবে আর কোন কোন তারকা থাকতে চলেছেন এবারের বিগ বসের বাড়িতে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টার।

    এন-কে

  • তিন দিনে ১৭ কোটি

    তিন দিনে ১৭ কোটি

    তেলেগু তারকা নাগা চৈতন্য ও সাই পল্লবীর ‘লাভ স্টোরি’ এখন আলোচনায়। এ রোমান্টিক ড্রামা দর্শকের মন জয় করতে পেরেছে। বিশেষ করে বর্ণবৈষম্য নিয়ে সিনেমাটির বার্তা দৃষ্টি আকর্ষণ করেছে।

    ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, গত ২৪ সেপ্টেম্বর মুক্তি পায় ‘লাভ স্টোরি’। ভারত এবং ভারতের বাইরে বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি।

    মুক্তির দিন এ সিনেমা অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় সংগ্রহ করে ৭.১৩ কোটি রুপি। দ্বিতীয় দিন সংগ্রহ করে ৫.০৮ কোটি রুপি। আর তৃতীয় দিন গতকার রোববার এ সিনেমা সংগ্রহ করেছে ৫.১৯ কোটি রুপি। সেই হিসাবে তিন দিনে এ সিনেমার সংগ্রহ ১৭.৪০ কোটি রুপি। আর যুক্তরাষ্ট্রে এ সিনেমা সংগ্রহ করেছে এক মিলিয়ন মার্কিন ডলার।

    সিনেমাটিতে নাগা-সাই ছাড়াও অভিনয় করেছেন দেব্যানি, রাও রমেশ, পোসানি কৃষ্ণ মুরালি, রাজিব কানাকালা, ঈশ্বরী রাও, সত্যম রাজেশ, উত্তেজ, থাগুবথু রমেশ প্রমুখ। প্রযোজনা করেছেন নারায়ণ দাস কে নারাং ও পুষ্কর রাম মোহন রাও।

    এন-কে

  • বিয়ে না করেই সুখে আছি: সালমান

    বিয়ে না করেই সুখে আছি: সালমান

    বলিউড সুপারস্টার সালমানের বিয়ে নিয়ে জল্পনা কল্পনা দীর্ঘ দিনের। তবে সবার ভাবনায় গুড়ে বালি। বিয়ে ছাড়াই নাকি সুখে আছেন তিনি।

    কালারস চ্যানেলে ২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘বিগ বস-১৫’। প্রতিবারের মত এবারেও এই রিয়েলিটি শো’র সঞ্চালনার দায়িত্বে আছেন ভাইজান। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানেই সালমান প্রকাশ করেছেন বিয়ে নিয়ে তার এই অনুভূতির কথা।

    ‘টাইগার থ্রি’র শ্যুটিং এ অস্ট্রিয়ায় থাকায় এই উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন সালমান।

    এসময় তিনি মজা করেই বললেন ‘বিগ বস’ এবং তিনি দুজনেই অবিবাহিত। তাই তারা দুজনেই ‘বস’। তাদের জীবনে কারও দখলদারি নেই তাই তারা সুখি।

    এসময় ভাইজান বলেন, “বিগ বস আমার জীবনে একমাত্র সম্পর্ক এবং এটিই আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে। চার মাস আমি এই শো নিয়ে ব্যস্ত থাকি। আর বাকি আট মাস আমি এর জন্য অস্থির হয়ে উঠি।”

    এন-কে

  • আমিরের ‘লগান’ সহ-অভিনেত্রীর কাজের আবেদন

    আমিরের ‘লগান’ সহ-অভিনেত্রীর কাজের আবেদন

    বলিউড সুপারস্টার আমির খানের ‘লগান’ সিনেমার সহ-অভিনেত্রী প্রবীণা কাজের জন্য আকুল আবেদন জানিয়েছেন। তাঁর ইচ্ছে, কাস্টিং ডিরেক্টর হবেন। পত্রপত্রিকার খবর, গত বছর তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন।

    হিন্দুস্তান টাইমস, বলিউড হাঙ্গামাসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রবীণা বলেছেন, তাঁর পরিবার সব সময় তাঁকে সাহায্য করেছে এবং দেখভাল করার মতো স্বল্পসংখ্যক বন্ধু রয়েছে তাঁর। কিন্তু শারীরিক অসুস্থতার পর থেকে তিনি আর্থিক সংকটে ভুগছেন। তিনি কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করতে চান এবং কাজ দেওয়ার জন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ করেছেন প্রবীণা।

    প্রবীণা আরও বলেন, তাঁর অসুস্থতার ব্যাপারে আমির খান কিছুই জানেন না। নইলে তিনি নিশ্চিত তাঁকে সাহায্য করতেন। প্রবীণা জানান, এর আগে আমির ‘লগান’ সহ-অভিনেতা শ্রী বল্লভ বিয়াসকে সাহায্য করেছিলেন। আমিরের অফিসে কাজ পেলেও করবেন তিনি।

    শ্রী বল্লভ ২০১৮ সালে মারা যান এবং আমির খান এ অভিনেতা ও তাঁর পরিবারের জন্য দুহাত প্রশস্ত করেছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণের পরে পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন বল্লভ।

    প্রবীণা আরও জানান, তিনি সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন, অক্ষয় কুমার ও সোনু সুদের কাছ থেকে গত বছর সহায়তা পেয়েছিলেন।

    এন-কে

  • ‘চরিত্র রূপায়ণে পরিশ্রমের বিকল্প নেই’

    ‘চরিত্র রূপায়ণে পরিশ্রমের বিকল্প নেই’

    বর্তমানে ‘গণপথ’ সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সিনেমাটিতে তিনি টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করবেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে প্রস্তুতির কিছু ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

    ভিডিওটিতে দেখা যাচ্ছে, জিমে প্রশিক্ষকের সঙ্গে কঠোর পরিশ্রমে নিজেকে প্রস্তুত করছেন কৃতি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রস্তুতি! কিন্তু প্রথম ওয়ার্ম আপ!’ তিনি আরও বলেন, ‘আমি সবসময় নিজের অভিনয় আরো প্রাণবন্ত করার চেষ্টা করি। তাই চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে প্রস্তুতির কমতি রাখতে চাই না। চরিত্র রূপায়ণে পরিশ্রমের বিকল্প নেই। তাছাড়া টাইগারের মতো অভিনেতার সঙ্গে অ্যাকশন দৃশ্যে কাজ করতে হলে এছাড়া কোনো উপায়ও নেই। আশা করছি, দর্শকদের হতাশ হতে হবে না। দারুণ একটি কাজের অংশ হতে যাচ্ছি।’

    এদিকে এই সিনেমাটির বাইরে কৃতি অভিনয় করছেন ‘আদিপুরুষ’ সিনেমাটিতে। এতে তার বিপরীতে প্রভাস ও সাইফ আলী খানকে দেখা যাবে। সিনেমাটি ২০২২ সালের ১১ আগস্ট মুক্তির কথা রয়েছে। এছাড়াও কৃতির হাতে রয়েছে ‘বচ্চন পান্ডে’, ‘ভেদিয়া’, ‘হুম দো হামারি দো’র মতো বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমার কাজ। তবে প্রতিটি সিনেমার গল্প ও চরিত্র ভিন্ন ভিন্ন হওয়ায় একের পর এক কাজ করতে চান তিনি। কারণ একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করতে গেলে চরিত্রের প্রতি সুবিচার করা কঠিন হয়ে পড়ে বলে মনে করেন এই অভিনেত্রী।

    এন-কে

  • মাধুরীর এই শাড়ি কিনতে পকেট খালি হয়ে যাবে!

    মাধুরীর এই শাড়ি কিনতে পকেট খালি হয়ে যাবে!

    চলমান নাচভিত্তিক রিয়েলিটি শো ড্যান্স দিওয়ানের তৃতীয় মৌসুমে বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী মাধুরী দীক্ষিত পোশাকে চমক দেখাচ্ছেন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঢুঁ মারলেই কিছুটা আঁচ করতে পারবেন। প্রতিবারই নতুন রূপে আবির্ভূত হচ্ছেন মাধুরী।

    ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সম্প্রতি মাধুরী দীক্ষিত এমন শাড়ি পরেছেন, যা বিয়ে বা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পরার মতো। গর্জিয়াস রয়েল ব্লু ফ্লোরাল শাড়ি, রয়েছে হাতে করা এমব্রয়ডারি, ফুলেল ব্লাউজ পরেছেন মাধুরী, যা অনুরাগীদের দৃষ্টি কেড়েছে।

    এ শাড়ি রাহুল মিশ্রের কালেকশন থেকে নেওয়া। সাজ সেরেছেন কানের দুল ও হালকা মেকআপে। এ সাজে দারুণ লাগছে মাধুরীকে।

    সে যা হোক, আপনি কি জানেন এই শাড়ির দাম কত? যে দাম, তা দিয়ে লেটেস্ট আইফোন কেনা যাবে অথবা পুরো পকেটই খালি হয়ে যাবে। হ্যাঁ, শাড়িটির দাম এক লাখ ৭৯ হাজার রুপি, বাংলাদেশের মুদ্রায় যা দুই লাখ টাকার বেশি।

    ড্যান্স দিওয়ানের অন্যতম বিচারক মাধুরী দীক্ষিত। অপর দুজন বিচারক হলেন তুষার কালিয়া ও ধর্মেশ।

    এন-কে

  • ২০ কোটিরও বেশি আয়কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ!

    ২০ কোটিরও বেশি আয়কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ!

    প্রায় ২০ কোটি টাকারও কিছু বেশি আয়কর ফাঁকি দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। শনিবার আয়কর দফতরের তরফে একটি বিবৃতিতে এই তথ্য প্রকাশ্যে এসেছে। গত তিন দিন ধরে সোনুর মুম্বাইয়ের বাড়িতে লাগাতার তল্লাশি চালিয়ে আয়কর দফতরের কর্তারা এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ জোগাড় করেছেন বলে খবর।

    নিজের স্বেচ্ছাসেবী সংস্থার জন্য বিদেশ থেকেও ২ কোটি ১০ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন অভিনেতা। ভারতীয় আইনে এই কাজ নিষিদ্ধ বলে জানানো হয়েছে সেই বিবৃতিতে।

    সোনু এবং তাঁর সহকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে আয়কর ফাঁকি দেওয়ার একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে বলেও দাবি করেছে ওই সংস্থা।

    তদন্তে এখনও পর্যন্ত ২০টি ভুয়া ‘এন্ট্রি’র কথা জানা গিয়েছে। কয়েক জন ব্যক্তি স্বীকার করে বলেছেন, টাকার বদলে তাঁরা সোনুকে চেক দিয়েছেন। কর বাঁচানোর জন্য বেশ কিছু ভুয়া ঋণ নেওয়া এবং বিভিন্ন রশিদে কারচুপি করার ঘটনাও পাওয়া গিয়েছে বলে দাবি আয়কর সংস্থার। এখনও পর্যন্ত জানা গিয়েছে, সব মিলিয়ে ২০ কোটি টাকারও বেশি আয়কর ফাঁকি দিয়েছেন সোনু।

    গত বছর জুলাই মাসে সমাজসেবার জন্য ‘সোনু সুদ চ্যারিটি ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছিলেন অভিনেতা। চলতি বছরে এপ্রিল মাস পর্যন্ত প্রায় ১৮ কোটি টাকা সংগ্রহ করেছেন তিনি। তার মধ্যে ১ কোটি ৯০ লক্ষ টাকা সমাজসেবা মূলক কাজে ব্যবহার করা হয়। বাকি টাকা এখনও পড়ে আছে বলেই জানা গিয়েছে।

    সোনুর সঙ্গে লখনউয়ের একটি আবাসন সংস্থার চুক্তিতেও আপাতত নজর রয়েছে আয়কর কর্তাদের।

    দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পরেই সোনুর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে বলে দাবি করছে বিজেপি-বিরোধী দলগুলি। আম আদমি পার্টি এবং মহারাষ্ট্রের শিবসেনা মনে করছে এ সব কিছু বিরোধী দল বিজেপি-র কারসাজি।

    এন-কে

  • মা হচ্ছেন নেহা কক্কর?

    মা হচ্ছেন নেহা কক্কর?

    দীর্ঘদিন ধরে গুঞ্জন, বলিউডের প্লেব্যাক কুইন নেহা কক্কর মা হতে চলেছেন। সম্প্রতি বেশ কিছু ছবি এ গুঞ্জনের আগুনে ঘি ঢালে। অনেক ভক্তই মনে করেছেন, প্রথম সন্তানের মা হতে চলেছেন এ সংগীত তারকা।

    ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, কিছু দিন আগে একবার জনসম্মুখে দেখা মিলেছিল নেহার। সেখানে তাঁকে ওড়না দিয়ে পেট ঢাকার চেষ্টা করতে দেখা যায়। এর পর গুঞ্জন আরও বাড়ে। অবশেষে সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্বয়ং নেহা কক্কর।

    নেহা কক্কর সম্প্রতি নাচভিত্তিক রিয়েলিটি শো ড্যান্স দিওয়ানের তৃতীয় মৌসুমের মঞ্চে হাজির হয়েছিলেন। সেখানে তিনি অন্তঃসত্ত্বার গুঞ্জন নিয়ে মুখ খোলেন।

    ওই রিয়েলিটি শোতে নেহা কক্কর তাঁর ‘কাঁটা লাগা’ গানের প্রচারে গিয়েছিলেন। সেখানে জানান, রোহনপ্রীত সিং ও তিনি বাচ্চা নেওয়ার পরিকল্পনা এখনও করেননি। তবে বলেছেন, তিনি সন্তান নিতে চান। তিনি ওই শো-র প্রতিযোগী গুঞ্জনের মতো বাচ্চা চান। গুঞ্জনের নাচে আপ্লুত নেহা।

    শোতে গুঞ্জন ‘লুঙ্গি ড্যান্স’ গানের তালে নাচে। নেহা কক্কর এই ছোট্ট বাচ্চাকে প্রশংসায় ভাসান। বলেন, ‘ঈশ্বর তোমার মঙ্গল করুন। শুভ কামনা রইল। রোহু (রোহনপ্রীত) ও আমি এখনও সন্তান নেওয়ার কথা ভাবিনি। কিন্তু আমাদের যদি কখনও বাচ্চা হয়, আমরা চাইব বাচ্চাটা যেন গুঞ্জনের মতো হয়।’

    গেল বছরের ২৪ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন নেহা কক্কর। এর পর অবশ্য বহু বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে শিরোনাম হয়েছেন।

    এন-কে

  • স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না সামান্থা!

    স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না সামান্থা!

    জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনির বিবাহবিচ্ছেদের গুঞ্জনে নতুন মোড় নিয়েছে। স্বামী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন না এই দক্ষিণী ডিভা।

    ভারতের বিনোদনভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, নাগা চৈতন্য এরই মধ্যে বাসা বদল করে তাঁর বাবা মেগাস্টার নাগার্জুনের বাসভবনে চলে গেছেন। আর সামান্থা বলিউডে ক্যারিয়ার গড়ার জন্য হায়দরাবাদ থেকে মুম্বাইয়ে গিয়ে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছেন।

    তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, দম্পতির মধ্যে দুই পরিবারের সমঝোতার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। নাগা চৈতন্য বাবা-মায়ের সাথে থাকার জন্য সামান্থার সঙ্গে যে বাড়িতে থাকতেন, সেখান থেকে বেরিয়ে গেছেন।

    তেলেগু ভাষার দ্বিতীয় পঠিত দৈনিক সাক্ষী পোস্টের খবর, কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আক্কিনেনি পদবি মুছে ফেলেন সামান্থা। এর পর থেকে সামান্থা ও তাঁর স্বামী নাগা চৈতন্যের বিচ্ছেদের গুঞ্জন গাঢ় হয়। এমনও খবর প্রকাশিত হয়, পারিবারিক কারণে নাগা চৈতন্য কোনও পরিচালক ও প্রযোজকের ফোন ধরছেন না। তবে উভয় পক্ষ থেকেই বিচ্ছেদের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    সম্প্রতি সামান্থা আক্কিনেনি অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমের ব্যাপক সাফল্য পায়। পত্রপত্রিকার খবর, সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।

    এন-কে

  • ভূতের খপ্পরে বলিউড ‘ড্রিমগার্ল’!

    ভূতের খপ্পরে বলিউড ‘ড্রিমগার্ল’!

    বলিউডের ‘ড্রিমগার্ল’ হেমা মালিনী। তার সৌন্দর্য্য এবং অভিনয়ের ভক্ত লক্ষ লক্ষ। অভিনয় দক্ষতা থেকেও হেমার নাচ, যা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। সবকিছুতেই তিনি জায়গা করে নিয়েছেন দর্শকমনে। সম্প্রতি এক ভূতুড়ে অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বলিউডের এই প্রবীণ গুনী অভিনেত্রী, যা শুনলে গায়ে কাটা দেবে আপনারও।

    তিনি জানান, শুরুর দিকে মুম্বাইয়ে স্বপরিবারেই থাকতেন তিনি। সাফল্যের মুখ দেখার পর পরিবারসহ বান্দ্রার একটি বাড়িতে ওঠেন। সেখানেই গায়ে কাঁটা দেয়ার মতো ওই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলিউডের এই ‘ড্রিমগার্ল’।

    ২০১৮ সালে ‘রেডিফ’কে দেয়া এক সাক্ষাৎকারে হেমা জানান, একটা সময় প্রতি রাতে মনে হতো ঘুমের মধ্যে কেউ যেন এসে দুই হাত দিয়ে তাঁর গলা চেপে ধরছে। নিমিষে ঘুম ভেঙে যেত তাঁর। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে দেখতেন, পাশে তাঁর মা নিশ্চিন্তে ঘুমচ্ছেন। এরপর তাঁর অস্বস্তি আরও বেড়ে যেত।

    হেমা বলেন, ‘তখন ‘স্বপ্নোকে সওদাগর’ সিনেমার শুটিং চলছিল। এর মাঝেই সুবোধ মুখোপাধ্যায়ের ছবি অভিনেত্রীতে কাজের সুযোগ পেলাম। এরপরেই বান্দ্রার একটি ছোট ফ্ল্যাটে উঠে এসেছিলাম। মনে আছে, ভানু আথাইয়া ওই দুই কামরার ছোট ফ্ল্যাটে নিজের ডিজাইন করা পোশাকের ট্রায়াল দেওয়াতে আসতেন। সেই ফ্ল্যাটেই উঠেছিলাম। এর কিছু সময় পর জুহুর সেভেন্থ রোডের বাংলোতে সপরিবারে উঠেছিলাম। কয়েকদিন যেতে না যেতেই টের পেয়েছিলাম সেটা পুরোপুরি ‘ভূতুড়ে বাড়ি’। ঠিক সেখানেই এই গায়ে কাঁটা দেয়া অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম’।

    অভিনেত্রী একটু দম নিয়ে আরো বলেন, ‘ওই বাংলোতে প্রতি রাতে ঘুমানোর সময় মনে হতো, কেউ যেন আমার গলা টিপে ধরছে। শ্বাস নিতে অসুবিধে হতো। ছটফট করতে করতে ঘুম ভেঙে যেত আমার। পাশে তখন মা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। আর এ ঘটনা প্রতি রাতেই চলত। শেষপর্যন্ত নিজের ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম’।

    এরপর আর দেরি না করে নিজেড় জন্য একটি ফ্ল্যাট কিনেও ফেলেছিলেন হেমা। দ্রুত জিনিসপত্র নিয়ে ছেড়ে দিয়েছিলেন জুহুর সেই ‘ভূতুড়ে বাংলো’।

    এন-কে

  • শাহরুখ খানের নতুন সিনেমার নাম ‘লায়ন’

    শাহরুখ খানের নতুন সিনেমার নাম ‘লায়ন’

    খ্যাতিমান তামিল পরিচালক অ্যাটলি কুমারের সিনেমার শুট শুরু করেছেন বলিউড কিং খান শাহরুখ খান। ভারতের পুনের মেট্রোরেল স্টেশন এলাকায় সিনেমারটির দৃশ্যধারণ হয়েছে এমন তথ্য কিং খান ভক্তদের অজানা থাকার কথা হয়।

    তবে যেটা জানা যাচ্ছিল না সেটা সিনেমাটির নাম? সেই তথ্য জানা গেল এবার। শাহরুখ-অ্যাটলির অ্যাকশনধর্মী এই সিনেমার নাম ‘লায়ন’।

    ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেসহ একাধিক গণমাধ্যম, সিনেমাটির শুটের জন্য দেওয়া একটি চিঠি প্রকাশ করেছে। সেই চিঠিতে জানানো হয়েছে এই নাম। সেখানে বলা হয়েছে ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৬ টা থেকে রাত ১০ পর্যন্ত পুনের সন্তেরাম নগর মেট্রো স্টেশনে শুটের পরিকল্পনার কথা।

    যদিও ভারতীয় গণমাধ্যমে সিনেমাটিতে শাহরুখের শুটে যোগ দেওয়ার খবর আসে ৩ সেপ্টেম্বর। দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা এই সিনেমায় শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। এছাড়া অভিনয় করছেন ক্ষিণী তারকা প্রিয়া মণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভারসহ অনেকেই।

    শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট অ্যাটলির সিনেমাটি প্রযোজনা করছে। যেখানে শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। যার দ্বিতীয়টি স্পেশাল গোয়েন্দা টিমের সদস্য।

    গুঞ্জন আছে, মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান। এরই মধ্যে সিনেমাটির টিজারের কাজ শেষ; খুব দ্রুতই আসবে অফিশিয়াল ঘোষণা।

    মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। এ ছাড়া নতুন গুঞ্জন, সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান। এরই মধ্যে সিনেমাটির টিজারের কাজ শেষ; যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    এন-কে

  • মনোজ পাতিলের আত্মহত্যার চেষ্টা!

    মনোজ পাতিলের আত্মহত্যার চেষ্টা!

    বলিউড অভিনেতা সিদ্ধার্থের মৃত্যু শোক এখনও কাটেনি। এরই মধ্যে ইন্ডাষ্ট্রিতে ফের দুঃসংবাদ! বৃহস্পতিবার সকালে আবারও এসেছে খারাপ খবর। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মিস্টার ইন্ডিয়া মনোজ পাতিল। মুম্বাইয়ের ওশিয়ারার বাসিন্দা তিনি। বৃহস্পতিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পরিবারের দাবি, রাতে ঘুমাতে যাওয়ার সময় অত্যাধিক মাত্রায় ঘুমের ওষুধ খেয়েছেন তিনি। সকালে অনেক ডাকাডাকির পরেও ঘুম থেকে না উঠলে তাদের সন্দেহ হয়। এরপর ঘরের মধ্যে মনোজকে পড়ে থাকতে দেখা যায়। তখনই সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

    এ অভিনেতার বয়স মাত্র ২৯, কেন তিনি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন, কেনই বা তিনি মৃত্যুর পথ বেছে নিলেন, এই রহস্য উদ্ধার করতে তার বাড়িতে যায় মুম্বাই পুলিশ। ইতিমধ্যে তাঁর লেখা একটি সুইসাইড নোটও পেয়েছে তারা। যাতে অভিনেতা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাহিল খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন মনোজ পাতিল। তবে সাহিলের বিরুদ্ধে কী অভিযোগ পাওয়া গেছে তা এখনও প্রকাশ্যে আনেনি মুম্বাই পুলিশ।

    বলিউডে সাহিল খানের শুরু ‘স্টাইল’ ছবির মাধ্যমে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে ভালই ব্যবসা করেছিল। ‘স্টাইল’-এর সাফল্যের পর সাহিলের কাছে আসে ‘এক্সকিউজ মি’ ছবির প্রস্তাব। সেই ছবিও বক্স অফিসে ভালই সাফল্য পেয়েছিল। কিন্তু এত ভাল সূচনার পরেও বলিউড থেকে হারিয়ে যান অভিনেতা। বর্তমানে তিনি একজন সেলিব্রিটি ফিটনেস ট্রেনার।

    এন-কে