বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার সমিতির বনভোজন ও মিলনমেলা সমিতির সভাপতি মো: হোবাঈব এর সভাপতিত্বে পতেঙ্গা সী-বিচ সংলগ্ন সী বার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী মতিনুল ইসলাম রায়হান, রফিকুল্লাহ, বেদার উদ্দিন, এআরএন সায়েদ,সুজা আকবর, ফরহাদ বিন জাফর, নুর নবী, দেলোয়ার হোসেন, আব্দুল আলিম, মাহফুজুর রহমান, ইব্রাত হোসেন, ফারজানা রহমান বাবলি, কহিনুর আক্তার, মো:হাসেম, আজম খান, দিদারুল আলম, আলতাফ, কাউসাইন, ডা.রেজাউল করিম, আতাউল গণি ওসমানী, মো:আলম, রেবেকা সুলতানা প্রমুখ।
সভায় পূর্ববর্তী সেশনের হিসাব পর্যালোচনা ও পরবর্তী সেশনে সমিতির কর্মপরিকল্পনা গৃহীত হয়।