Tag: বসতঘর

  • বোয়ালখালীতে আগুনে পুড়ল ৩ বসতঘর

    বোয়ালখালীতে আগুনে পুড়ল ৩ বসতঘর

    বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালী পৌরসভায় আগুনে ৩ বসতঘর পুড়ে গেছে।

    বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যা পৌণে ৬টার দিকে পৌরসভার উত্তর গোমদণ্ডী ২নং ওয়ার্ডের হাবিলদার বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নুরুল আবেদীন জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আবুল হোসেন, নূর হোসেন ও আবুল কাশেমের বসত ঘর পুড়ে গেছে। বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • ফটিকছড়িতে আগুনে ১টি গাভী ও ২টি বাচুরের মৃত্যু, পুড়ে ছাঁই বসতঘর-ফার্নিচারের দোকান

    ফটিকছড়িতে আগুনে ১টি গাভী ও ২টি বাচুরের মৃত্যু, পুড়ে ছাঁই বসতঘর-ফার্নিচারের দোকান

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা হেঁয়াকো বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় একটি গোয়ালঘরে বাঁধা অবস্থায় একটি গাভী ও তার সাথে থাকা দুটি বাচুর আগুনে পুড়ে মারা গেছে।

    তাছাড়া অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে দুটি বসতঘর ও একটি ফার্নিচারের দোকান। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    আগুন লাগার খবর পেয়ে রামগড় ফায়ার স্টেশন থেকে একটি গাড়িতে করে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছালেও ওই এলাকার কাছে কোন জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ‘লিডার’ মো. জসিম উদ্দিন জানান, সোমবার রাত ১১ টার দিকে আগুন লাগার খবর পেয়ে একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌছালেও দুর থেকে পানি সংগ্রহের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে। রাত প্রায় ২টার সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

    তিনি তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে না পারলেও এ ঘটনায় আবদুর রব ও আবদুল মান্নান নামে দুই ভাইয়ের দুটি মাটির দেয়ালের টিনের ছাউনির বসতঘর এবং টিনের বেড়া ও ছাউনির মিল্লাত ফার্নিচার পুড়ে যায়।

    তাছাড়া পুড়ে যাওয়া একটি বসতঘরের রান্নাঘর সংলগ্ন একটি গোয়ালঘরে একটি গাভি ও দুইটি বাছুর বাঁধা অবস্থায় পুড়ে মারা গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • বোয়ালখালীতে আগুনে পুড়ল ১৪ বসতঘর

    বোয়ালখালীতে আগুনে পুড়ল ১৪ বসতঘর

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ২৩ পরিবারের ১৪ বসতঘর। সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা জামসেদ মুন্সির বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    বোয়ালখালী ও পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরুপণ করা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. ফরিদ আহমদ।

    তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। তবে সরু রাস্তা ও গাড়ী চলাচলে মতো উপযুক্ত না থাকায় কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হিমসিম খেতে হয়েছে।

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন ফাতেমা বেগম, মধু মিস্ত্রী, আবুল হাশেম, মো. আবু, আবু জাকের, এনাম, আলী আকবর, ফজল কাদের, চনসু, দিদার মাষ্টার, ইসহাক, মাসুদ, তসলিম, নুর ইসলাম, আলী আসগর, আলী আকবর, ইদ্রিস, আমিনুল হক, নুরুল আজাদ, সাইদুল ইসলাম, শফি, মফিজ ও শাহ আলম।

    ক্ষতিগ্রস্থরা জানান আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্রসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • লোহাগাড়ায় ৮ বসতঘর আগুনে পুড়ে ছাই

    লোহাগাড়ায় ৮ বসতঘর আগুনে পুড়ে ছাই

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় ৮ বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০ টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ শুকছড়ি হাবিলাস চৌধুরী পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

    অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিকেরা হলেন- ওই এলাকার ওমরা মিয়া, আব্দুল নবী, পাখি বেগম, মো: সেলিম, ফয়েজ আহামদ, এনাম, আম্বিয়া খাতুন ও দেলোয়ার।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে এনামের ঘর থেকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে অগ্নিকান্ডের সুত্রপাত তা সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। শুরুতেই আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। এসময় এলাকার লোকজন শোর-চিৎকার করে আগুন নিভাতে এগিয়ে আসে।

    সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার শাহরিয়ার আলম বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন প্রায় নিভে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • পটিয়ায় রান্না ঘরের চুলার আগুনে পুড়ল ৫ বসতঘর/ক্ষতি ৫ লাখ

    পটিয়ায় রান্না ঘরের চুলার আগুনে পুড়ল ৫ বসতঘর/ক্ষতি ৫ লাখ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগদন্ডী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    গতকাল ১৩ জুন শনিবার বিকেলে রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ওই এলাকার ৫টি বসতঘর। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকার শামসুল আলমের ঘরের রান্না চুলা হতে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্ত্বেই ছড়িয়ে পড়ে আশে পাশের বসতঘর গুলোতে। এসময় বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে।

    প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই সুলতান আহমদ, শামসুল আলম, আব্দুল গফুর, লোকমান ও অলি আহমদের মোট পাঁচটি বসতঘর আগুনে পুড়ে যায়।

    পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    রান্নার চুলার হতে এ আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ৫টি বসতঘর পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    ২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/রাজীব প্রিন্স

  • মিরসরাইয়ে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫ বসতঘর

    মিরসরাইয়ে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫ বসতঘর

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি ॥চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট এলাকায় অগ্নিকান্ডে একই বাড়ির ৫টি বসতঘর পুডে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হানি হয়েছে।

    আজ শুক্রবার (১০ এপ্রিল) সাড়ে ৫টার দিকে করেরহাটের সরকারতালুক গ্রামের একটি বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

    করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচটি পরিবার সম্পূর্ণ রূপে ভস্মিভূত হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া তারা তাদের সবকিছু হারিয়ে ফেলেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সার্বিক সহযোগিতার বিষয়টি দেখছি।

    এ ঘটনায় আরমি সাহাবুদ্দিনের পরিবার, মোহাম্মদ ছোটনের পরিবার, মোহাম্মদ ডালিম হোসেনের পরিবার এবং মোসাম্মৎ হনুবিয়ার পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এই ক্ষতির পরিমান ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন সেখানকার চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

    পাশে থাকা অন্য পরিবারগুলো আপাতত আগুন নিয়ন্ত্রণে আসায় নিরাপদে আছে বলেও জানান তিনি।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • পটিয়াতে মধ্যরাতে চুলার আগুনে পুড়ল ১৫ বসতঘর

    পটিয়াতে মধ্যরাতে চুলার আগুনে পুড়ল ১৫ বসতঘর

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়াতে পুড়ে গেছে অন্তত ১৫ বসতঘর। শনিবার মধ্যরাতে উপজেলার হাঈদগাঁও নাথপাড়ায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনার প্রাদুর্ভাবে অঘোষিত লকডাউনে নিস্তব্দ গ্রামে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো ঠিক তখনই সর্বনাশা আগুন কেড়ে নিল ১৫ পরিবারের সকল আশা ভরসা।

    কোন ভাবে সকলে প্রাণে রক্ষা পেলেও আগুনে পুঁড়িয়ে সব শেষ করে দিলো। তারা জানায়, রাত আনুমানিক সোয়া ১২টার সময় আগুন লাগার ঘটনাটি ঘটে।

    এদিকে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তিনি এ ঘটনায় হতাহতের খবর নেই বললেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তবে চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

    ২৪ ঘন্টা/ সঞ্জয়/আর এস পি

  • মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই

    মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের দক্ষিণ মোবারক ঘোনা গ্রামের আবুল কাশেমের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় হুমায়ুন কবির দুলাল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আবুল কাশেমের বাড়িতে আগুন লাগে। এসময় মুহূর্ত্বের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে আবুল কাশেমের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

    আগুনে আবুল কাশেমের ভাই রাসেল উদ্দিন, রবিউল হোসেন, তারেক হোসেন ও ছুট্টুমিয়ার ঘরও পুড়ে যায়। অগ্নিকান্ডে ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা সহ মোট ৮ লক্ষ টাকার ক্ষতি হয়।

    মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তানভীর আহমেদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। আমরা যাওয়ার পূর্বে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকান্ডে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লেগে পুরো আবুল কাশেমের পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওখানে তার আরো ৪ ভাই পৃথক পৃথক ভাবে থাকতো।

    ২৪ ঘন্টা/আশরাফ/ আর এসপি

  • আগুনে পুড়ল লামা ত্রিপুরা পল্লীর ৯ বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা

    আগুনে পুড়ল লামা ত্রিপুরা পল্লীর ৯ বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা

    ২৪ ঘন্টা ডট নিউজ। লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার একটি ত্রিপুরা পল্লীর ৯ কাঁচা বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

    আজ ১৮ মার্চ বুধবার দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের আকিরাম ত্রিপুরা পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসতঘর মালিকের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করা হয়েছে।

    পাড়ার সোনা চন্দ্র ত্রিপুরার ঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ঘটনাস্থল পরিদর্শনসহ আগুন নিভানোর কাজে দিক নির্দেশনা প্রদান করেন।

    সূত্র জানায়, বুধবার বেলা ১২টার দিকে আকিরাম ত্রিপুরা পাড়ার বাসিন্দা সোনা চন্দ্র ত্রিপুরার ঘর থেকে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    ততক্ষণে পাড়ার হাবুইতি ত্রিপুরা, খেমাজন ত্রিপুরা, আকিরাম ত্রিপুরা, মিহির ত্রিপুরা, বলি চন্দ্র ত্রিপুরা, ফিলিরাম ত্রিপুরা, সাধুরাম ত্রিপুরা, নয়ারাম ত্রিপুরার বসতঘরসহ ঘরের জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক পরিষদ সদস্য প্রিতমা ত্রিপুরা, ক্ষতিগ্রস্ত নয়ারাম ত্রিপুরা ও বলিচন্দ্র ত্রিপুরা বলেন, সোনা চন্দ্র ত্রিপুরা ছোট ছেলে মেয়েদেরকে ঘরে রেখে সকালে জুমে কাজ করতে যান। তার ছেলে মেয়েরা খেলারচ্ছলে ঘরের মশারীতে আগুন ধরিয়ে দেয়। এতে করে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এবং ঘরগুলো পাহাড়ের ওপর থাকায় ৯টি বসতঘরের কোন জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি।

    এ বিষয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুর্গম পাহাড়ি পথ ও ঘরগুলো পাহাড়ের ওপরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা কিছুটা সমস্যা হয়েছে।

    আগুনে ৯ বসতঘর পুড়ে ছাই হওয়ার সত্যতা নিশ্চিত করে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক। আগুনে প্রাথমিকভাবে ৯ বসতঘর মালিকের প্রায় ২৫লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে।

    তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্তদেরকে পরিষদের পক্ষ থেকে ২০ কেজি করে চাউল, হাড়ি পাতিলসহ যাবতীয় সহায়তা করা হয়েছে।

    ২৪ ঘন্টা/রফিক সরকার/আরএসপি

  • বোয়ালখালীতে আগুনে ৪০বসতঘর পুড়ে ছাই

    বোয়ালখালীতে আগুনে ৪০বসতঘর পুড়ে ছাই

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৪০ বসতঘর।

    মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরুপণ করা যায়নি।

    আগুনে মাওলানা নাজমুল হক, ফজলুর হক, আলতাফ হোসেন, আবু তৈয়ব, সাখাওয়াত হোসেন ও করিম উদ্দিনের ১৪টি সেমিপাকা ঘর ও ২৬টি কাঁচা ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।

  • রাউজানে অগ্নিকান্ডে ৪ বসতঘর ভষ্মীভূত, ক্ষতি দুই লাখ!

    রাউজানে অগ্নিকান্ডে ৪ বসতঘর ভষ্মীভূত, ক্ষতি দুই লাখ!

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় চার বসতঘর পুড়ে দুই লাখ টাকার ক্ষতি হযেছে।

    আজ শনিবার ১৪ মার্চ সকাল সাড়ে নয়টার দিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডিআইবি আহম্মদ হোসেনের বাড়িতে এই ঘটনাটি ঘটে।

    স্থানীয় যুবক মো. টিপু সুলতান বলেন, আবদুল গণির রান্না ঘরের চুলা থেকে আগুণের সূত্রপাত ঘটে তার বসতঘর সম্পূর্ন ভষ্মীভূত হয়। এ সময় আগুণের লেলিহান শিখা পাশ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

    আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের দমকল বাহিণী ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণের আগে মৃত মনিরুল ইসলাম, মোঃ সিদ্দিক, মোঃ নুরুল আমিন, মোঃ ইদ্রিসের ঘর পুড়ে গিয়ে দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়।

    স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    ২৪ ঘন্টা/নেজাম উদ্দিন/আর এস পি..

  • বোয়ালখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর

    বোয়ালখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুজিব গণির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৫টি কাঁচা বসতঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রায় আধ ঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    ক্ষতিগ্রস্থরা হলেন রেজাউল করিম, মনির আহমদ, হারুন বাচা, ফয়জুল হক ও আবদুর শক্কুর।