তাসফিক আব্দুল্লাহ চৌধুরী, কুবি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চকে অনাড়ম্বরভাবে পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার।
আজ শনিবার সকাল ১১টায় র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কুবি ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, আবাসিক হল, বিভাগসমূহ, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি প্রচার করা হয়।
ভাষণ প্রচার শেষে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আজকের এ দিনটি বাংলাদেশ ও বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বঙ্গবন্ধুর এ ভাষণটি যতবারই শুনি অনুভূতি
একইরকম লাগে। এটি একটি ঐতিহাসিক দলিল। এ দলিল শুধু শুনলেই হবেনা, তা বাস্তবে নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করছে। প্রত্যেকটি জিনিস তিনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন এবং সফল হয়েছেন। পৃথিবীর আর কেউ এমন গৌরব অর্জন করতে পারেননি।