Tag: বাংলাদেশ রেলওয়ে

  • চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, লালমনিরহাটে যুবক আটক

    চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, লালমনিরহাটে যুবক আটক

    চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় লালমনিরহাটে মোসলেম উদ্দিন (২৩) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

    আটক মোসলেম উদ্দিন হাতীবান্ধা উপজেলারর খোদ্দ বিছনদৈ গ্রামের মনির উদ্দিনের ছেলে।

    বৃহস্পতিবার লালমনিরহাটের বুড়িমারী রেললাইনের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকা থেকে তাকে আটক করে জিআরপি পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম।

    জিআরপি পুলিশ জানান, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী ৪৫৬ নম্বর কমিউটার ট্রেনটি ভোটমারী স্টেশন এলাকার ২২ নম্বর গেট অতিক্রমের সময় ট্রেনের চালককে পাথর ছুড়েন মোসলেম উদ্দিন। এসময় ওই রেল গেটের গেটম্যান বিনয় চন্দ্র রেল নিরাপত্তা বাহিনীর সহায়তায় মোসলেমকে আটক করে জিআরপি থানায় সোপর্দ করেন।

    এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) রবিউল ইসলাম বাদী হয়ে ওই যুবকের নামে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

  • কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন, চালক-সহকারী পলাতক

    কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন, চালক-সহকারী পলাতক

    রংপুরের কাউনিয়া স্টেশনে ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এই কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

    বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল সেভেনআপ ট্রেনটি কাউনিয়া স্টেশনে (জংশন) পৌঁছালে এর ইঞ্জিন পরিবর্তন করার কাজ চলছিল। এ সময় চালক ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় ট্রেনের প্রথম ও দ্বিতীয় বগির প্রচণ্ড বেগের ধাক্কায় মাঝের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এতে বগির ভেতরে কাটা পড়ে আপেল মাহমুদ নামে এক শিক্ষার্থী মারা যান। আহত হন শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২৫ জন যাত্রী।

    এদিকে এ দুর্ঘটনার পর থেকে ওই ট্রেনের চালক ও সহকারী চালক পালাতক রয়েছেন।

    কাউনিয়া স্টেশন মাস্টার বাবু আল রশিদ বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে। এছাড়াও চালকের কোনো দোষ রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য রেলওয়ে পশ্চিমাঞ্চল লালমনিরহাট ডিভিশনের বিভাগীয় কর্মকর্তারা কাউনিয়াতে আসছেন।

    রংপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা খুরশীদ আলম জানান, তারা ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক।

  • কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনা : নিহত ১, আহত ১৫

    কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনা : নিহত ১, আহত ১৫

    রংপুরের কাউনিয়ায় ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় দুটি বগি ভেঙে আপেল মাহমুদ (২০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছে অন্তত ১৫ জন।

    বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে কাউনিয়া রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে।

    আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামসুজ্জোহা।

    তিনি বলেন, বিকেলে কাউনিয়া স্টেশনে উত্তরবঙ্গ মেইল ট্রেনটি ইঞ্জিন ঘুরানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রেনের ১ ও ২ নং বগি দুটি ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়।

    এতে বগির ভেতরে থাকা আপেল মাহমুদ নামে এক যুবক মারা গেছে। গুরুত্বর আহত হয়েছে অন্তত ১৫ জন যাত্রী। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

    এই দুর্ঘটনার জন্য চালককে দায়ী করছেন আহতরা। তাদের অভিযোগ, ইঞ্জিন পরিবর্তনের সময় চালক গতি ধরে রাখতে ব্যর্থ হয়েছে। একারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

  • কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন ১৬ অক্টোবর

    কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন ১৬ অক্টোবর

    কুড়িগ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে আগামী ১৬ অক্টোবর ঢাকা-কুড়িগ্রাম রুটে প্রথম আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হতে যাচ্ছে।

    ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নতুন ট্রেনের উদ্বোধন করবেন। সম্ভাব্য কুড়িগ্রাম এক্সপ্রেস নামের এই ট্রেনটি চালু করার জন্য দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের বাসিন্দাদের দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ি এই ট্রেনটি চালু হচ্ছে।

    বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) হারুন অর রশীদ জানান, ‘পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে কুড়িগ্রাম থেকে নতুন ট্রেন চালু করতে বলেছিলেন। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।’

    কুড়িগ্রামবাসীর বহুল প্রত্যাশিত এ ট্রেনটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে রেল অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন এ ট্রেনটি ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নাম হতে পারে। প্রধানমন্ত্রী ট্রেনটির নাম চূড়ান্ত করবেন।

    রেলওয়ের পশ্চিমাঞ্চলের লালমনিরহাট বিভাগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেসে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পিটি ইনকা এমজি কোচ সংযোগ করা হবে।

    যাত্রী পরিবহনের জন্য এতে ১১ টি কোচ থাকবে। এই ট্রেনটি চালু হওয়ার পাশাপাশি রংপুর এক্সপ্রেস ট্রেনের জন্য বরাদ্দকৃত কুড়িগ্রামের শাটল ট্রেনটিও চলমান থাকবে।

    ফলে কুড়িগ্রামবাসী দুটি আন্তঃনগর ট্রেনের সুবিধা পাবেন। ট্রেনটি কুড়িগ্রাম-রংপুর-পার্বতীপুর-সান্তাহার-ঢাকা রুটে চলাচল করবে।

    সপ্তাহে ৬ দিন সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম রেলস্টেশন ত্যাগ করবে। আর ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছাড়বে রাত ৮টা ৪৫ মিনিটে। বুধবার এটি বন্ধ থাকবে।

    প্রস্তাবিত এ ট্রেনটির বিরতি থাকছে (উভয় পথে) রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর-জয়পুরহাট-সান্তাহার-মাধবনগর-ঢাকা বিমানবন্দর স্টেশন-ঢাকা।

    কুড়িগ্রাম থেকে ঢাকা যাত্রাকালীন এতে মোট ৬২৬ টি আসন থাকবে। আর ঢাকা থেকে কুড়িগ্রাম ফেরার সময় এতে ৫৯৬টি আসন থাকবে। এর মধ্যে শোভন চেয়ার ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট ১১৬৮ টাকা এবং এসি বার্থ ১৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে কুড়িগ্রামের জন্য ৪০ ভাগ আসন এবং রংপুরের জন্য ৩০ ভাগ আসন বরাদ্দ থাকবে।

    রেল অধিদপ্তরের সূত্র জানায়, কুড়িগ্রাম-তিস্তা জংশন রেলপথের সিঙ্গারডাবরি থেকে রাজারহাট রেলস্টেশন পর্যন্ত রেলপথের পাশ দিয়ে সড়ক বিভাগের রাস্তা তৈরির ফলে রেলপথের এই অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই রেলপথ দিয়ে ট্রেন চালানো নিরাপদ নয়। তারপরও সংস্কার ছাড়াই নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। তবে তিস্তা জংশন-কুড়িগ্রাম রেলপথ সংস্কারের পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রণালয়।