Tag: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

  • ওয়ানডের নতুন অধিনায়ক লিটন

    ওয়ানডের নতুন অধিনায়ক লিটন

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

    নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটের কারণে এ সিরিজে খেলতে পারছেন না বলে দলের দায়িত্ব দেয়া হয়েছে লিটনকে।

    বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) শুক্রবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

    আগামী ৪ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হবেন লিটন।

    এর আগে একটি টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। ২০২১ সালের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ চোটে পড়ায় ওই ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি।

    লিটন দাস এই মুহূর্তে জাতীয় টেস্ট দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে তাকে নিয়োগ দেয় বিসিবি।

  • টাইগারদের স্পিন কোচের দায়িত্বে হেরাথ, ব্যাটিং কোচ প্রিন্স

    টাইগারদের স্পিন কোচের দায়িত্বে হেরাথ, ব্যাটিং কোচ প্রিন্স

    বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ ও ব্যাটিং কোচের পদে নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন জিম্বাবুয়ে সফরেই নতুন দুই কোচকে পাবেন টাইগাররা।

    বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ। স্পিন কোচ খোঁজার ক্ষেত্রে সদ্য সাবেক কোচ ড্যানিয়েল ভেট্টোরির মত হাই প্রোফাইল সাবেক খেলোয়াড়েই নজর ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেই দৌড়ে এগিয়ে ছিলেন হেরাথই। কিন্তু তার চাহিদা আর বিসিবির পরিকল্পনা যেন ঠিক খাপ খাচ্ছিল না।

    তবে শেষপর্যন্ত হেরাথকেই তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজদের কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

    এদিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স। ৪৪ বছর বয়সী এই কোচ দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ১১টি শতক ও ১১টি অর্ধশতক এবং ওয়ানডেতে ৩টি অর্ধশতক আছে তার। হেরাথের কোচিং ক্যারিয়ার বড় না হলেও প্রিন্সের আছে কয়েক বছর ধরে কোচিং করানোর অভিজ্ঞতা, কোচিং করিয়েছেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকেও। যদিও প্রিন্সের মত হেরাথেরও আছে লেভেল-৩ কোচিং ডিগ্রি।

    বিসিবি জানিয়েছে, হেরাথ জিম্বাবুয়ে সফর থেকেই বাংলাদেশ দলের সাথে কাজ করবেন। তার সাথে চুক্তি করা হয়েছে এ বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। প্রিন্স আপাতত জিম্বাবুয়ে সফরে ব্যাটিং কোচ হিসেবে দলের সাথে কাজ করবেন।

    করোনাকালে ড্যানিয়েল ভেট্টোরির সহায়তা পায়নি বাংলাদেশ দল, কাজ করেছেন শুধু নিউজিল্যান্ড সফরে। তার বদলে নতুন কোচ খোঁজা হচ্ছিল অনেকদিন ধরেই। অন্যদিকে দীর্ঘদিন ধরে যুতসই ব্যাটিং কোচ খুঁজে পাওয়া যাচ্ছিল না। নেইল ম্যাকেঞ্জি থাকাকালেও লাল বলে কাজ করার মত কোচ ছিলেন না। ম্যাকেঞ্জি স্বেচ্ছায় চলে যাওয়ার পর ক্রেইগ ম্যাকমিলানকে এক সিরিজের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সেই সিরিজও হয়নি, ম্যাকমিলানও ব্যক্তিগত কারণে আসেননি। সর্বশেষ দায়িত্ব পান জন লুইস। ইংলিশ এই কোচ ৩ দলের বিপক্ষে টাইগারদের হয়ে কাজ করেছেন। তবে তার সাথে চুক্তি বাড়ায়নি না বিসিবি।

  • প্রাথমিক দলে ডাক পেলেন শরিফুল-পারভেজ, মাশরাফি নেই

    প্রাথমিক দলে ডাক পেলেন শরিফুল-পারভেজ, মাশরাফি নেই

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজকে সামনে রেখে পৃথক প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডের জন্য ঘোষিত প্রাথমিক দলে নেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

    বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে গত মার্চে। জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে সর্বশেষ ওয়ানডে খেলে টাইগাররা। সেই সিরিজের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফি। অধিনায়কত্ব ছাড়া মাশরাফিকে দলে নেওয়া হবে কি না এ নিয়ে বিগত কয়েকদিন দেশের ক্রিকেটে ছিল জল্পনা-কল্পনা।

    ওয়ানডের প্রাথমিক দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পেসার শরিফুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।

    একনজরে ওয়ানডের প্রাথমিক দল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান, নাঈম শেখ, রুবেল হোসেন।

    টেস্টের প্রাথমিক দল : মুমিনুল হক সৌরভ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী।

    এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি-

    ১০ জানুয়ারি, ২০২১ : বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল
    ১৮ জানুয়ারি, ২০২১: ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: বিকেএসপি, সাভার
    ২০ জানুয়ারি, ২০২১: প্রথম ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
    ২২ জানুয়ারি, ২০২১: দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
    ২৫ জানুয়ারি, ২০২১: তৃতীয় ওয়ানডে, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
    ২৮-৩১ জানুয়ারি, ২০২১: চারদিনের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
    ৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
    ১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১- দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

  • নতুন ওয়ানডে অধিনায়ক তামিম

    নতুন ওয়ানডে অধিনায়ক তামিম

    গুঞ্জন ছিল মাহমুদউল্লাহ রিয়াদকে ওডিআই অধিনায়ক করা হবে। কিন্তু বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হলেন তামিম ইকবাল। রোববার অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    তামিম অধিনায়ক হচ্ছেন-এমন একটা খবর রোববার সকাল থেকেই ভেসে বেড়াচ্ছিল ক্রিকেটাঙ্গনে। তবে অনেকেই এগিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদকে। তিনিই যে টি-টোয়েন্টি অধিনায়ক। তবে তার ফর্ম নিয়ে কিছুটা শঙ্কা আছে। এ কারণেই ওপেনার তামিমকে বেছে নিয়েছে বিসিবি।

    জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ খেলেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় এখন দেখা যাবে তামিমকে। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়েই অধিনায়ক তামিমের আনুষ্ঠানিক পথচলা শুরু হবে।

  • কাল শেষ টস করতে নামবেন মাশরাফি

    কাল শেষ টস করতে নামবেন মাশরাফি

    বাংলাদেশের কিংবদন্তী ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার অবসর নিয়ে আলোচনা হচ্ছে অনেকদিন ধরেই। তবে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানিয়েছিলেন, অবসর না নিলেও দ্রুতই অধিনায়কত্ব থেকে সরে যাবেন মাশরাফি।

    বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বৃহস্পতিবার (৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাই দিলেন।

    বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির নামের পাশে কালকের পর থেকেই বসে যাবে সাবেক অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটির আগের দিন সংবাদ সম্মেলনে এমনটায় জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস,

    ‘অধিনায়ক হিসাবে কালকে আমার শেষ ম্যাচ। আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের সাথে তৃতীয় ওয়ানডে আমার অধিনায়ক হিসাবে শেষ ম্যাচ।’
    বাংলাদেশের পরবর্তী অধিনায়ককে শুভকামনা জানানোর পাশাপাশি সুযোগ পেলে তাকে সকল প্রকার সহযোগিতা করার কথা জানিয়েছেন মাশরাফি, ‘সুযোগ আসলে খেলোয়াড় হিসাবে সেরাটা দেয়ার চেষ্টা করব। আমার শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য। আমার বিশ্বাস তারা বাংলাদেশ ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, ইনশাআল্লাহ। এবং আমি দলে থাকলে আমিও চেষ্টা করব তাকে সর্বোচ্চ সহযোগিতা করার।’

    এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে এবং জাতীয় দলের সাবেক ও বর্তমান কোচ ও টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাশরাফি, ‘আমার প্রতি এতদিন আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার নেতৃত্বে বাংলাদেশ দলে যারা খেলেছে তাদের সবাইকে। আমি নিশ্চিত, এই প্রক্রিয়াটা এত সহজ ছিল না গত ৪-৫ বছরে। টিম ম্যানেজমেন্ট যারা ছিল যাদের অধীনে আমি খেলেছি, অধিনায়কত্ব করেছি, তারা সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে। সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছি।’

    তিনি আরও বলেন, ‘আমার অধিনায়কত্ব শেষবারের মতো শুরু হয় হাথুরাসিংহের অধীনে, তারপর খালেদ মাহমুদ সুজন, স্টিভ রোডস; এখন ডমিঙ্গো দিয়ে শেষ হচ্ছে। নির্বাচক এবং বোর্ডের কর্মকর্তা, বোর্ডের সকল স্টাফকে। আপনাদের মিডিয়া কর্মীদেরকেও ধন্যবাদ, আপনারাও সহযোগিতা করেছেন। সবশেষে সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের প্রাণ, আপনাদের সবার সহযোগিতা ছাড়া সম্ভব হতো না।’

    জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত বাংলাদেশকে ৮৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। যারমধ্যে ৪৯টি ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন তিনি। হিসাব করলে দেখা যায়, ওয়ানডে অধিনায়ক হিসাবে তার জয়ের হার ৫৭.৬৪, যা কিনা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের পক্ষে তিনি খেলেছেন ২১৭টি ওয়ানডে ম্যাচ যেখানে জয়ে দেখেছেন মোট ৯৬ বার।

  • ওয়ানডে সিরিজের দল ঘোষণা

    ওয়ানডে সিরিজের দল ঘোষণা

    বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিল গত বছরের ৩১ জুলাই। প্রায় ৭ মাস পর আবারও ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

    জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজে ওয়ানডে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেন। এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। দল থেকে বাদ পড়েছেন পেসার রুবেল্র হোসেন।

    টেস্টের পর সিলেট পাড়ি জমাবে উভয় দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডেতে লড়বে দুই দল। দিবারাত্রির সবকয়টি ওয়ানডেই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

    ওয়ানডে সিরিজ শেষে আবারও ঢাকায় ফিরে আসবে দু’দল। এরপর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে লড়বে উভয় দল। হোম অব ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯ ও ১১ই মার্চ।

    জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ ওয়ানডে দল:

    মাশরাফি মুর্তজা-(অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।

    প্রায় মাসব্যাপী সফর শেষে ১২ই মার্চ নিজ দেশে ফিরে যাবে সফরকারীরা।

    ওয়ানডে ম্যাচের সূচি-

    ১ মার্চ- প্রথম ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
    ৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
    ৬ মার্চ- তৃতীয় ওয়ানডে; সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।

  • জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্ব দিবেন মাশরাফি

    জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্ব দিবেন মাশরাফি

    জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মর্তুজা।

    আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ তথ্য জানান।

    বিসিবি সভাপতি জানান, মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে থাকছেন। এবং দলের অধিনায়কত্বও করবেন তিনি। তবে একটি সিদ্ধান্ত হয়ে গেছে-অধিনায়ক মাশরাফির এটাই হবে শেষ সিরিজ।

    বাংলাদেশ দলের চেয়ে জিম্বাবুয়ে দল ভালো অবস্থায় আছে দাবি করে পাপন বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না।

    তিনি বলেন, সবচেয়ে খারাপ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারা, ওদের কাছে যদি হারি তাহলে জিম্বাবুয়ের কাছেও হারতে পারি।

    সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর স্বেচ্ছায় ক্রিকেট থেকে নির্বাসনে থাকা মাশরাফি জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন।

    জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ১, ৩ ও ৬ মার্চ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

  • নিরাপদে পাকিস্তান পৌঁছেছে টাইগাররা

    নিরাপদে পাকিস্তান পৌঁছেছে টাইগাররা

    প্রায় সাড়ে তিন ঘন্টা বিমানে ভ্রমণ শেষে নিরাপদে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল টুইটার পেজে এক টুইটের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে।

    এর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা, উদ্বেগ আর আলোচনা-সমালোচনার মধ্যে বিশেষ বিমানে চড়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে রওয়ানা হয় বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (২২ জানুয়ারি) রাত আটটায় বাংলাদেশ দলকে নিয়ে লাহোরের পথে যাত্রা করে বিমান বাংলাদেশের চার্টার্ড ফ্লাইট। যাওয়ার আগে বিমানবন্দরে কোন দুর্ভাবনা না থাকার কথা জানিয়ে গেছেন ক্রিকেটাররা।

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ ক্রিকেটারদের নিয়ে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় স্থানীয় সময় রাত সাড়ে দশটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়)। পাকিস্তানে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় বিশেষ ব্যবস্থাপনায় বিমান ভাড়া করে দলকে পাকিস্তানে খেলতে পাঠায় বিসিবি।

    টি-টোয়েন্টি স্কোয়াডের ১৫ ক্রিকেটারের সঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ পাঁচ কোচিং স্টাফ, ম্যানেজার, মিডিয়া ম্যানেজার এবং একজন সাপোর্ট স্টাফ রয়েছেন।

  • পাকিস্তানের পথে বাংলাদেশ দল

    পাকিস্তানের পথে বাংলাদেশ দল

    সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

    আগামীকাল ২৩ জানুয়ারি অনুশীলন শেষে ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা।

    ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলার পর পাকিস্তানে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনেক চেষ্টার পর সেই শ্রীলঙ্কাকে দিয়েই ক্রিকেটে ফেরার ইঙ্গিত দেয় পাকিস্তান।

    সেই সুবাধে বাংলাদেশও যাচ্ছে পাকিস্তান। শুরুতে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও এই সফরে যোগ হয়েছে একটি ওয়ানডে ম্যাচও। দুই টেস্টের মাঝে অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচটি। দেশ ছাড়ার আগে সৌম্য সরকার, শফিউল ইসলামরাও প্রত্যই ভালো ফলাফল নিয়ে দেশে ফেরার।

    সৌম্য সরকার জানান, অবশ্যই দল হিসাবে প্রত্যাশা ভালো। আমরা যারা যাচ্ছি এবার সবাই বিপিএলে ভালো পারফর্ম করেছে। সবাই যদি বিপিএলের পারফরম্যান্সটা ধরে রাখতে পারে তাহলে দলের রেজাল্টটা ভালো আসবে।

    দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম যাচ্ছেন না পাকিস্তান। এই সফর নিয়ে আলোচনা চলাকালীনই মুশফিক আপত্তি জানান পাকিস্তানে যাওয়া নিয়ে।

    এ নিয়ে সৌম্য বলেন, অনেক সিনিয়রই নাই, থাকলে অবশ্যই ভালো হতো। অবশ্যই রেসপন্সিবল ভাবে খেলতে হবে। চেষ্টা করবো ওভাবে খেলার।

    পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই যায়। বাংলাদেশ দলকে দেশটির স্পেশাল-ফোর্সসহ প্রায় দশ হাজার পুলিশ নিরাপত্তা দিবে বলে নিশ্চিত করেছে পিসিবি। তবে এসব নিয়ে আর ভাবতে চান না পেসার শফিউল ইসলাম। ‘কোন চিন্তা নাই আর। যেহেতু বোর্ড সবকিছু দেখেশুনেই পাঠাচ্ছে, তাই কোন চিন্তা নেই। ভালো করে দেশে যেন ফিরতে পারি, ভালো কিছু নিয়ে আসতে পারি এটাই প্রত্যাশা।’

  • পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা,নতুন মুখ হাসান

    পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা,নতুন মুখ হাসান

    পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারো দলের নেতৃত্বে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

    ঘোষিত দলে নতুন মুখ হাসান মাহমুদ। তরুণ এই পেসার সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলেছিলেন।

    ভারত সিরিজের দল থেকে এই দলে বেশ কিছু পরিবর্তন রয়েছে। পাকিস্তান সফরে যেতে না চাওয়া মুশফিকুর রহিম নেই স্কোয়াডে। চোটের কারণে দলে নেই মোসাদ্দেক হোসেন সৈকতও। এছাড়া আরাফাত সানি, আবু হায়দার রনি ও তাইজুল ইসলাম দল থেকে বাদ পড়েছেন।

    এদিকে দলে ফিরেছেন বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলা নাজমুল হোসেন শান্ত, ঢাকা প্লাটুনের হয়ে খেলা মেহেদী হাসান ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা রুবেল হোসেন।

    লাহোরে আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পাকিস্তানে দলের পূর্ণাঙ্গ সফরের প্রথম ধাপে শুধু টি-টোয়েন্টি সিরিজই মাঠে গড়াবে।

    একনজরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড

    মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।

  • ভারত সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা

    ভারত সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা

    ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ দল ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঘোষিত দলে ফিরেছেন আল আমিন হোসেন ও আরাফাত সানি। ২০১৬ সালে আল আমিন জাতীয় দলের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। একই বছর সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন আরাফাত সানিও। এছাড়া ফিরেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে থাকা মূল ওপেনার তামিম ইকবাল খেলবেন এই সিরিজে।

    দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম, সাব্বির রহমান, রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

    চলতি বছরের নভেম্বরে ভারত সফরে থাকবে বাংলাদেশ জাতীয় দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের আগে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।

    আগামী ২৫ অক্টোবর থেকে ভারত সফরের ক্যাম্প শুরু হবে। তবে ক্যাম্পে থাকবেন শুধু টি-টোয়েন্টি স্কোয়াডের ১৫ ক্রিকেটারই। বাকিরা যথারীতি ব্যস্ত থাকবেন জাতীয় ক্রিকেট লিগে।

    ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ৩, ৭ ও ১০ নভেম্বর। ম্যাচগুলোর ভেন্যু যথাক্রমে দিল্লী, রাজকোট ও নাগপুর। ১৪ ও ২২ নভেম্বর ইনডোর ও কলকাতায় শুরু হবে টেস্ট দুটি।

    একনজরে ভারত সফরে ১৫ সদস্যের বাংলাদেশ টি-টোয়েন্টি দল-

    সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।