Tag: বহিরাগত

  • চবি’র হলে বহিরাগত যুবককে আটকে নির্যাতনের চেষ্টা : ৩ বহিরাগত আটক

    চবি’র হলে বহিরাগত যুবককে আটকে নির্যাতনের চেষ্টা : ৩ বহিরাগত আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র সোহরাওয়ার্দী হলের ১০৪ নম্বর কক্ষটিতে ২ বহিরাগত যুবককে আটকে রেখে নির্যাতনের চেষ্টা চালিয়েছে অপর এক বহিরাগত যুবক। এমন খবর পেয়ে বুধবার রাতে কক্ষটিতে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    এসময় নির্যাতনকারী বহিরাগত যুবক আসাদ পালিয়ে গেলেও নির্যাতনের শিকার দুই যুবক মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নাসিমকে উদ্ধার করে প্রশাসন। এসময় ইয়াসিন আরাফাত নামে আরো এক বহিরাগতকে ওই কক্ষ থেকে আটক করা হয়। পরে তিনজনকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশরাফ খান শুভর বন্ধু আসাদ কয়েকদিন ধরে সোহরাওয়ার্দী হলের ১০৪ কক্ষে অবস্থান করছিলো। অবস্থানকালে ওই কক্ষে আয়াজ ও নাসিম নামে অপর দুই বহিরাগত যুবককে আটকে রেখে চাঁদা দাবিতে তাদের নির্যাতনের চেষ্টা চালায়।

    বিশ্ববিদ্যালয় প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে ওই কক্ষে বুধবার রাতে অভিযান চালিয়ে আয়াজ ও নাসিমকে উদ্ধার করে। এসময় একই কক্ষে ইয়াসিন আরাফাত নামে আরো এক বহিরাগত যুবককে পাওয়া যায়। সে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সম্রাট শিকদারের অতিথি হিসেবে ওই কক্ষে অবস্থান করছিলেন।

    তবে কক্ষটিতে দুই যুবককে আটকে রেখে নির্যাতনের চেষ্টা করা আসাদকে পাওয়া যায়নি। সে অভিযানের খবর পেয়ে কৌশলে পালিয়ে গেছে বলে চবি সূত্রে জানিয়েছে।

    ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, বহিরাগত কয়েকজন যুবক চবির সোহরাওয়ার্দী হলের ১০৪ কক্ষে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বুধবার রাত ৮টার সময় কক্ষটি পরিদর্শণে যায়। এসময় কক্ষটিতে অবস্থান করা তিন বহিরাগত যুবককে আটক করে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদ নামে অপর এক বহিরাগত আয়াজ ও নাসিমকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবিতে নির্যাতনের চেষ্টা চালিয়েছে।

    পরে দুজনকে উদ্ধার করে একই কক্ষে অবস্থা করা অপর যুবক ইয়াসিনসহ তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়। বহিরাগতদের আশ্রয় দেয়া শিক্ষার্থীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে হলে অবৈধভাবে বসবাসরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

  • সীতাকুণ্ডে অস্ত্রসহ বহিরাগত ৫ যুবক আটক, মাইক্রোবাস ভাংচুর

    সীতাকুণ্ডে অস্ত্রসহ বহিরাগত ৫ যুবক আটক, মাইক্রোবাস ভাংচুর

    সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাউন্সিলে আসা ৫জন বহিরাগত সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

    আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার মাদামবিবির হাট এলাকায় এঘটনা ঘটে। এসময় বহিরাগত সন্ত্রাসীদের ব্যবহৃত মাইক্রোবাসটি ভাংচুর করে স্থানীয় এলাকাবাসীরা।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি দা উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত ক্ষতিগ্রস্থ মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।

    আটককৃতরা হলেন, উপজেলার মাদাম বিবিরহাটের খাদেমপাড়া মো. রফিকের ছেলে আব্দুল নুর, নগরীর রাহাত্তারপুল মাজার গেইট এলাকার নুর আলমের ছেলে মো. মিজান, পটিয়ার বাসিন্দা তপনের ছেলে মো. টিপু, দোহাজারীর কাগোরিয়ার ইসমাইলের ছেলে মো. রেদোয়ান ও কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকার নাছিরের ছেলে মো. হেলাল।

    জানা যয়, ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলে সাইফুল ইসলাম রনি, মো. মুসলিম ও মো. হারুন সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ধীতা করেন। বিকাল ৫ টায় ভোট গ্রহণের কথা থাকলেও মাইক্রোবাসে করে সন্ত্রাসীরা ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ হয়।

    পরে গাড়িটি তল্লাশী করলে সেখানে অস্ত্রসহ কয়েকজন বহিরাগতকে দেখতে পাই। পরে তাদের আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। কিন্তু এর আগেই উত্তেজিত জনতা বহিরাগতদের বহনকৃত গাড়িটি ভাংচুর করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। ফলে নির্বাচন পন্ড হয়ে যায়।

    এবিষয়ে জানতে চাইলে সেক্রেটারী প্রার্থী সাইফুল ইসলাম রনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নির্বাচনে প্রভাব খাটানোর জন্য মুসলিম স্বাধীনতা ৭১ ক্লাবের পক্ষে বাহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আসে।

    মো. মুসলিমের কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সন্ত্রাসীদের বিষয়ে আমি কিছুই জানিনা, আমি স্বাধীনতা ৭১ ক্লাবের সাথে জড়িতও নয়।

    এবিষয়ে জানতে চাইলে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজীম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আজ ২ নং ওয়ার্ডের কাউন্সিল হওয়ার কথা ছিল কিন্তু এলাকায় অস্ত্র নিয়ে কিছু বহিরাগত এসে একটা বিশৃংখলা ঘটাতে চেয়েছিল তাই কাউন্সিল স্থগিত করা হয়েছে।

    সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ খান মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মাদামবিবিরহাটে একটা মাইক্রো বাসে করে কয়েকজন বহিরাগত যুবক আসলে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে, তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি দা উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়।