Tag: বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

  • বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আবুধাবি শাখার সমাবেশ অনুষ্ঠিত

    বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আবুধাবি শাখার সমাবেশ অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি : এসো এক হই- অধিকারের কথা কই” এই শ্লোগানের ভিত্তিতে প্রবাসীদের বৃহত্তম ঐক্য এবং সামাজিক সংগঠন “বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ” এর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শাখার মিলন মেলা ও সমাবেশ অনুষ্ঠিত।

    গত ১১ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টায় আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফফার একটি রেস্টুরেন্টের হল রুমে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শুরু হওয়া এই সমাবেশে প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

    উক্ত সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের কল্যানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি ৫ দফা দাবী তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ।

    প্রস্তাবিত ৫ দফা দাবির মধ্যে রয়েছেঃ

    ১/ প্রবাসীর লাশ বিনা খরছে দেশে নেয়ার ব্যবস্থা করা।

    ২ / এয়ারপোর্টে প্রবাসীদের যাতায়াতের সময় হয়রানি বন্ধ করা।

    ৩ / সকল দেশে বাংলাদেশের দূতাবাসে প্রবাসীদের হয়রানি বন্ধ করা।
    ৪ /প্রবাসীদের পরিবার ও দেশে অবস্থান রত প্রবাসীদের নিরাপত্তা প্রদান করা।
    ৫ / প্রবাসীেদের কল্যাণে আলাদা বাজেট ঘোষণা করা।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির ইউএই সমন্বয়ক- মাহফুজুর রহমান রোমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ইউএই সমন্বয়ক- মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটস এয়ারলাইনসের এয়ারক্রাফট ইন্জিঃ মোঃ মনিরুল ইসালম, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির আবুধাবি শাখার আইটি সেল- আজিজ কাজল, দুবাই শাখার সমন্বয়ক- হাবীব রহমান, সহ সমন্বয়ক ইন্জিঃ মোকাদ্দেস হোসেন, আজমান শাখার সহ-সমন্বয়ক- মোঃ মনির হোসাইন সহ অন্যান্য অঞ্চলের সদস্যবৃন্দ, নারী সদস্যবৃন্দ এবং সাংবাদিক মাহবুব সরকারসহ আরও অনেকে।