Tag: বাঁশখালী

  • বাঁশখালীতে আহমদিয়া গাউছিয়া সুন্নী সংস্থার উদ্যোগে ৪৪তম ২দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত

    বাঁশখালীতে আহমদিয়া গাউছিয়া সুন্নী সংস্থার উদ্যোগে ৪৪তম ২দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত

    নবী প্রেমই আল্লাহকে প্রাপ্তির পূর্ব শর্ত এ স্লোগানকে সামনে রেখে বাঁশখালী আহমদিয়া গাউছিয়া সুন্নী সংস্থার উদ্যোগে চুনতী বাজার আল্লামা গাজী শেরে বাংলা রহঃ সৃতি সংসদের ব্যাবস্হপনায় ৪৪তম ২দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশাল সুন্নী সম্মেলন ১২ ও ১৩ জানুয়ারি শুক্র-শনিবার চুনতী বাজার পশ্চিম কূল ময়দানে পীরে তরিকত আল্লামা শাহ আলম নইমী আশরাফী রজভী (মু.জি.আ.) এর ছদারতে মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

    এতে পবিত্র খতমে কুরআন, খতমে গাউছিয়া,দাওয়াতে খায়ের ও ফ্রী খতনা শেষে বক্তারা বিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।

    এতে বক্তব্য রাখেন মাওলানা আবুল কাসেম নূরী, মুফতি গোলাম কিবরিয়া আল কাদেরী, মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা শহিদুল্লাহ বাহাদুর, মুফতি নেচার উদ্দিন মুনীরি আল কাদেরী, মাওলানা আবদুর রহমান রেজভী, মাওলানা আমির হোসেন আলকাদেরী প্রমুখ।

  • মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল

    মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল

    চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। রবিবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে থানায় বসে বাঁশখালী থানার ওসিকে মোস্তাফিজুরের ধমকানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ভোটে বিশৃঙ্খলার অভিযোগে আটক কর্মীকে ছাড়াতে গিয়ে ওসিকে হুমকি-ধমকি দেন নানাকাণ্ডে বিতর্কিত এই এমপি।

    ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তাঁর প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগেও, এই প্রার্থী একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন।

    এ বিষয়ে জানতে চাইলে ‘কিছু জানেন না’ বলে জানিয়েছেন নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।

  • বিদেশের মাটিতে বাঁশখালী’র রেমিট্যান্স যোদ্ধা যখন পুড়ে অঙ্গার!!!

    বিদেশের মাটিতে বাঁশখালী’র রেমিট্যান্স যোদ্ধা যখন পুড়ে অঙ্গার!!!

    মোজাম্বিক বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। চুরি ডাকাতি বাঙ্গালীদের প্রতি কালো জাতির আচরণ দিন দিন খারাপের দিকে যাচ্ছে যা বাংলাদেশীদের দুচিন্তা বাড়াচ্ছে বলে জানিয়েছেন এক প্রবাসী। অন্যদিকে মোজাম্বিকে প্রতিনিয়ত বাঙ্গালী বেড়ে যাচ্ছে যার কারণে বাংলাদেশীরা ও আগের মত ব্যবসা বাণিজ্য করে সুযোগ সুবিধা করতে পারতেছে না। আগে যেখানে দুইটা বাঙ্গালী ব্যবসা প্রতিষ্ঠান ছিলো সেখানে হয়ে গেছে ১০ থেকে ১৫ টি বাঙ্গালির ব্যবসা প্রতিষ্ঠান যার কারণে এক বাঙ্গালি আরেক বাঙ্গালি কে বিভিন্নভাবে হয়রানি বা কালো জাতি দিয়ে চুরি ডাকাতি এমন কি হত্যাও করার অভিযোগ রয়েছে। ডাকাত গুলো টাকা পাওয়ার পরেও নির্মমভাবে হাত পা বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার মত একটা ঘটনা গতকাল রাতে ঘটল। এটি দেখে পুরো বাঙ্গালী সমাজের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    মোজাম্বিক প্রবাসী মুজিব জানায়, একটা মানুষের টাকা পয়সা সব নিয়ে যাওয়ার পরে কি ভাবে আগুন দিয়ে একটা এই রকম নির্মম ভাবে হত্যা করতে পারে আল্লাহ ভালো জানে। এটা আমি কিছুতেই মানতে পারতেছি না। একজন বাংলাদেশীকে বিদেশের মাটিতে এইভাবে নির্মম ভাবে আগুনে পুড়ে হত্যা করা দেখে আমরা মোজাম্বিক প্রবাসীরা দিন দিন আতঙ্কিত হচ্ছি। আসলে মোজাম্বিকে অবস্থানরত বাংলাদেশীদের অনেক দিক দিয়ে সতর্ক হয়ে চলতে হবে এখন থেকে। নাইলে এই রকম ঘটনা আরও ঘটাবে। যাদের সিটিতে বা গ্রামে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্রধারি সিকিউরিটি গার্ড রাখতে হবে। সব সিটি বা গ্রামে সকল বাংলাদেশীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে এই সব ঘটনা থেকে পরিত্রাণ পাবো। আমি বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে শহিদ ফজল কাদের এর নির্মম হত্যাকান্ড ও অকাল মৃত্যুতে গভীর শোকা প্রকাশ করছি এবং তার শোকাতহ পরিবারকে আল্লাহ ধর্য্যধারণ ক্ষমতা দান করুক।

    অন্য দিকে শোক প্রকাশ করেছেন মোজাম্বিকে ইয়াম্বানি প্রভিন্সিয়া মামবনি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নিহত ফজল কাদেরের প্রতি। এই ভাবে বাংলাদেশীকে ডাকাতে হাত পা বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি।

    খবর নিয়ে জানা যায় গতকাল রাতে এক দল ডাকাত ফজল কাদের দোকানে টাকা পয়সা সহ দামি সব মালামল নিয়ে যাওয়ার সময় ফজল কাদেরকে দোকানের ভিতর হাত পা বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে।

    নিহত ফজল কাদের চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কবির আহমেদের ছেলে।

  • অতিরিক্ত মুনাফায় পেঁয়াজ বিক্রি করায় বাঁশখালীতে ৭ দোকানির জরিমানা

    অতিরিক্ত মুনাফায় পেঁয়াজ বিক্রি করায় বাঁশখালীতে ৭ দোকানির জরিমানা

    অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে বাঁশখালীতে সাত দোকানিকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (১১ ডিসেম্বর) বিকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে টাইম বাজার, চাম্বল ও প্রেম এ অভিযান পরিচালনা করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ক্রয়মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইনে মূল্যতালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

  • চট্টগ্রামে তিন উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রামে তিন উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

    চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া উপজেলাকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এদিন প্রধানমন্ত্রী চট্টগ্রামের ৯টি প্রতিষ্ঠানের ১৫টি প্রকল্পের উদ্বোধন করবেন।

    ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করবেন।
    ৪র্থ পর্যায়ে রাঙ্গুনিয়া উপজেলায় ৮৬টি, ৫ম পর্যায়ে চন্দনাইশে ৩৫টি, বাঁশখালীতে ৪৬টি ও চন্দনাইশ উপজেলায় জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে ১০০টি পরিবারসহ মোট ২৬৭টি পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।

    এর আগে চট্টগ্রাম জেলায় ৮টি উপজেলা পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া, রাউজান, বোয়ালখালী, আনোয়ারা এবং হাটহাজারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, সীতাকুন্ড, মীরসরাই এবং চন্দনাইশ উপজেলা ছাড়া বাকি ১১টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে।

    ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১ম পর্যায়ে ১ হাজার ৪৪৪টি, ২য় পর্যায়ে ৬৪৯টি, ৩য় পর্যায়ে ১৬২টি, ৪র্থ পর্যায়ে ১ হাজার ১৩৭টি, ৪র্থ পর্যায়ের অবশিষ্ট ৮৬টি, ৫ম পর্যায়ে ৮১টি ও জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণ ১০০টি পরিবারসহ মোট ৫ হাজার ৪৫৯টি ঘর বরাদ্দ দেওয়া হয়।

  • বাঁশখালীতে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

    বাঁশখালীতে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

    চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি গ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

    আজ ১৫ অক্টোবর রোববার পরিচালিত অভিযানে দীর্ঘদিন যাবত আইন অমান্য করে পাহাড়ের পাদদেশে পাহাড়ের গাছ ও মাটি কেটে ব্যবসা পরিচালনা করার অপরাধে ‘মেসার্স ওয়ান ষ্টার ব্রিকস ম্যানুফ্যাকচারিং’ নামক ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একইসাথে ‘মেসার্স চৌধুরী ব্রিকস ওয়ার্কস’ নামক একটি ইটভাটা ভেঙে গুড়িঁয়ে দেয়া হয়।

    অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন। অভিযানকালে জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

    এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, যারা আইন অমান্য করে পাহাড় ও গাছপালা কেটে ইটভাটা ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ অভিযান চলমান থাকবে।

  • অস্ত্র হাতে মিছিলের নেতৃত্বে এমপি মোস্তাফিজ, তদন্তে নেমেছে পুলিশ

    অস্ত্র হাতে মিছিলের নেতৃত্বে এমপি মোস্তাফিজ, তদন্তে নেমেছে পুলিশ

    পিস্তল হাতে মিছিলের নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের বিশেষ শাখাকে (ডিএসবি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

    মঙ্গলবার (২৩ মে) গণমাধ্যমকে জেলা পুলিশ সুপার এ তথ্য জানান।

    তিনি বলেন, অস্ত্র হাতে এমপির মিছিলে নেতৃত্ব দেওয়ার ছবিটি পেয়েছি। অস্ত্রটি বৈধ নাকি অবৈধ এবং কেন প্রদর্শন করেছেন- এসব প্রশ্নের খোঁজ নিতে ডিএসবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা তদন্ত করে জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, এসপির নির্দেশনায় কাজ শুরু হয়েছে। ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

    জানা গেছে, সোমবার (২২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি সেখানে এসে শেষ হয়। পিস্তল হাতে মিছিলের নেতৃত্ব দেন এমপি মোস্তাফিজ। পিস্তল হাতে মিছিলের নেতৃত্ব দেওয়ার ছবি ও ভিডিও রাতেই ফেসবুকে ভাইরাল হয়।

    ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এমপি মোস্তাফিজুর। সেসময় তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, তিনি বিশ্বের নেত্রী। তাকে বিএনপির এক নেতা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। তাই আর শান্তি নয়, আমরা এবার বিএনপিকে প্রতিরোধ করব। রাস্তায় পেলে আমরা তাদের ছাড় দেব না। বিএনপিকে বলতে চাই, তোমরা আগুন সন্ত্রাস করলে আমরা তোমাদের বের হতে দেব না।

    ভিডিও ভাইরালের পর ব্যাগ থেকে পিস্তল বের করা প্রসঙ্গে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রীকে মারবে আমরা কি চেয়ে থাকব? এটা কী জন্য নেওয়া হয়েছে? বিপদের সময় ব্যবহার করার জন্য এটা (পিস্তল) নেওয়া হয়েছে। নিজের নিরাপত্তার জন্য লাইসেন্স করা পিস্তল নেওয়া হয়েছে।

    এর আগে নিজের গাড়িতে বসে এমপি মোস্তাফিজুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালাগালি করার একটি ভিডিও ফেসবুক-ইউটিউবে ভাইরাল হয়েছিল।

  • এস আলম পাওয়ার প্লান্টে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ২ শ্রমিক

    এস আলম পাওয়ার প্লান্টে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ২ শ্রমিক

    বাঁশখালী উপজেলার গন্ডামারায় এস আলম গ্রুপের নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রর পাওয়ার প্লান্টে তেলের ড্রাম বিষ্ফোরণে ২ জন শ্রমিক আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত দু’জন হলেন-শাহাদাত হোসেন (২২) ও ইমাম উদ্দিন (৩০)।

    চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর বলেন, বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের আমরা বিষয়টি শুনেছি। তবে বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    স্থানীয়রা জানান, আজ শনিবার বিকালে গন্ডামারা এস আলম পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়।

    বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আরমান চৌধুরী বলেন, আহতদের মধ্যে ইমামের পা ভেঙ্গে গেছে। শাহাদতের একটি হাত প্রায় বিচ্ছিন্ন এবং তার অবস্থা আশঙ্কাজনক। আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

  • বাঁশখালীতে ভোট কেন্দ্রের পাশের মাঠ থেকে বন্দুক উদ্ধার

    বাঁশখালীতে ভোট কেন্দ্রের পাশের মাঠ থেকে বন্দুক উদ্ধার

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের এক নম্বর ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের একটি মাঠ থেকে বন্দুক উদ্ধার করেছে র‍্যাব।

    বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রের পাশের লবন মাঠে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়।

    র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, সকাল সাড়ে ১১টার দিকে এক নম্বর ছেলবন কেন্দ্রের পাশের মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক ও কিছু লাঠিসোঁটা পাওয়া গেছে। কারা এসব অস্ত্র রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

    বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন চলছে। নির্বাচনে শান্তি বজায় রাখতে সকাল থেকেই র‍্যাব মাঠে কাজ করছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

    আজ সকাল থেকেই চট্টগ্রামের বাঁশখালীর ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এছাড়াও আনেয়ারার পরৈকোড়া, পটিয়ার ছনহারা, কর্ণফুলীর চর পাথরঘাটা, ফটিকছড়ির ভুজপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

    বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বাঁশখালীর প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

  • শিক্ষানুরাগী অধ্যাপক এসএম আইয়ুব সংবর্ধিত

    শিক্ষানুরাগী অধ্যাপক এসএম আইয়ুব সংবর্ধিত

    কোন কোন মানুষ তার বৃত্তের বাইরেও সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার তাগিদে কাজ করে যায় মানুষের জন্য সমাজের জন্য। সৎ কর্ম ও সেবার মানসিকতা মনে এনে দেয় শান্তি ও তৃপ্তি। তাই মানুষকে ভালোবেসে সমাজের জন্য নিরন্তর কাজ করাকেই তারা ব্রত হিসেবে গ্রহণ করে নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার মাঝেও।

    অধ্যাপক এসএম আইয়ুব এমনি এক কর্মপরায়ন ও সেবা এবং শিক্ষানুরাগী যে তার নিজ এলাকায় বঞ্চিত ও পশ্চাদপদ মানুষের জন্য গত এক যুগ ধরে কাজ করে চলেছেন। মূলত একজন কলেজ শিক্ষক হলেও তিনি রোজগারের একটি বড় অংশ ব্যয় করেছেন তার নিজ এলাকা কাথারিয়ার হত দরিদ্র শিক্ষা বঞ্চিত মানুষের জন্য। তার এলাকায় একটি প্রথিমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তার জিবনের সমস্থ উপাজর্ন শ্রম ও মেধা দিয়ে। যুক্ত হয়েছেন নানামূখি সেবামুলক কর্মকান্ডের সাথে । নগরীর হাজেরা তুজ কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের কৃতি এ শিক্ষক যেন শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মহান কাজকে জীবনের ব্রত হিসেবে গ্রহন করেছেন । এলাকায় কাজ করতে গ্রাম্য নোংরা রাজনীতি এবং ঈর্ষা ও হিংসার কবলে পড়েছেন বহুবার । তবুও থেমে থাকেননি। তাই এলাকার মানুষ তাকে যথাযথ সম্মান দিতেও ভুল করেনি।

    গত ৬ মার্চ এলাকাবাসীর উদ্যোগে তারই প্রতিষ্ঠিত বাশঁখালীর কাথারিয়া বাগমারা মাষ্টার আবু আহমেদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধিত করা হয়।

    সংবর্ধনা সভায় ইউনুস তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বাকশিস সভাপতি ও হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ দবির উদ্দিন খান।

    সংবর্ধিত হয়ে অধ্যাপক এস এম আইয়ুব বলেন “আমি জনপ্রতিনিধি হতে চাইনা আমি আপনাদের মনোপ্রতিনিধি হতে চাই।আপনাদের ভালোবাসা চাই।”

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুজিবুল হক চৌধুরী, বাশঁখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুখ আহমদ, বাশঁখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জমির উদ্দিন নেছারী।ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরিফী, কাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইবনে আমিন, প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া, সরল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবছার উদ্দীন চৌধুরী ঝান্টু, সাবেক ছাত্র নেতা গাজী জাহেদ আকবর জেবু, ব্যাংক কর্মকর্তা কবি নুর মোহাম্মদ, পৌর কৃষকলীগের সভাপতি মানিকুল আলম মানিক

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেজামুল হক চৌধুরী,মনিরুল মন্নান, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আলী আকবর, আকতার হোসেন,মাহমুদুল ইসলাম, মৌলানা নুরুল হক,জয়নাল আবেদিন, মনিরুলহাসান প্রমুখ।

    এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি এলাকায় দুটো রাস্তা ব্রিক সলিন, মাস্টার আবু আহমদ সপ্রাবি কে চারতলা ভবনে উন্নীত করন এবং আব্বাস আলী মসজিদের জন্য দশ হাজার টাকার দেয়ার ঘোষণা দেন।

     

  • বাঁশখালীর পালেগ্রাম মন্দির ও গীতা বিদ্যাপীঠের পরিচালনা পরিষদ গঠিত

    বাঁশখালীর পালেগ্রাম মন্দির ও গীতা বিদ্যাপীঠের পরিচালনা পরিষদ গঠিত

    চট্টগ্রাম ডেস্ক : বাঁশখালীর ঐতিহ্যবাহী পালেগ্রাম শ্রী শ্রী ক্ষেত্রপাল মন্দির ও গীতা বিদ্যাপীঠের নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে।

    নবগঠিত কমিটিতে সভাপতি পদে সুরনজিত নাথ লিটন, সাধারণ সম্পাদক পদে শিমুল নাথ তারন ও অর্থ সম্পাদক পদে ডা. বিমল সুশীল নির্বাচিত হয়েছেন।

    এ উপলক্ষে গত ১২ মার্চ বাঁশখালীর ঐতিহ্যবাহী পালেগ্রাম শ্রী শ্রী ক্ষেত্রপাল মন্দির ও গীতা বিদ্যাপীঠের উপদেষ্টা শিবু রঞ্জন নাথের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রাক্তণ পরিচালনা পরিষদের সাতজন উপদেষ্টা ও এলাকার গন্যমান্য ব্যক্তি মিলে ভোটের মাধ্যমে তিন বছরের (২০২১ থেকে ২০২৩ ইংরেজি পর্যন্ত) জন্য নতুন পরিচালনা পরিষদ নির্বাচন করা হয়।

    মন্দিরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

    ২৪ ঘন্টা/আর এস

  • বাঁশখালীতে অস্ত্র তুলে দিয়ে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ

    বাঁশখালীতে অস্ত্র তুলে দিয়ে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র তুলে দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চলের ৩৪ জন জলদস্যু আত্মসমর্পন করেছেন।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রামের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বেলা সাড়ে ১২টার দিকে তারা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের সময় তারা নিজেদের ব্যবহৃত দেশি-বিদেশি ৯০টি অস্ত্র ও ২ হাজার ৫৬ রাউন্ড গুলি ও কার্তুজ জমা দেন।

    হত্যা ও ধর্ষণ মামলা ছাড়া এসব জলদস্যুদের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলা আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে র‍্যাব। এ সময় জলদস্যুরা অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

    র‍্যাব জানায়, যারা আত্মসমর্পন করেছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে র‌্যাবের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে। যারা এখনো আত্মসমর্পণ করেননি তাদের আইনের আওতায় আনতে র‌্যাবের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

    আত্মসমর্পণকারী জলদস্যুরা হচ্ছেন, বাইশ্যা বাহিনীর আব্দুল হাকিম ওরফে বাইশ্যা ডাকাত (৫২), আহামদ উল্লাহ (৪২) ও আব্দুল গফুর ওরফে গফুর (৪৭)। ফুতুক বাহিনীর দিদারুল ইসলাম ওরফে পুতিক্যা (৩২), জসিম উদ্দিন (২৬) ও মিজানুর রহমান (২৩)। খলিল বাহিনীর আব্দুর রহিম (৬৪) ও মাহমুদ আলী প্রকাশ ভেট্টা।

    বাদল বাহিনীর ওবায়দুল্লাহ (৩৬), রমিজ বাহিনীর ইউনুছ (৫৬), দিদার বাহিনীর তৌহিদ ইসলাম (৩৪), বাদশা বাহিনীর নিজাম উদ্দিন ভান্ডারী, ইউনুস (৫১), কামাল উদ্দিন (৪৭), কাদের বাহিনীর আব্দু শুক্কুর (২৮)।

    জিয়া বাহিনীর সাহাদাত হোসেন দোয়েল (৪১), পারভেজ (৩৩), নাছির বাহিনীর নাছির (৫১), আমির হোসেন (৪৮), সাকের (৪০)। কালাবদা বাহিনীর সেলিম বাদশা (৩৪), আব্দুল গফুর ওরফে গফুর, আবু বক্কর সিদ্দিক (৩১), মামুন মিয়া (২৭)।

    অন্যান্য দস্যুবাহিনীর আবু বক্কর সিদ্দিক ওরফে বাইশ্যা (২৯), বেলাল মিয়া (৩০), আব্দুল হাকিম ওরফে বাককু (৩৫), রশিদ মিয়া (৩৬), ইসমাইল (২৪), শাবউদ্দিন ওরফে টুন্নু (৩২), ফেরদৌস (৫২), রেজাউল করিম (৪০), ইউনুচ (৪২) ও মন্জুর আলম (৪২)।

    গত কয়েকবছরে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানের ফলে কোনঠাসা হয়ে পড়ে জলদস্যুরা। টিকতে না পেরে তারা বেছে নিতে শুরু করে আত্নসমর্পণের পথ।

    ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত র‍্যাব চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪৮ জন জলদস্যুকে আটক করে। তাদের থেকে ৭৯৭টি আগ্নেয়াস্ত্র এবং ৮৮৪২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও ২০১৮ সালে ৪৩ জন জলদস্যু র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে।

    ২৪ ঘণ্টা/রিহাম