Tag: বাংলাদেশি

  • উহান থেকে দিল্লিতে ২৩ বাংলাদেশি

    উহান থেকে দিল্লিতে ২৩ বাংলাদেশি

    প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে চীনের উহানে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ২৩ জন ভারতে পৌঁছেছেন। ফ্লাইট জটিলতার কারণে এসব শিক্ষার্থীকে সরাসরি দেশে আনা যায়নি। তাই ভারতের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিষয়টি সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এই তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, আজ তারা উহান থেকে ভারতের দিল্লীতে পৌঁছেছেন। করোনাভাইরাস সংক্রামক হওয়া এবং তাতে আক্রান্ত ব্যক্তির উপসর্গ দেখা দিতে ১৪ দিন প্রয়োজন হয়। তাই দিল্লি থেকে ৪০ কিলোমিটার দূরে তারা সবাই ২ সপ্তাহ ‘কোয়ারেন্টাইনে’ থাকবে। এরপর তারা বাংলাদেশে আসবে।

    এর আগে করোনাভাইরাসের কারণে চীনের হুবেই প্রদেশের উহান থেকে আটকে পড়া ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

    করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাওয়ার পর চীনে বসবাসরত মানুষের মাঝে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় উহান শহরটিকে অবরুদ্ধ করে দেয় চীন।

    পরিপ্রেক্ষিতে, চীনের হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী সেখানে অবরুদ্ধ হয়ে পড়লে চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা দেশে ফেরার জন্য সরকারের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করেন।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ‘রেসকিউ ফেরি ফ্লাইট বিজি-৭০০২’ ২ ফেব্রুয়ারি ৩১২ জন বাংলাদেশিকে ফেরত আনে। এরপর আটকে পড়া বাকীদের আনতে ফ্লাইট মেলানো যাচ্ছিলো না। পরে ভারতের সাথে আলাপ করে কিছু বাংলাদেশী শিক্ষার্থীকে আনা হয়।

  • আরব আমিরাতে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

    আরব আমিরাতে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

    সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ আরও দুই বাসিন্দা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

    শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ ও আল-আরাবিয়াহর খবরে এমন তথ্য জানিয়েছে।

    দুই রোগীর মধ্যে একজন ফিলিপিন্স থেকে এসেছেন। তার বয়স ৩৪। আর ৩৯ বছর বয়সী আরেকজন বাংলাদেশি।

    সম্প্রতি তারা চীনা করোনারোগীর সরাসরি সংস্পর্শে ছিলেন। তাদের দুজনের অবস্থায় স্থিতিশীল বলে জানিয়েছে আরব আমিরাত।

    গত সপ্তাহে দেশটিতে তিন করোনাভাইরাস রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল স্বাস্থ্য রেগুলেশনসের প্রধান ডা. ফাতিমা আত্তার বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান বজায় রেখেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

    আমিরাত জানায়, করোনাভাইরাস রোগীর সরাসরি সংস্পর্শে আসা প্রত্যেককেই পরীক্ষা করে দেখা হবে। এখানে করোনাভাইরাস মহামারী আকারে আসবে না।

  • সিঙ্গাপুরে করোনা আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

    সিঙ্গাপুরে করোনা আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

    সিঙ্গাপুরে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সংস্কার নিয়ে এক অধিবেশন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষনান টেলিফোন করে জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্ত এই বাংলাদেশি নাগরিকের ওষুধে কোনো কাজ করছে না।

    তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় থাকা এ বাংলাদেশি নাগরিকের বয়স ৩৯ বছর। তবে তার নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।
    ড. মোমেন বলেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আক্রান্ত বাংলাদেশিদের সব সময় তারা খোঁজ রাখছেন।

  • সৌদি থেকে আরও ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

    সৌদি থেকে আরও ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

    সৌদি আরব থেকে আরও ১৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাত ১২ টা ১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্স (এসভি-৮০২) বিমানযোগে তারা দেশে ফেরেন। এ নিয়ে গত দেড়মাসে সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি সৌদি আরব থেকে ফিরলেন।

    প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বরাবরের মতো গতকালও ফেরত আসাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে জরুরী সহায়তা প্রদান করা হয়।

    গতকাল ফেরাদের একজন মোঃ শহিদুল ইসলাম জানান, মাত্র তিন মাস আগে তিন লাখ টাকা খরচ করে ড্রাইভিং কাজে গিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু কোন কারণ ছাড়াই তাকেও দেশে ফিরতে হয়েছে শূন্য হাতে।

    মাত্র আট মাসের মাথায় নরসিংদীর শিবপুর উপজেলার একই গ্রামের দুই যুবক বিজয় মিয়া ও নাজির উদ্দিন দেশে ফিরেছেন। তারা বলেন তিন লাখ করে টাকা খরচ করে ড্রাইভিং ভিসাতে যাওয়ার পর সেখানে নিয়োগকর্তা তাদের আকামা করেনি। পুলিশ ধরলে তারা নিয়োগকর্তার সাথে যোগাযোগ করলে তাদের কোর দায়িত্ব নেয়নি নিয়োগকর্তা।

    যাওয়ার নয় মাসের মধ্যে দেশে ফিরে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার আল-আমিন, নোয়াখালীর শাহজাহান,চাঁদপুরের আমিনুল, নারায়ণগঞ্জের হোসেন আলী, মৌলভীবাজারের পারভেজ মিয়া, সাতক্ষিরার ওবায়দুল্লাহ।

    ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, গত দেড়মাসে সৌদি আরব থেকে সাড়ে পাঁচ হাজার প্রবাসী ফিরেছেন যাদের অনেককেই যাওয়ার তিন মাস থেকে এক বছরের মধ্যে ফিরতে হয়েছে। গতকাল রাতে দুজন বলছিলেন তারা তিন লাখ করে টাকা খরচ করে সেখানে গিয়েছিলেন। কিন্তু নিয়োগকর্তা তাদের আকামাই করেনি। পুলিশ ধরলে তারা নিয়োগকর্তার সাথে যোগাযোগ করলে তাদের কোর দায়িত্ব নেয়নি। প্রশ্ন হলো কারা তাহলে সৌদি আরব পাঠালো। এই ধরনের প্রতারণা বন্ধ হওয়া উচিত।

    প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে তিন হাজার ৬৩৫ জন এবং ফেব্রুয়ারিতে এক হাজার ৯৫৯ জন সৌদি আরব থেকে ফিরে এসেছেন। এদের মধ্যে অন্তত তিনশজন রয়েছেন নারী। আর প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী ২০১৯ সালে মোট ৬৪ হাজার ৬৩৮ কর্মী দেশে ফিরেছেন যাদের পরিচয় ডিপোর্টি। এদের মধ্যে ২৫ হাজার ৭৮৯ জনই ফিরেছেন সৌদি আরব থেকে।

    ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, ফেরত আসা এই প্রবাসীদের পাশে সরকারি ও বেসরকারি সংস্থা সবার সমন্বিতভাবে দাঁড়ানো উচিত। পাশাপাশি এভাবে যেন কাউকে শূন্য হাতে ফিরতে না হয় এবং প্রত্যেকে গিয়ে যেন কাজ পায় এবং কাজের মেয়াদ শেষে খরচের টাকাটা অন্তত তুলতে পারে সেটা নিশ্চিত করতে হবে। রিক্রুটিং এজেন্সি, দূতাবাস ও সরকার সবাই মিলে এই কাজটি করতে হবে।

  • সিঙ্গাপুরে আরো দুই বাংলাদেশি করোনা আক্রান্ত

    সিঙ্গাপুরে আরো দুই বাংলাদেশি করোনা আক্রান্ত

    সিঙ্গাপুরে নতুন করে আরও দুই বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তথ্যটি জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

    এর আগে আরো দুই বাংলাদেশির করেনা ভাইরাস আক্রান্ত শনাক্ত করা হয়। এদের মধ্যে প্রথম ব্যক্তি আইসিইউতে চিকিৎসাধীন। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, প্রথম যিনি শনাক্ত হয়েছিলেন, দ্বিতীয় শনাক্ত হওয়া ব্যক্তি তার সংস্পর্শেই ছিলেন।

    তিনি জানান, এই দুই রোগীর সংস্পর্শে ছিলেন এমন ১৯ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে সিঙ্গাপুর সরকার। এর মধ্যে ১০ জনই বাংলাদেশি।

    আইইডিসিআর’র পরিচালক বলেন, ওখানে কাজ করতেন ওখান থেকেই তারা আক্রান্ত হয়েছেন। ওখানে আরো কয়েকজন আক্রান্ত হয়েছে। এটা নিশ্চিত তারা সিঙ্গাপুর থেকেই আক্রান্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে যাদের কারো মধ্যেই করোনার উপস্থিতি নেই বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

    এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নতুন এ তথ্য দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।

  • আরো এক বাংলাদেশি সিঙ্গাপুরে করোনা আক্রান্ত

    আরো এক বাংলাদেশি সিঙ্গাপুরে করোনা আক্রান্ত

    চীনের উহানের উবেই থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আরো এক বাংলাদেশি শ্রমিক আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। তবে ভাইরাসে আক্রান্ত এ বাংলাদেশির চীন ভ্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি।

    মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) এক হালনাগাদ তথ্যে বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, এদিন সিঙ্গাপুরে নতুন করে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    এর মধ্যে একজন বাংলাদেশি শ্রমিক, অপরজন রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোসা ক্যাসিনোর কর্মচারী।

    এর আগে রবিবার সন্ধ্যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়- করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশি শনাক্ত হয়েছে সিঙ্গাপুরে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

    শুধু বলা হয়েছে, তিনি বাংলাদেশি শ্রমিক।
    উল্লেখ্য, এ নিয়ে সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে। এর মধ্যে ২৮ জন পুরুষ এবং ১৭ জন নারী।

  • আরব আমিরাতে বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা নিহত

    আরব আমিরাতে বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা নিহত

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি ভবনে কাজ করার সময় ছাদ ভেঙে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন মুহাম্মদ মহিউদ্দিন (৪৫) নামে বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা।

    ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা গ্রামের হারিজউদ্দিনের ছেলে তিনি। আমিরাতের আজমানে অবস্থানরত নিহত মহিউদ্দিনের বড় ছেলে জাহিদুল ইসলাম ও জাহিদুল ইসলামের খালাতো ভাই মোহাম্মদ আসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    জানা গেছে, আজমানের ফ্রি জোনের একটি একতলা ভবনের ছাদে পুরাতন প্লাস্টিকের ফাইবার শিট পরিবর্তন করে নতুন শিট লাগানোর জন্য কাজ করতে গেলে ছাদ ভেঙে ওই ভবনের ভেতরে পড়ে যান। ভবনটির দরজা বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা যায়নি।

    পরে সাথে থাকা লোকজন ওই ভবনের লোকদের খবর দিলে তারা এসে দরজা খুলে দেখতে পান তিনি মারা গেছেন। দু’ ছেলে ও এক মেয়ের জনক মহিউদ্দিন গত ৬ মাস আগে আমিরাতে আসেন এবং বিজনেস পার্টনার ভিসা লাগিয়ে কাজ করে আসছিলেন।

  • আমিরাতের বাংলাদেশি দুটি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু

    আমিরাতের বাংলাদেশি দুটি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : বাংলাদেশের মতো ঢাকা শিক্ষা বোর্ডের অধিনে পরিচালিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুটি স্কুলের এসএসসি পরীক্ষা শুরু।

    আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ও রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা চলে। এবার দুটি স্কুল থেকে মোট ৭০ জন পরিক্ষার্থী অংশ নিয়েছে।

    আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

    বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল রাস আল খাইমায় মোট পরীক্ষার্থী ৩৩ জন।

  • চীন থেকে দেশে ফিরছেন ৩৬১ বাংলাদেশি

    চীন থেকে দেশে ফিরছেন ৩৬১ বাংলাদেশি

    মরণঘাতি করোনাভাইরাস আক্রান্ত চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রাতে দেশে ফিরছে ৩৬১ বাংলাদেশি। এর মধ্যে ১৮ শিশুসহ ১৯টি পরিবার রয়েছে।

    আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

    এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেনে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

    স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে চীনের উহান থেকে শিক্ষার্থীসহ ৩৬১ জন বাংলাদেশে আসার জন্য রেজিস্ট্রেশন করেছে। গত রাতে চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে ক্লিলিয়ারেন্স দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    ফেরত আসাদের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা মোকবিলায় আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের চিকিৎসক এবং সাপোর্ট স্টাফরা প্রস্তুত। যারা ফেরত আসবেন তাদের ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে। এরমধ্যে কেউ আক্রান্ত হলে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

    স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যারা উহানের বাংলাদেশিদের ফেরত আনতে যাবেন তাদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

    বিমানে বাংলাদেশি দুজন চিকিৎসকও থাকবেন। ফেরত আনতে যাওয়া ব্যক্তিরা আসার পর তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

    বাংলাদেশে করোনা আক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কুর্মিটোলা হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন। তবে পরীক্ষা-নিরীক্ষার পর আসল অবস্থা জানা যাবে। বর্তমানে ওই ব্যক্তি কোয়ারেন্টাইন অবস্থায় রয়েছেন।

  • লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

    লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

    লিবিয়ার রাজধানী ত্রিপোলির এক বিস্কুট কারখানায় বিমান হামলায় পাঁচ বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

    সোমবার (১৮ নভেম্বর) দেশটির রাজধানী ত্রিপোলির দক্ষিণাঞ্চলের ওয়াদি আল-রাবি নামক এলাকায় বিমান হামলাটি চালানো হয়।

    এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে। সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত কারখানাটিতে হামলা চালানো হয়। শহরের যে কেন্দ্রে কয়েক মাস ধরে হামলা চলছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে।

    লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, এ হামলায় নিহত সাতজনের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক। এবং বাকি দুজন লিবিয়ার নাগরিক। নিহত প্রত্যেকেই ওই বিস্কুট কারখানার শ্রমিক। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

    আহত ১৫ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও আফ্রিকার আরেক দেশ নাইজারের নাগরিক।

  • সৌদি আরব থেকে ফিরলেন ২০০ বাংলাদেশি

    সৌদি আরব থেকে ফিরলেন ২০০ বাংলাদেশি

    সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের ধরপাকড় শুরু হওয়ায় দেশে ফিরছেন সৌদি প্রবাসীরা।

    কাজের বৈধ অনুমোদন (আকামা) থাকা সত্ত্বেও শুক্রবার (২৫ অক্টোবর) রাতে দুই শ’ বাংলাদেশিকে সৌদি থেকে বাংলাদেশে ফিরতে হয়েছে।

    ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে তারা বিমানযোগে দেশে ফেরেন। বারাবরের মতো এবারও দেশে ফেরা কর্মীদের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বিমানবন্দরে জরুরি খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য সহায়তা প্রদান করে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম।

    তিনি উল্লেখ করেন, চলতি বছর ১৬ হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরব থেকে ফেরত এসেছে। এর মধ্যে চলতি মাসেই ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহযোগিতায় ৮০৪ জন জনকে ব্র্যাক সহযোগিতা করেছে। এর মধ্যে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী এলেন গতকাল শুক্রবার।

    জানা যায়, সংসারে সচ্ছলতা আনতে মাত্র পাঁচ মাসে আগে বহু স্বপ্ন নিয়ে সৌদি আরব গিয়েছিলেন কুড়িগ্রামের আকমত আলী। কিন্তু তার সে স্বপ্ন এখন দুঃস্বপ্ন। তার অভিযোগ, আকামার মেয়াদ আরও ১০ মাস থাকলেও তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

    ফেরত আসা গোপালগঞ্জের ছেলে সম্রাট শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, আট মাসের আকামা ছিলো তার। নামাজ পড়ে বের হলে পুলিশ তাকে গ্রেফতার করে কোনো কিছু না দেখেই দেশে পাঠিয়ে দেয়।

    ফেরত আসা সাইফুল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জ। তার অভিযোগ, আকামার মেয়াদ দেখানোর পরেও তাকে দেশে পাঠানো হয়। সাইফুল বলেন সবে মাত্র নয় মাস আগে সৌদি গিয়েছিলেন, আকামার মেয়াদও ছিল ছয় মাস।

    চট্টগ্রাম জেলার আব্দুল্লাহ বলেন, আকামা তৈরির জন্য আট হাজার রিয়াল জমা দিয়েছেন কফিলকে কিন্তু পুলিশ গ্রেফতারের পর কফিল কোনো দায়িত্ব নেয়নি।

    এদিকে ব্রাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, ফেরত আসা কর্মীরা যেসব বর্ণনা দিচ্ছেন সেগুলো মার্মান্তিক। সাধারণ ফ্রি ভিসার নামে গিয়ে এক নিয়োগকর্তার বদলে আরেক জায়গায় কাজ করতে গিয়ে ধরা পড়লে অনেক লোক ফেরত আসতো। কিন্তু এবার অনেকেই বলছেন, তাদের আকামা থাকার পরেও ফেরত পাঠানো হচ্ছে।

    তিনি আরও বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোকেই এই দায় নিতে হবে। পাশাপাশি নতুন করে কেউ যেন গিয়ে এমন বিপদে না পড়ে সেটা নিশ্চিত করতে হবে।

  • অস্ট্রেলিয়ার শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশি তরুণ আশিক

    অস্ট্রেলিয়ার শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশি তরুণ আশিক

    অস্ট্রেলিয়ার শীর্ষ ৩৮ জন ‘তরুণ ধনী’র তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের নাগরিক আশিক আহমেদ। তার সম্পত্তির পরিমাণ ১৪৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৫০ কোটি টাকারও বেশি)। তিনি ‘ডেপুটি’ হিসাব রক্ষণাবেক্ষণকারী একটি সফটওয়্যারের প্রধান নির্বাহী (সিও) ও সহপ্রতিষ্ঠাতা।

    বৃহস্পতিবার দেশটির ব্যবসা ও অর্থ বিষয়ক দৈনিক ‘অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ’ দেশটির শীর্ষ ‘তরুণ ধনী’ দের তালিকা প্রকাশ করেছে। ৩৮জনের তালিকায় আশিক আহমেদের অবস্থান ২৫ নম্বরে।

    আশিক আহমেদ মাত্র ১৭ বছর বয়সে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। এরপর মেলবোর্নের একটি ফাস্ট ফুড চেইনে বার্গার ফ্লিপ করার কাজ শুরু করেছিলেন তিনি।

    কিন্তু আশিকের গণিত এবং বিজ্ঞানে আগ্রহী ছিলেন। পরবর্তীতে তিনি ২০০৮ সালে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে ‘ডেপুটি’ নামে একটি সফটওয়্যার তৈরি করেন। মূলত সফটওয়্যার এর ব্যবসা করেই ধনীর কাতারে পৌঁছান তিনি।

    শীর্ষ ‘তরুণ ধনী’র তালিকায় স্থান পাওয়ার বিষয়ে আশিক আহমেদ নিজের অনুভূতি সম্পর্কে বলেন, ‘‘এটা আমার জন্য দারুণ একটি ব্যাপার। আমি কখনোই শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্যে কাজ করিনি। বরং শুরু থেকেই অর্থের চেয়ে সমস্যার সমাধান করা আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল।’’

    অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এসবিএস নিউজকে এক সাক্ষাৎকারে আশিক বলেন, প্রথম দিকে আমি ঘণ্টাভিত্তিক বেতনে কাজ করতাম। সেসময় আমি দেখেছি, যারা ঘণ্টাভিত্তিক কাজ করেন, হিসাব রাখার ক্ষেত্রে তাদেরকে বেশ কিছু সমস্যায় পড়তে হয়। আবার মালিকপক্ষের যারা কাজের হিসাব রাখেন, তাদেরও বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যা সমাধান করা যায় কীভাবে সে বিষয়টি আমার মাথায় কাজ করতে থাকে। তখন গণিত, বিজ্ঞান ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা-চ্যালেঞ্জের সমন্বয়ে সমস্যা সমাধানের একটি গাণিতিক উপায় আমরা খুঁজে বের করার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত আমরা ‘ডেপুটি’ নামের এই সফটওয়্যারটি তৈরি করি।

    ‘ডেপুটি’ এমন একটি সফটওয়্যার যা ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মচারীদের কাজের সময়সূচি তৈরির পাশাপাশি বেতন প্রদানের হিসাবের রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ করে দেয়।

    বর্তমানে বিশ্বে ১ লাখ ৮৪ হাজার প্রতিষ্ঠান ‘ডেপুটি’ সফটওয়্যার ব্যবহার করছে। এদের মধ্যে নাসা ও কান্টাসের (অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় ও বড় এয়ারলাইন্স) নামও বিশেষভাবে উল্লেখযোগ্য।