Tag: বাউফল

  • ২ ডজন বিয়ের পর সাধ মিটেছে, এখন কোন স্ত্রী পাশে নেই

    ২ ডজন বিয়ের পর সাধ মিটেছে, এখন কোন স্ত্রী পাশে নেই

    পেশায় রিকশাচালক জালাল ফকির, বয়স ৬০ ছুঁই ছুঁই। পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া বাজার ও আশপাশে রিকশা চালিয়ে আয়-রোজগার করেন।

    তার শ্রমিক জীবনের সোনালি সময় কেটেছে ঢাকায় রিকশা চালিয়ে। কুড়ি বছর বয়সে পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঢাকায় পাড়ি জমান তিনি। প্রথম সন্তান প্রসবের সময় মারা যান স্ত্রী রেনু বেগম।

    কিছুদিন পর নুরজাহান নামের আরেক নারীকে বিয়ে করেন তিনি। দ্বিতীয় স্ত্রীর ঘরে একটি পুত্রসন্তান জন্ম নেয়। কিছুদিন পর রোগাক্রান্ত হয়ে দ্বিতীয় স্ত্রীও মারা যান। প্রথম ও দ্বিতীয় স্ত্রী দুই সন্তান রেখে মারা যাওয়ায় মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন তিনি।

    একপর্যায়ে আবার বিয়ে করেন জালাল ফকির। কিছুদিন পর তৃতীয় স্ত্রী মারা না গেলেও তাদের সংসার ভেঙে যায়। এরপর আবার বিয়ে করেন তিনি। এভাবে একে একে ২৪ জন নারীকে বিয়ে করেন জালাল ফকির।

    প্রত্যেক নারীর সঙ্গেই কিছুদিন সংসার করার পর তাদের দাম্পত্য কলহের সৃষ্টি হয়ে সম্পর্ক ভেঙে যায়। তার ২৪তম স্ত্রী পিয়ারা বেগমের সঙ্গে প্রায় ৪ বছর আগে বিচ্ছেদ হয়। রংপুরের মেয়ে পিয়ারা বেগম ঢাকায় শ্রমিকের কাজ করতেন।

    পিয়ারা বেগমের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর জালাল ফকির সিদ্ধান্ত নেন তিনি আর বিয়ে করবেন না। এরপর ঢাকা থেকে গ্রামে ফিরে আসেন তিনি। বর্তমানে তিনি উত্তর কাছিপাড়া গ্রামে বড় ছেলে জামাল হোসেনের সঙ্গে আছেন। তার বড় ছেলে জামাল ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেন।

    ২৪ নারীকে বিয়ে করার প্রতিক্রিয়ায় জালাল ফকির বলেন, ২৪ জনের মধ্যে রূপে-গুণে আমার প্রথম স্ত্রীই সেরা ছিল। তার মতো আর কারও সঙ্গে সংসার করে শান্তি পাইনি। এখন ছেলের সংসারে আমার খুব ভালো সময় কাটছে।

    ভবিষ্যতে আর বিয়ে করার ইচ্ছা আছে কিনা- এমন প্রশ্নে জালাল ফকির বলেন,অনেক হয়েছে আর বিয়ে করব না। বিয়ের সাধ মিটে গেছে।

  • বাউফলে ট্রলারে ১৪শ’ বস্তা ত্রাণের চাল, দুই পাচারকারী আটক

    বাউফলে ট্রলারে ১৪শ’ বস্তা ত্রাণের চাল, দুই পাচারকারী আটক

    পটুয়াখালীর বাউফলে দুইটি কার্গো ট্রলারভর্তি ১৪শ’ বস্তা সরকারি চালসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- চাল ব্যবসায়ী শাহজাহান ও ট্রলার মালিক জয়নাল চৌকিদার। বরিশালের হিজলা থেকে চাল আনা হয়েছে বলে পুলিশ জানায়।

    বুধবার (১৫ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল উপজেলার বগাবন্দর থানার পুলিশ এ অভিযান পরিচালনা করেন। আটককৃত চাল ব্যবসায়ী শাহজাহানের বাড়ি বাউফল উপজেলার বানাজোরা গ্রামে ও ট্রলার মালিক জয়নালের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বদরপুর গ্রামে।

    পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ আগে থেকে ওঁৎ পেতে থাকে বগা সংলগ্ন বিভিন্ন পয়েন্টে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোররাতের দিকে চাল বোঝাই ট্রলার বগাবন্দরের পাশে খালের মধ্য নোঙ্গর করে স্থানীয় একটি চালের গুদামে উত্তোলন করা হচ্ছিল। উদ্ধার হওয়া ওই চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা রয়েছে। পরে তাদের আটক করা হয়।

    আটককৃতরা পুলিশকে তাৎক্ষণিকভাবে জানায় যে, মেহেন্দিগঞ্জের একাধিক জনপ্রতিনিধির কাছ থেকে চালগুলো ক্রয় করে বাউফলের উদ্দেশে নিয়ে আসছিল। স্থানীয়রা জানায়, এর আগে চালসহ ট্রলার আটকের খবর ছড়িয়ে পড়লে বাউফলের একজন প্রভাবশালী জনপ্রতিনিধি ওই সরকারি চাল পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে ব্যাপক লবিং ও তদবির চালিয়ে ব্যর্থ হয়।
    এঘটনায় পুলিশ সুপার মইনুল হাসান জানান, দুইটি কার্গো ট্রলার থেকে ১৪শ ’ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পেছনে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

    এদিকে, বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ইউপি সদস্য মোসা. লিপি বেগমের বাসায় অভিযান চালিয়ে চার বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিসুর রহমান বালী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। অপরদিকে মির্জাগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজি চাল ওজনে কম দেয়ায় ৫নং কাকড়াবুনিয়া ইউপি সদস্য মো. আব্দুল বারী মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোহাম্মদ শোয়েব।