ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলার আয়োজনে এ দিবস পালন করা হয়।
বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস্ সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড রবার্ট বেডেন পাওয়েল ও চিফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েল একই দিনে জন্মগ্রহণ করেন। বিশ্বজুড়ে গাইড সদস্যরা এ দিনটিকে বিশ্ব চিন্তা দিবস হিসেবে উদযাপন করছেন।
দিবসটি উপলক্ষ্যে ঠাকুরগাঁও চৌরাস্তায় র্যলিতে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় ও ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
র্যলি শেষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলার গার্লস গাইড’স কমিশনার রহিমা চৌধুরী, জেলা ট্রেজারার সালেহা খাতুন, স্থানীয় কমিশনার লিলি আনোয়ারা, স্থানীয় সেক্রেটারী ও ঠাকুরগাঁও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিস, সম্পাদিকা কানন চক্রবর্তী প্রমুখ।
পরে বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, গান, নাচ ও অভিনয়ে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।