Tag: বলিভিয়া

  • বলিভিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের উড়ন্ত সূচনা

    বলিভিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের উড়ন্ত সূচনা

    জাতীয় দলের জার্সিতে ফিরেই জ্বলে উঠলেন রবার্তো ফিরমিনো। জোড়া গোল করেছেন এই লিভারপুল তারকা। তাঁর সঙ্গে একবার করে জালের দেখা পেয়েছেন মার্কিনিয়োস ও ফিলিপ কুতিনহো। তিন সতীর্থের গোল উৎসবের দিনে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।

    লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ শনিবার সকালে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের মাধ্যমে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    সাও পাওলোয় ব্রাজিলের উজ্জীবিত ফুটবলের সামনে পাত্তাই পায়নি বলিভিয়া। পুরো ম্যাচে ২০ বার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে স্বাগতিকরা, যার মধ্যে ৯টিই ছিল লক্ষ্যে যাওয়ার মতো। অন্যদিকে ব্রাজিলের গোলপোস্টে মাত্র তিনবার আক্রমণ করে বলিভিয়া; এর মধ্যে লক্ষ্যে যাওয়ার মতো শট ছিল কেবল একটি।

    ম্যাচটিতে দলের গুরুত্বপূর্ণ তারকা নেইমারকে না পাওয়ার শঙ্কায় ছিল ব্রাজিল। কিন্তু সব অনিশ্চয়তা কাটিয়ে মাঠে নামেন তিনি। গোল না পেলেও সতীর্থদের গোলে অবদান রেখেছেন এই পিএসজি তারকা।

    পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখা ব্রাজিল মাত্র ১৬ মিনিটেই এগিয়ে যায়। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস ধরে গোল মুখে লাফিয়ে হেডে ব্রাজিলকে এগিয়ে নেন পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস।

    ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। নেইমারের সঙ্গে বল দেওয়া-নেওয়ার মধ্যে ডি-বক্সে ঢুকে গোলমুখে ক্রস দেন রেনান লোদি। সেখানে গিয়ে আলতো ছোঁয়ায় ঠিকানায় পাঠান ফিরমিনো।

    বিরতির পর নিজের দ্বিতীয় গোলের দেখা পান ফিরমিনো। নেইমারের বাড়ানো বল নিচু শটে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড। পরের মিনিটে হ্যাটট্রিক পূরণ করতে পারতেন তিনি। কিন্তু নেইমারের বাড়ানো বলে ঠিকঠাক শট নিতে পারেননি ফিরমিনো।

    প্রতিপক্ষের ভুলে ৬৬ মিনিটে আরেকটি গোল পেয়ে যায় ব্রাজিল। এর কিছুক্ষণ বাদে স্কোরলাইন ৫-০ করেন কুতিনহো। বাঁ দিক দিয়ে নেইমারের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন বার্সেলোনা মিডফিল্ডার। সঙ্গে সঙ্গে গোল উৎসব আনন্দে ভাসে ব্রাজিল। শেষের দিকে আর কোনো গোল না এলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের দল।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বলিভিয়ার রাস্তাঘাট-বাসাবাড়ি থেকে ৪শ’ মরদেহ উদ্ধার

    বলিভিয়ার রাস্তাঘাট-বাসাবাড়ি থেকে ৪শ’ মরদেহ উদ্ধার

    বলিভিয়ার বিভিন্ন শহরের বাসাবাড়ি, সড়ক এবং যানবাহন থেকে ৪শ’ মানুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৫ দিন ধরে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের ৮৫ শতাংশের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

    আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, সরকারি হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বলিভিয়ায় ৬০ হাজার ৯৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার ২১৮ জনের।

    মঙ্গলবার বলিভিয়ার ন্যাশনাল পুলিশ ডিরেক্টর কর্নেল আইভান রোজাস জানান, গত ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে কোচাবাম্বা মেট্রোপলিটন এলাকা থেকে মোট ১৯১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রশাসনিক রাজধানী লা পাজে আরও ১৪১ জনের মরদেহ পাওয়া গেছে। আর দেশটির সবচেয়ে বড় শহর সান্টা ক্রুজে মিলেছে ৬৮টি মরদেহ।

    মৃতদের ৮৫ শতাংশের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি অথবা লক্ষণ পাওয়া গেছে। বাকিরা অন্য ধরনের অসুস্থতা কিংবা সহিংসতায় মারা গেছে বলে দাবি করেছে পুলিশ।

    বলিভিয়ার ন্যাশনাল এপিডেমিওলজিক্যাল কার্যালয়ের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় কোচাবাম্বা এবং লা পাজ এলাকায় সম্প্রতি খুব দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

    বলিভিয়ার ফরেনসিক ইনভেস্টিগেশন ইনস্টিটিউটের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশের হাসপাতালগুলোর বাইরে থেকে প্রায় তিন হাজার মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে করোনার উপস্থিতি বা লক্ষণ ছিল।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বলিভিয়ার প্রেসিডেন্ট বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন

    বলিভিয়ার প্রেসিডেন্ট বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন

    বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস গত মাসে তার বিতর্কিত পুনর্নির্বাচনের বিরুদ্ধে হওয়া বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন।

    ২০শে অক্টোবরের নির্বাচনে ‘সুস্পষ্ট কারচুপি’র প্রমাণ পাওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা রবিবার নির্বাচনের ফলাফল বাতিল করার আহ্বান জানায়।

    বলিভিয়ার নির্বাচন কর্তৃপক্ষ ঢেলে সাজানোর পর মি. মোরালেস পর্যবেক্ষকদের এই সিদ্ধান্তের সাথে একমত হয়েছেন এবং নতুন নির্বাচন আয়োজন করার ঘোষণা দিয়েছেন।

    তবে রাজনীতিবিদ, পুলিশ এবং বলিভিয়ার সেনাবাহিনী ইভো মোরালেসকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে আহ্বান জানিয়েছে। এ সপ্তাহের শুরুতে তার সমর্থকদের অনেকের ওপর হামলা হয়েছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে।

    টেলিভিশনে দেয়া এক ভাষণে মি. মোরালেস বলেছেন তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করবেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়েছেন যেন তারা হামলা ও ভাঙচুর বন্ধ করে।

    ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট আদ্রিয়ানা সালভাতিয়েরা এরই মধ্যে পদত্যাগ করেছেন।

    এই সিদ্ধান্তের পর বিক্ষোভকারীরা পথে নেমে আসে এবং আনন্দ মিছিল করে।

    ২০০৬ সাল থেকে বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ইভো মোরালেস বলিভিয়ার প্রথম প্রেসিডেন্ট যিনি নৃতাত্বিক গোষ্ঠীর সদস্য।

    কতবার প্রেসিডেন্ট হওয়া যাবে, এবিষয়ে সাংবিধানিক আদালতের একটি বিতর্কিত সিদ্ধান্তের পর অক্টোবরের নির্বাচনে তিনি টানা চতুর্থবারের মত অংশগ্রহণ করেন।

    কতবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা যাবে তার নির্দিষ্ট সংখ্যা যেন থাকে, সেটির পক্ষে ২০১৬ সালের এক গণভোটে ভোট দিয়েছিলেন অধিকাংশ বলিভিয়ান।

    তবে ইভো মোরালেসের দল এই বিষয়টিকে সাংবিধানিক আদালতে নিয়ে গেলে প্রেসিডেন্ট হওয়ার মেয়াদ সীমার বিষয়টি বাতিল করে আদালত।