Tag: বস্ত্রবিহীন

  • ফটিকছড়ির ভূজপুরে বস্ত্রবিহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    ফটিকছড়ির ভূজপুরে বস্ত্রবিহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ওমর কাজী বাড়ীর সংলগ্ন এলাকা থেকে বস্ত্রবিহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে স্থানীয়দের তথ্যমতে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ লাশটি উদ্ধার করে।

    এলাকাবাসীরা জানান, উপজেলার হারুয়ালছড়ি ইউপির ওমর কাজীর বাড়ির সামনে কে বা কারা রাতের কোনো এক সময় এই অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে যায়। সকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

    এ ব্যাপারে ভূজপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে হারুয়ালছড়ি এলাকা থেকে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির লাশটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি।

    তিনি বলেন, এলাকাবাসীরা কেউ তাকে চেনেন না। তার গায়ের রং কালো। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বললেন এ পুলিশ কর্মকর্তা।