Tag: বাংলাদেশী

  • সৌদিতে ব্রয়লার বিস্ফোরণে বাংলাদেশীসহ নিহত ৪

    সৌদিতে ব্রয়লার বিস্ফোরণে বাংলাদেশীসহ নিহত ৪

    সৌদি আরবের আল কাসিমে ফেব্রিকেশন ব্রয়লার বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে মাদারীপুরের শিবচরের সোহেল নামে এক যুবক রয়েছেন। তার লাশ সৌদির একটি হাসপাতালে রাখা হয়েছে।

    স্থানীয় সময় রোববার (১৯ সেপ্টেম্বর) বিকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সোহেল, লেবাননের মালিকসহ দুজন ও মিশরের একজন মারা যান। নিহত সোহেল পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে।

    নিহত সোহেলের পরিচিত শাহআলম জানান, আগামী ২৫ সেপ্টেম্বর ছুটিতে দেশে যাওয়ার কথা ছিল তার। মেয়ে জান্নাত হওয়ার পর তাকে দেখতে এই প্রথম দেশে যাচ্ছিল ছিল সোহেল। রোববার ছিল তার শেষ কর্মদিবস।

    সোহেলের মৃত্যুর খবরটি দেশের বাড়িতে পৌঁছানোর পর থেকেই এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার ছবি বুকে জড়িয়ে আর্তনাদ করছেন স্বজনরা। মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে এনে শেষবারের মত তার মুখটি দেখার সুযোগ করে দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

    এদিকে সোহেলের বড় ভাই আঃ গাফ্ফার বলেন, সোহেলের মেয়েটা যখন হয় তখন আমার ভাই ওই দেশেই ছিল। ওকে দেখার জন্যই দেশে আসার কথা ছিল তার। টিকিটও কাটা ছিল, হঠাৎ দুর্ঘটনায় মারা গেল। ভাইয়ের লাশটি দ্রুত দেশে আনার দাবি জানাচ্ছি সরকারের কাছে।

    এন-কে

  • ইতালিতে এক বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত

    ইতালিতে এক বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত

    ইতালির মিলানে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (০২ মার্চ) রোম দূতাবাসের একটি সূত্র সময় সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেছে।

    দূতাবাস সূত্র জানায়, আক্রান্ত বাংলাদেশি যুবক ইতালির উত্তরাঞ্চলীয় নগরী মিলানে বসবাস করেন। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    এদিকে, দেশটির উত্তরাঞ্চলে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত ১ হাজার সাতশো’র বেশি আক্রান্ত এবং ৩৪ জনের মৃত্যু হয়েছে।

    করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক কাজ করছে।

  • আরও এক বাংলাদেশি সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত

    আরও এক বাংলাদেশি সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত

    সিঙ্গাপুরে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯)আরও এক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী রোগটিতে আক্রান্ত বাংলাদেশি নাগরিকের সংখ্যা দাঁড়াল পাঁচজন।

    শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ আক্রান্ত এ বাংলাদেশির বয়স ২৬ বছর। পেশাগত কারণে তিনি দেশটিতে অবস্থান করেন তিনি।

    তাদের বিবৃতিতে বলা হয়, করোনায় আক্রান্ত নতুন বাংলাদেশি আগে কখনও চীন ভ্রমণ করেননি। সিঙ্গাপুরে নির্মাণ সাইটে অনেক শ্রমিকের সঙ্গে কাজ করতেন তিনি।

    এর আগে সিঙ্গাপুরে চার বাংলাদেশি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে প্রথম দু’জনকে শনাক্ত করা হয় ৯ ফেব্রুয়ারি ও ১১ ফেব্রুয়ারি। অপর দু’জনের দেহে এ ভাইরাস ধরা পড়ে ১৩ ফেব্রুয়ারি।

    সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়ায় জীবনঘাতি করোনা ভাইরাস। এতে আক্রান্ত হয়ে এশিয়ার বাইরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন ফ্রান্সে এ রোগে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সী এক চীনা নাগরিক মারা গেছেন।

    এর আগে হংকং, ফিলিপাইন ও জাপানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর চীনে এ রোগে মৃত্যু হয়েছে দেড় হাজারের বেশি মানুষের। দেশটিতে বর্তমানে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৬ হাজার ৪৯২ জন।

  • আমিরাতে বাংলাদেশি জনসংখ্যা রপ্তানি সমস্যা সমাধানে শেখদের আগ্রহ প্রকাশ

    আমিরাতে বাংলাদেশি জনসংখ্যা রপ্তানি সমস্যা সমাধানে শেখদের আগ্রহ প্রকাশ

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : আমিরাতের শেখদের অর্থয়ানে বাংলাদেশে জিসিসি সেন্টার,তাফ হিম সার্ভিস ও বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টার খোলার মধ্যদিয়ে দেশটিতে বাংলাদেশি ভিসা বন্ধের ক্ষেত্রে অনেকখানি সমস্যা সমাধান হবে বলে মনে করেন দেশটির জিসিসি সেন্টারের চেয়ারম্যান মান্যবার শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মুওল্লা ও তাফ হিমের চেয়ারম্যান মান্যবর শেখ সাকার বিন মোহাম্মদ বিন হুমাইদ আল নুয়াইমি। তাই আমিরাতের শেখদের
    অর্থয়ানে এই তিনটি সেন্টার প্রতিষ্ঠা করার আগ্রহ প্রকাশ করেন।

    যদিও বা এই কাজগুলি বাংলাদেশ সরকারের মন্ত্রানালয় করার কথা ছিলো কিন্তু আজ্ঞাত কারনে তা করা হয়নি এবং তা না হওয়াতে দিন দিন বাংলাদেশিরা আমিরাতে নতুন করে জনসংখ্যা রপ্তানিতে বিলম্বিত হচ্ছে বলে তাদের ধারনা। তাই বাংলাদেশিদের পক্ষ হয়ে আমিরাতের শেখরাই এইবার সমস্যা সমাধানের আগ্রহ প্রকাশ করেন।এতে প্রবাসীর মনে করেন বাংলাদেশ সরকার যেন এই সুযোগ কাজে লাগিয়ে আমিরাতে নতুন করে জনসংখ্যা রপ্তিতে এগিয়ে আসেন।

    রবিবার দুবাইতে তাদার কার্যালয়ের এমনটা জানান আমিরাতের শেখ পরিবারের এই দুই বিনিয়োগ কারী সদস্য। তারা এই সময় সাংবাদিকদের জানান ২০১২ সালে আমরা যে সমস্যার মুখোমুখি হয়েছিলাম তা কিন্তু শিক্ষার অভাবে হয়েছে দেশের কারনে নয়।

    সংযুক্ত আরব আমিরাত সকল বিদেশি নাগরিকদের কল্যান,সুখী ও সংস্কৃতির জন্য স্বাগত জানিয়ে থাকে।

    তবে বাংলাদেশের সাথে দেশটির খুব একটি সু-সম্পর্ক রয়েছে।তাই আটবছর পর সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের জনশক্তি খাত উন্মুক্ত করার লক্ষ্যে আম রা যে সকল বিষয়গুলি অনুসরণ করে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করছি।

    তার মধ্যে-

    ১)আমিরাতের অর্থয়ানে বাংলাদেশে একটি জিসিসি সেন্টার,তাফ হিম সার্ভিস সেন্টার ও বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টার তৈরি করা।

    ২) স্বল্প ব্যয়ে আমিরাতে কর্মি পাঠানো এবং জিসিসি সেন্টার এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবে

    ৩)উভয় দেশের পুলিশ ছাড়পত্র একই স্থান থেকে করা প্রদান করা।

    ৪)এজেন্টদের থেকে কর্মিদে কর এক মাসের অগ্রিম বেতন প্রদান করা।এবং তা জি সিসি সেন্টার এই প্রক্রিয়া গুলিকে নিয়ন্ত্রণ করবে।

    ৫)আমিরাতে কর্মী পাঠানোর আগে কর্মিদের প্রশিক্ষণ দেয়া।যেমন : সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে ধারনা দেয়া।দেশটির সংস্কৃতি,মুদ্রা ও আইন সম্পর্কে জেনে রাখা।এই বিষয় গুলি আমাদের তাফ হিম সেন্টার প্রোগ্রা মের আওতায় আসবে।

    কর্মিদের আমিরাতে আসার আগে প্রশিক্ষণ অপরিহার্য যাতে করে আমরা সুসম্পর্ক বজায় রাখতে পারি এবং প্রত্যেকের সংস্কৃতি ও আইনকে সম্মান করি।

  • চীনে আটকে পড়াদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    চীনে আটকে পড়াদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে মারাত্মক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আটকে পড়া যে সব বাংলাদেশী ‘দেশে ফিরতে চান’ তাদের ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ এ কথা জানিয়েছেন।

    ফেসবুক পোষ্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘এ ব্যাপারে আমরা চীন সরকারের সাথে আলোচনা শুরু করেছি।’

    তিনি আরো বলেন, তাদের ফিরিয়ে আনার উপায় বের করার জন্য পররাষ্ট্র দফতর করোনা ভাইরাস আক্রান্ত অঞ্চলে চীনা কর্তৃপক্ষের সাথে আলোচনার পরিকল্পনা করেছে। কারণ, সেখানে লোকজনের প্রবেশ এবং বেরিয়ে আসা বন্ধ করে ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    শাহরিয়ার আলম বলেন, যারা দেশে ফিরতে চান আজকের মধ্যেই তাদের তালিকা তৈরির প্রাথমিক নির্দেশনা দেয়া হবে।

    প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমাদের নাগরিকদের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য।’

    ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে জরুরি সহায়তা প্রদানের প্রয়োজনে বেইজিংয়ের বাংলাদেশী দূতাবাস প্রবাসী বাংলাদেশীদের যোগাযোগের জন্য ইতোমধ্যে ২৪ ঘন্টা হটলাইন চালু করেছে।

    হটলাইন নম্বর হচ্ছে + ৮৬ ১৭৮-০১১১-৬০০৫ এবং এই নম্বরটি চীনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বিশেষত শিক্ষার্থী ও গবেষকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

    ভাইরাস আক্রান্ত অঞ্চল উহানে বর্তমানে প্রায় ৩শ’ থেকে ৪শ’ বাংলাদেশী শিক্ষার্থী অবস্থান করছে।
    বাংলাদেশী দূতাবাস এর আগে জানিয়েছিল যে, বেইজিংয়ে বাংলাদেশী মিশন তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে।

    চীনে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার মৃতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে এবং আরো কয়েকশ’ জন নতুন করে এই রোগে আক্রান্ত হওয়ায় তাদের আলাদা করে এবং ভ্রমণ বন্ধ রাখা হয়েছে। বিদেশী সরকারগুলো চীনে আটকে পরা তাদের নাগরিকদের সহায়তা প্রদানের চেষ্টা চালাচ্ছে।

  • দুবাই ও শারজাহতে বাংলাদেশী ছেলেমেয়েদের জন্য স্কুল করা হবেঃ কনসাল জেনারেল

    দুবাই ও শারজাহতে বাংলাদেশী ছেলেমেয়েদের জন্য স্কুল করা হবেঃ কনসাল জেনারেল

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : দুবাই ও শারজাহতে বাংলাদেশী ছেলেমেয়েদের জন্য শীঘ্রই দুটো স্কুল করা হবে।

    শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ডে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রত্যককে স্ব স্ব অবস্হানে থেকে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন দুবাইস্হ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

    তিনি গতকাল শুক্রবার (৩ জানুয়ারী) সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উপশহর আল মাদাম বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও নববর্ষ বরন উপলক্ষে বিজয় উৎসব – ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন।

    মাদামের একটি ফার্ম হাউজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে – প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

    অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম কর্নফুলী উপজেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক – আলহাজ্ব হায়দার আলী রনী।

    মোঃ আবুল কাশেমের পরিচালনায় এবং মঞ্জুর আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা- এস,এম ইদ্রিস। প্রধান বক্তা ছিলেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম, এ ছবুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের শারজাহ শাখার ম্যানেজার শওকত আকবর ভুঁইয়া, আবুধাবি আওয়ামিলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি মোঃ নুর হোসেন, শাহজাহান মিয়াজি, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মুছা, মোহাম্মদ বাবুল, আইয়ুব খান, গুরুদাশ, মোঃ জিকরিয়া, মোঃ আইয়ুব, মোঃ ইসমাইল মোহাম্মদ প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদদীন, মোঃ ইউছুপ ইঃ আবদুল আলিম, হাজী মোহাম্মদ শফি, শুভাশ শিল, সুমন বড়ুয়া সালাউদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাছের, বেলাল ছালেহ মোঃ ইব্রাহিম বাদশা, মোহাম্মদ হারুন, মোঃ ইউছুফ, মোঃ মুসা প্রমুখ।

    মাদামসহ আশেপাশের বিভিন্ন জায়গার আওয়ামী ঘরণার অনেক নেতাকর্মী ও প্রবাসীদের উপস্হিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রবাসেও সকলকে স্ব স্ব ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। প্রবাসে স্থানীয় আইন কানুন মেনে এই ধরনের শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। তিনি আরও বলেন, দেশীয় কমিউনিটির ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার্থে দুবাই ও শারজাতে কমিউনিটি স্কুল প্রতিষ্ঠা করা হবে।

    পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয় মাঝে পুরস্কার বিতরণ করা হয়।