২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বাকলিয়া রসূলবাগ আবাসিক এলাকায় এক সাংবাদিকের টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পেশাদার ছিনতাইকারীরা। শনিবার (২১ মার্চ) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই ঘটনাটির সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, মোবাইল ফোন ছাড়াও তিনটি কিরিচ ও একটি স্ট্যাম্প উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওই সাংবাদিকের মোবাইল ও টাকা ছিনতাইয়ের পর তার কাছ থেকে স্ট্যাম্প টিতে জোরপূর্বক সই নেওয়া হয়েছিলো।
গ্রেফতারকৃতরা ছিনতাইকারীরা হলেন, মো. রুবেল (১৯), আসিফ বিন আজাদ (২১), এসএম আসিফ উদ্দীন (২৫) ও সাজ্জাদ মিয়া (২০)।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, গত ২০ মার্চ শুক্রবার বিকেলে রসূলবাগ আবাসিক এলাকা থেকে কয়েকজন ছিনতাইকারী মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে তার কাছ থেকে একটি স্ট্যাম্পে জোরপূর্বক সই নিয়েছে বলে থানায় অভিযোগ করেন হোসেন মোহাম্মদ ইকবাল নামে এক সাংবাদিক।
এ অভিযোগের সূত্র ধরে ২১ মার্চ শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত পেশাদার ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ধারালো ৩টি কিরিচ ও ছিনতাই করা মোবাইল ফোন, নগদ টাকা ও স্ট্যাম্প উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার ৪ ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন ওসি নেজাম উদ্দিন।
২৪ ঘন্টা/আর এস পি