সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ বাংলাবাজার বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছে।
আজ বুধবার(২৫ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার সময় এঘটনা ঘটে। নিহতের নাম মোঃ কফিল উদ্দিন (৪৫)। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস টিম ও ফৌজদারহাট ফাড়িঁ পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে আসা ঢাকামূখী (ঢাকা-মেট্রো ট- ১১-৫৬৭৬) একটি কাভার্ডভ্যান বাইপাস সড়কের শুকতার পার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় পথচারী কফিল গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত কফিল উদ্দিন নগরীর পাহাড়তলী এলাকার জাকির আলী সওদাগরের বাড়ির মোঃ জামাল উদ্দিনের পুত্র।
এব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মোঃ নুরনবী বলেন, বন্দর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়, এতে এক পথচারী নিহত হয়। লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কার্ভাডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়িটি আটক আছে।
২৪ ঘণ্টা/দুলু