Tag: বসতঘর পুড়ে

  • আগুন : ওয়ার্কশপে পুড়ল দুই বাস, বোয়ালখালীতে পুড়েছে ২টি বসতঘর

    আগুন : ওয়ার্কশপে পুড়ল দুই বাস, বোয়ালখালীতে পুড়েছে ২টি বসতঘর

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকার একটি ওয়ার্কশপে এবং বোয়ালখালী উপজেলার বড়ুয়ার টেক এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন একটি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়ার্কশপে থাকা দুটি বাস পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে একঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও গ্যারেজে থাকা দুটি বাস আগুনে পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

    এদিকে একই দিন জেলার বোয়ালখালী উপজেলার বড়ুয়ার টেক এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে দুটি বসতঘর পুড়ে অন্তত চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন।

    তিনি বলেন, ভোর রাত সোয়া ৩টার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীদের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

  • রাউজানে তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাঁই

    রাউজানে তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাঁই

    রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে রাউজানের তিনটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।

    আজ ১৪ অক্টোবর সোমবার ভোরে উপজেলার বিনাজুরি ইউনিয়নের ৭ নম্বর পূর্ব লেলেঙ্গা ওয়ার্ডের একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর সাড়ে ৪টার সময় অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই জহির উদ্দিন, জমির উদ্দিন ও মহিউদ্দিনের বসতঘর আগুন পুড়ে যায়।

    রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে সৃষ্ট আগুনে আগুনের সূত্রপাত হয়ে তিনটি আধাপাকা বসতঘর পুড়ে অন্তত চার লক্ষ টাকার ক্ষযক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।