Tag: বাংলাবাজার

  • বাংলাবাজার বাইপাস সড়কে কাভার্ডভ্যান উল্টে পথচারী নিহত

    বাংলাবাজার বাইপাস সড়কে কাভার্ডভ্যান উল্টে পথচারী নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ বাংলাবাজার বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছে।

    আজ বুধবার(২৫ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার সময় এঘটনা ঘটে। নিহতের নাম মোঃ কফিল উদ্দিন (৪৫)। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস টিম ও ফৌজদারহাট ফাড়িঁ পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

    জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে আসা ঢাকামূখী (ঢাকা-মেট্রো ট- ১১-৫৬৭৬) একটি কাভার্ডভ্যান বাইপাস সড়কের শুকতার পার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় পথচারী কফিল গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত কফিল উদ্দিন নগরীর পাহাড়তলী এলাকার জাকির আলী সওদাগরের বাড়ির মোঃ জামাল উদ্দিনের পুত্র।

    এব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মোঃ নুরনবী বলেন, বন্দর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়, এতে এক পথচারী নিহত হয়। লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কার্ভাডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়িটি আটক আছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডের বাংলাবাজারে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ২

    সীতাকুণ্ডের বাংলাবাজারে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : বান্দরবান থেকে ঢাকায় ফেরার পথে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় লরীর ধাক্কায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন আরো দুজন। 

    আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় ফৌজদারহাটস্থ বাংলা বাজারের বাইপাস মোড়ে সংঘঠিত সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার। নিহতরা হলো সাইফুজ্জামান মিন্টু (৫০) দুইবোন তাসরিন (১৩) তাসপিয়া (১৪)। আহত কনিকা বেগম (৩৫) ছেলে মন্টি (৭)। আহতরা চমেক হাসপাতালে ভর্তি আছে।

    ঘটনাস্থলে নিহত দুই বোন

    খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন। নিহত সাইফুজ্জামান মন্টু বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর বলে জানা গেছে।

    জানা যায়, বান্দরবান থেকে ঢাকায় ফেরার পথে উপজেলার বাংলাবাজার বাইপাস সড়কে একটি লরী প্রবেশ করার সময় দুটি প্রাইভেট কারের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় দুটি কার দুমড়ে মুছড়ে যায়।

    একটি কারে থাকা এক পরিবারের সদস্যদের মধ্যে দুইবোন ঘটনাস্থলে নিহত হয় এবং আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সাইফুজ্জামান মারা যান। সাইফুজ্জামান পরিবার নিয়ে ঢাকার মিরপুরে থাকতেন বলে জানা গেছে।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার জানান, লরীটি ড্রাইভাইসহ আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রইভেটকার দুটি থানায় নেওয়া হয়েছে। অপর কারের চালক সুস্থ্য আছেন। তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার নিশ্চিন্তপুর গ্রামে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, লরীর ধাক্কায় তিন প্রাইভেট কার আরোহীকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামানের মাথায় মারাত্মক আঘাত লাগে। সকাল সাড়ে ১০টার সময় চিকিৎসাধীন অবস্থায় সাইফুজ্জামান মারা যান।

    তিনি বলেন, স্ত্রী এবং ছেলের অবস্থাও আশংকাজনক। তাদের হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • বাংলাবাজার বাইপাস সড়কে বাস-লরী সংঘর্ষে ১২ যাত্রী আহত

    বাংলাবাজার বাইপাস সড়কে বাস-লরী সংঘর্ষে ১২ যাত্রী আহত

    সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলা বাজার বাইপাস এলাকার মহাসড়কে বাস ও ট্রেইলরের সংঘর্ষে অন্তত ১২ জন বাস যাত্রী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাইপাস সড়কের বন্দর রোড থেকে একটি লরী মহাসড়কে প্রবেশ করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামূখী দিদার পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ লাগে। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে কয়েকজন মারাকত্বকভাবে জখম হয়। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।

    বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোহাম্মদ কাউসার। তিনি বলেন, দুইটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনায় ৫/৬ জন আহত হয়। তাদেরক উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। গাড়ি দুইটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।