Tag: বস্তা

  • সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল উদ্ধার হল সিরাজগঞ্জের কামালখন্দে

    সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল উদ্ধার হল সিরাজগঞ্জের কামালখন্দে

    ২৪ ঘণ্টা জেলা সংবাদ : সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করেছে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা প্রশাসন।

    রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জামতৈলের দিকে যাওয়ার পথে নান্দিনা কামালিয়া এলাকা থেকে ভ্যান বোঝাই এসব চাল উদ্ধার করা হয়।

    সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ হাজার ৫০ কেজি চাল উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন গণমাধ্যমকে জানান, ভদ্রঘাট এলাকা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ৬টি ভ্যান জামতৈলের দিকে যাচ্ছিলো।

    এসময় ভ্যানগুলো নান্দিনা কামালিয়া এলাকায় পৌঁছালে সরকারি চালের বস্তা দেখে চাল বোঝাই ভ্যানগুলো আটকে পুলিশ ও ইউএনওকে মুঠোফোনে বিষয়টি অবগত করি। পরে তারা ঘটনাস্থলে এসে ভ্যানবোঝাই সরকারি চাল গুলো জব্দ করে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারি চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করা হয়। চালগুলো কোথায় থেকে এলো, আর যাচ্ছিলো কোথায় সে ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • মিরসরাইতে ত্রাণের চাল মজুদ করে আগুনে পুড়ালো সরকারি সিলমারা বস্তা, আটক ২

    মিরসরাইতে ত্রাণের চাল মজুদ করে আগুনে পুড়ালো সরকারি সিলমারা বস্তা, আটক ২

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি ত্রাণের ৬০ বস্তা মজুদকৃত চালসহ দু জনকে আটক করেছে র‌্যাব ৭ এর (ফেনী) একটি দল।

    গতকাল বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধার করা হয়েছে।

    মিরসরাইতে র‌্যাবের হাতে আটক ২ চাল চোর
    মিরসরাইতে র‌্যাবের হাতে আটক ২ চাল চোর

    এসময়ে আটককৃতরা হলো দক্ষিণ ওয়াহেদপুর এলাকার হাফিজুর রহমানের পুত্র নুরুজ্জামান নুরু (৩৮) ও জাকির হোসেনের পুত্র আলা উদ্দিন (২৮)। আটককৃত নুরুজ্জামান ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ছোট কমলদহ বাজার কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    র‌্যাব ৭ এর (ফেনী) ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে অভিযান পরিচালনা করেছি।

    এসময় সরকারি চাল মজুদ রাখার সাথে জড়িত নুরুজ্জামান ও তার সহযোগী আলা উদ্দিনকে আটক করেছি। নুরুজ্জামানের বাড়ির সামনে অবস্থিত গোডাউন থেকে ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চালের পরিমান ১৫৮৩ কেজি।

    তিনি আরো বলেন, কিছু চালের বস্তায় সরকারি দপ্তরের সিল রয়েছে। বেশির ভাগ চালের বস্তা পরিবর্তন করে আগুনে পুড়িয়ে ফেলেছে বলে স্বীকার করেন আটককৃত নুরুজ্জামান।

    চালগুলো সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী না জনপ্রতিনিধি থেকে নিয়েছেন কি না তা আমরা খতিয়ে দেখছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান চাল ছাড়াও বিভিন্ন পন্য লুটের সাথে জড়িত রয়েছে।

    মিরসরাইতে উদ্ধারকৃত ত্রাণের চাল
    মিরসরাইতে উদ্ধারকৃত ত্রাণের চাল

    গাড়ী চালকদের সাথে আঁতাত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থেকে রড, সয়াবিন তেল, ডাল, চিনি সহ বিভিন্ন পণ্য লুট করে। এছাড়া চোরাই তেল পেট্রোল ব্যবসার সাথেও জড়িত থাকার কথা নুরুজ্জামান র‌্যাবের কাছে স্বীকার করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন র‌্যাব এখনো আমাদের আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি তাই বিস্তারিত বলতে পরছি না। চাল উদ্ধার ও দুইজনকে আটক করার কথা শুনেছি।

    কে এই নুরুজ্জামান?
    এক সময় পদ পদবীতে না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। ২০১২ সালে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন নুরুজ্জামান। এরপর থেকে কমলদহ এলাকায় গাড়ি থেকে বিভিন্ন পন্য লুট করেন।

    এ কাজের জন্য তার একটি সিন্ডিকেট রয়েছে।শুধু তাই নয়, সে এলাকায় পুলিশের সোর্স হিসেবেও কাজ করেন। মানুষকে বিভিন্ন সময় হয়রানি করে। মামলার ভয়ে মানুষ মুখ খুলার সাহস পায় না। সে সরকারি চালসহ আটক হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি পেয়েছে।

    ২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/রাজীব প্রিন্স

  • নারায়ণগঞ্জে যুবলীগ নেতার ১২শ’ বস্তা চাল মিলল গোডাউনে,সিলগালা

    নারায়ণগঞ্জে যুবলীগ নেতার ১২শ’ বস্তা চাল মিলল গোডাউনে,সিলগালা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলার খবর : নারায়ণগঞ্জে বন্দর উপজেলার মনদপুরের একটি গোডাউনে অভিযান চালিয়ে মজুদ করা ১২শ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

    গতকাল ২৯ এপ্রিল বুধবার রাত ১১টার দিকে মনদপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

    জানা গেছে মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূইয়া গোডাউনটিতে এসব চাল মজুদ করেছেন। অভিযানের সময় চালগুলোর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় চালগুলো তাৎক্ষনিক জব্দ করা হয়।

    তাছাড়া গোডাউনটি সিলগালা করা হয়েছে জানিয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। অভিযানে মোট ১২শ’ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি।

    তবে এই চাল তারা ত্রাণ দেয়ার উদ্দেশে মজুদ করা হয়েছে দাবি করছে চালের মালিক ও গোডাউনে থাকা লোকজন। কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে চালগুলো ফেরত দেওয়া হবে অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

    বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, চাল মজুদের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহি কর্মকর্তা থানা পুলিশকে সাথে নিয়ে সেখানে অভিযানে যান।

    পরে গুদামে ১২শ’ বস্তা চাল মজুদ পেয়ে এর মালিক যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়ার কাছে চালের কাগজপত্র দেখতে চান ইউএনও। কিন্তু তিনি কাগজপত্র দেখাতে পারেনি। তাই ইউএনও চালের গুদামটি সীলগালা করেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি