Tag: বাঘারপাড়া

  • হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

    হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চার জন নিহত হয়েছেন।

    সোমবার বিকেলে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংষর্ঘ হয়।

    এতে জিপে থাকা চার জনের মধ্যে ২জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দু’জন।

    তিনি আরও জানান, নিহতদের মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, একই উপজেলার রাসেল আহমেদ, ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০) এবং উপজেলা চেয়ারম্যানের ব্যবসা ম্যানেজার রয়েছেন।

    পুলিশ সূত্র জানায়, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল পাথরের ব্যবসা করেন।

    সিলেটে পাথর ক্রয় করার জন্য রাসেল আহমেদসহ তার সফর সঙ্গী হিসেবে ৪জনকে সাথে নিয়ে রবিবার সিলেটের জাফলংয়ে গিয়েছিলেন। সেখান থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে মাধবপুরের নোয়াপড়া এলাকায় পৌঁছালেই তার গাড়িটির সাথে ট্রাকের সংঘর্ষ হয়।

    সংঘর্ষে ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান কাজল, রাসেল ঘটনাস্থলে মারা যান। আঁখি ও কাজলের ম্যানেজার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ জানান, গাড়িটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজলসহ চারজন ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • যশোরের বাঘারপাড়ায় বেগুন ক্ষেতে গাঁজার চাষ: আটক-১

    যশোরের বাঘারপাড়ায় বেগুন ক্ষেতে গাঁজার চাষ: আটক-১

    যশোর প্রতিনিধি : শনিবার (২৭ জুন) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকার ওই মাঠে অভিযানে গিয়ে গাঁজা গাছসহ ইকলাছ হোসেন (৩৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

    আটক ইকলাছ ওই গ্রামের মৃত মোহর বিশ্বাসের ছেলে। তিনি বেগুন ক্ষেতে গোপনে গাজার চাষ করে, মাদক ব্যাবসায়ী কারবার করে আসছে।

    খাজুরা পুলিশ ফাঁড়ির (আইসি) উপ-পরিদর্শক (এসআই) জুম্মান খান সাংবাদিকদের বলেছেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ১টি টিম গাইদঘাট এলাকার ১টি বেগুনক্ষেতে অভিযান চালায়।

    এই সময়ে ১টি বেগুন ক্ষেত থেকে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত থাকলে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/নিলয়

     

  • যশোরে চেয়ারম্যানের নেতৃত্বে বাবা-ছেলেকে হাতুড়িপেটা

    যশোরে চেয়ারম্যানের নেতৃত্বে বাবা-ছেলেকে হাতুড়িপেটা

    নিলয় ধর,যশোর প্রতিনিধি:যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর খবির-উর-রহমান কলেজের এক কর্মচারী ও কলেজের জন্য তার জমিদাতা বাবাকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা।

    অভিযোগ, কলেজ পরিচালনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ পাটোয়ারী ও তার ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে।

    আহতরা হলো, ওই কলেজের ৫৫ শতক জমিদাতা শেখ আবু বক্কার (৬৭) ও তার ছেলে কলেজটির কর্মচারী শেখ মো. রিপন (৪২)।
    তবে ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী অভিযোগ অস্বীকার করে উল্টো কলেজের আহত কর্মচারী শেখ রিপনকে ঘটনার জন্য দায়ী করছে।

    আহত শেখ রিপন জানান, মঙ্গলবার সকাল দশটার দিকে তিনি কলেজগেটে ছিলেন। এ সময় কলেজের সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, তার ভাই জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলু পাটোয়ারী ও সহযোগী ডা. মিজানুর রহমান খোকনসহ ১৪-১৫ জন কলেজ চত্বরে ঢুকে তাকে হাতুড়ি ও রড দিয়ে বেদম পেটায়। খবর পেয়ে তার বৃদ্ধ বাবা শেখ আবু বক্কার ঘটনাস্থলে এলে তাকেও বেদম পেটানো হয়েছে। পরে খাজুরা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার এবং হাসপাতালে ভর্তি হতে সাহায্য করে।

    বর্তমানে বাবা ছেলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    রিপন অভিযোগ করে, গত শনিবার সকাল ১০টার দিকে সভাপতি নুর মোহাম্মদ লোকজন নিয়ে কলেজের ভেতর সভা করতে আসেন। ওই সময় তিনি ডিউটিতে ছিলেন। করোনা পরিস্থিতিতে ‘অধ্যক্ষের অনুমতি ছাড়া গেট খোলা যাবে না, বলে শেখ রিপন তাদের জানিয়েছেন। এরপর সভাপতিসহ অন্যরা সেখান থেকে ফিরে যান।

    মঙ্গলবার কলেজে ৮৫ লাখ টাকার বহুতল ভবন নির্মাণের জন্যে প্রকৌশলীরা জমি মাপতে এসেছিলেন। তারা ফিরে যাওয়ার পর এ হামলা চালানো হয়।

    কলেজের অধ্যক্ষ শামছুর রহমান জানান, তার কলেজের নারীঘটিত একাধিক ঘটনার সঙ্গে জড়িত শিক্ষক আনিছুর রহমান। তার সঙ্গে শিক্ষক সাখাওয়াত হোসেন, প্রদীপকুমার ও বেল্লাল হোসেন রয়েছেন। ওই চক্রকে হাত করে মোটা টাকার বিনিময়ে আনিছুর রহমান অধ্যক্ষ পদে আসীন হতে চান। এই সব ষড়যন্ত্র নিয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি নূর মোহাম্মদ পাটোয়ারী অঘটন ঘটাচ্ছেন।

    এদিকে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলু পাটোয়ারী।

    গণমাধ্যমকে তিনি বলেছেন, কলেজের নতুন ভবনের আনুষ্ঠানিকতা শেষে তার ভাই কলেজ পরিচালনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ পাটোয়ারী কর্মচারী রিপনকে ডেকে অধ্যক্ষের সামনে শনিবার কলেজের কক্ষ খুলে না দেওয়ার বিষয়ে জানতে চান। ওই সময় কর্মচারী তর্ক শুরু করে। তখন আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ পাটোয়ারীর মোটরসাইকেল-চালক একই উপজেলার হলিহট্ট গ্রামের সোবহানের ছেলে জিয়া থাপ্পড় মারেন রিপনকে। তখন রিপনও পাল্টা হামলা করায় উপস্থিতদের রোষের শিকার হন। একপর্যায়ে রিপন দৌঁড়ে কলেজ চত্বর থেকে বেরিয়ে প্রায় ২০০শত গজ দূরে তার বাবা আবু বক্কারের কাছে গিয়ে আশ্রয় নেন। আবু বক্কার ওই সময় কাচি দিয়ে ঘাস কাটছিলেন। রিপনকে ধাওয়াকারীদের সঙ্গে তার (আবু বক্কার) ধস্তাধস্তি হয়। এতে বক্কার রক্তাক্ত জখম হন।

    ধাওয়াকারীদের মধ্যে জিয়া ও বেতালপাড়ার জয়নালের ছেলে শাহিনও জখম হন দাবি করে চেয়ারম্যান বলেছেন, এর মধ্যে জিয়া যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

    এদিকে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জুম্মন জানিয়েছেন, কলেজে হট্টগোলের খবর পেয়ে তিনি সেখানে যান। তখন আহত বাবা-ছেলেকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তোলা হচ্ছিল। তিনি আহতদের স্বজনদের কাছে হামলাকারীদের পরিচয় জানতে চান। তাকে জানানো হয়, হামলাকারীরা চলে গেছে।পরে অধ্যক্ষকে খাজুরা পর্যন্ত পৌঁছে দেন এই পুলিশ কর্মকর্তারা।

    ২৪ ঘণ্টা/এম আর