Tag: বাজারে

  • আলুর দামে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না! সবজি, মাছ ও মুরগির বাজার চড়া

    আলুর দামে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না! সবজি, মাছ ও মুরগির বাজার চড়া

    রাজীব সেন প্রিন্স : হঠাৎ করে দাম বেড়ে প্রায় দ্বিগুণ হওয়া আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ভোক্তা, আড়ত ও কোল্ডস্টোরেজ পর্যায়ে সর্বোচ্চ যে দাম বেঁধে দেওয়া হয়েছে এই নির্দেশনা মানা হচ্ছে না কোনো পর্যায়েই। কেজি এখনও ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন বাজারে।

    শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা ব্যবসায়ীরা এখনো আলুর বিক্রি করছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। সরকারের নির্দেশে অনুযায়ী, খুচরায় প্রতিকেজি আলুর দাম হবে ৩০ টাকা নির্ধারণ করা হলেও সরকারের এ নির্দেশনার কোনো প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে না।

    কম দামে আলু পাওয়ার আশায় সকালে অনেক ক্রেতাই বাজারে ছুটে যান। তবে বাজারে গিয়ে তাদের হতাশ হতে হয়েছে। কারণ আগের মতোই আলুর জন্য চড়া দাম গুনতে হয়েছে।

    অন্যদিকে চট্টগ্রামের বাজারগুলোতে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। গত সপ্তাহের তুলনায় গুটি কয়েক সবজি ৫০ টাকার নিচে নামলেও অধিকাংশ সবজি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে। পাশাপাশি মাছ ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

    গতকাল শুক্রবার সরকারি বন্ধের দিনে চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার ও চাক্তাই বাজারে সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরেই চড়া দামে বিক্রি হওয়া সবজির বাজারে এখনো অস্থিরতা বিরাজ করছে। দু-একটি সবজি কেজিতে ৫-১০ টাকা করে কমলেও অধিকাংশ সবজিতেই হাত দেওয়ার জোঁ নেই নি¤œ ও মধ্যবিত্ত ক্রেতাদের।

    চাক্তাই বাজারে গিয়ে দেখা যায়, এখনো ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো। ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। গাজর ৮০ থেকে ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতো শিমের কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা।

    আর শসার কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা, বরবটির কেজি গত সপ্তাহের মতোই ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনও গত সপ্তাহের মতো ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    তাছাড়া কাঁকরোল, করলা, ঢেঁড়স, পটল, ছোট কচু ও ঝিঙ্গা ৬০ টাকা কেজিতে এবং মিষ্টি কুমড়া, লাউ ও পেঁপে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কচুর লতি ৪০ টাকা ও প্রতি শাক আটি প্রতি ১৫-২০ টাকায় বিক্রি করছে বিক্রেতারা।

    গত সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও এখনো ক্রেতাদের নাগালের বাইরে। স্বস্তি মিলছে না পেঁয়াজের দামেও। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আমদানি করা বড় আকারের ভারতীয় পেঁয়াজের কেজির জন্যও গুনতে হচ্ছে ৮০ টাকা। শুক্রবার প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২২০ থেকে ২৪০ টাকা।

    নগরীর পাথরঘাটা থেকে চাক্তাই সবজির বাজারে আসা চাকরীজীবি শুভ্রা দাশ হতাশার সুরে বলেন, এখন একশ টাকার সবজি কিনলে এক বেলাও ঠিক মতো হয় না। এক সপ্তাহে শুধু সবজির পেছনেই দেড়-দুই হাজার টাকা খরচ হচ্ছে। অবস্থা এমন চলতে থাকলে আমাদের পক্ষে টেকাই মুশকিল হবে।

    সবজির দামের বিষয়ে বিক্রেতা আব্দুল গফর বলেন, বন্যার পর টানা বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। চাহিদার তুলনায় বাজারে সবজির সরবরাহ অনেক কম। এ কারণে সবজির দাম কিছুটা চড়া। তাছাড়া আড়ৎ থেকে সবজি আনার পর অনেক সবজি নষ্ট হয়, ফেলে দিতে হয়। ফলে গড় দামে বৃদ্ধি পড়ছে।

    নগরীর রেয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগিতে ১০ টাকা এবং এবং প্রায় প্রতিটি মাছে কেজি প্রতি ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ১২০ টাকা, লেয়ার মুরগি ২৪০ টাকা এবং ২০০ টাকা কেজি দরে সোনালী মুরগি বিক্রি হচ্ছে শুক্রবারের বাজারে। এক হালি মুরগির ডিম কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৪০ টাকা।

    বাজারে লইট্টা মাছ বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা, দেশি রুই প্রতিকেজি ১৯০ থেকে ২৩০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, পোপা ২৪০ টাকা, কাতাল ২৬০ থেকে ২৯০ টাকা, গলদা চিংড়ি আকার ভেদে ৩৮০ থেকে ৬৫০ টাকা, রূপচাঁদা ৬০০ থেকে ৭০০ টাকা এবং ৫শ টাকা কেজিতে পাবদা মাছ বিক্রি করছে বিক্রেতারা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সীতাকুণ্ড বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ দোকানীকে জরিমানা

    সীতাকুণ্ড বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ দোকানীকে জরিমানা

    ২৪ ঘণ্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সীতাকুণ্ডে বাজার মনিটরিং করা হয়।

    আজ শনিবার (৯ মে) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার 
    বড়দাড়োগা হাট, সীতাকুণ্ড বাজার এবং ছোট কুমিরা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করেন।

    এসময় বিভিন্ন মুদির দোকানে মূল্য তালিকা না থাকায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে পাঁচটি মামলায় পাঁচজন দোকানীকে দোষী সাব্যস্ত করে ছাব্বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করেন।

    এর মধ্যে সাতকানিয়া স্টোরকে ১০ হাজার, খাজা স্টোরকে ৫ হাজার, মেসার্স কমল কৃষ্ণ সাহাকে ৫ হাজার, মেসার্স সোলাইমান স্টোরকে ৫ হাজার এবং আবুল কাসেম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলায় দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।

    বাজার মনিটরিং এর মাধ্যমে সকল পণ্যের মূল্য স্বাভাবিক, স্থিতিশীল রাখতে এবং সরকারী নিয়ম নীতি পালন নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় বলে জানান তিনি।

    এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি

  • সরকারি ২৫ বস্তা চাল মিলল বাজারের দোকানে, আটক ব্যবসায়ি

    সরকারি ২৫ বস্তা চাল মিলল বাজারের দোকানে, আটক ব্যবসায়ি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ || ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা বাজারে অভিযান চালিয়ে এক দোকানেই মিলল ৫০ কেজি ওজনের ২৫ বস্তা সরকারি চাল।

    এসময় আজাহারুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ব্যবসায়ী আজাহারুল মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

    গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব সরকার ও গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

    গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, অবৈধভাবে সরকারি চাল মজুদের অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে সরকারি চাল মজুদের বিষয়টি ধরা পড়লে ভূটিয়ারকোনা বাজারের চাল ব্যবসায়ী আজাহারুল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

    তবে আটকের পর ওই ব্যবসায়ি জানিয়েছে তিনি খাদ্য-বান্ধব কর্মসূচির সুবিধা ভোগীদের কাছ থেকে এ চাল ক্রয় করেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, সুবিধাভোগী নয় চাল কিনেছে ডিলারের কাছ থেকে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • বাজারে আগত ক্রেতা-বিক্রতাকে হাত ধোঁয়ার ব্যবস্থা করবে চসিক

    বাজারে আগত ক্রেতা-বিক্রতাকে হাত ধোঁয়ার ব্যবস্থা করবে চসিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন বলেন, নগরীর বিভিন্ন স্থানে চসিকের অনেক হাট-বাজার আছে। এই বাজার গুলোতে আগত ক্রেতা-বিক্রতাকে করোনা ভাইরাস থেকে রক্ষার নিমিত্তে চসিকের উদ্যোগে হাত ধোঁয়ার ব্যবস্থা করা হবে।

    তিনি আজ মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশন কনফারেন্স হলে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত করোনাভাইরাস প্রতিরোধ কমিটির দ্বিতীয় সভায় একথা বলেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বিধি মেনে চলা, জনসমাগম এড়িয়ে চলা এবং যার যার অবস্থান থেকে করোনাভাইরাস মোকাবেলায় জাতিকে সহায়তা করার উপর গুরুত্বারোপ করলেন চট্টগ্রাম সিটি মেয়র।

    মেয়র বলেন করোনা ভাইরাসের অন্যতম চিকিৎসা হচ্ছে হোম কোয়ারেন্টাইন। এই ভাইরাসের জন্য এটি এক ধরণের এন্টিবেটিক ঔষুধ। এই রোগীর জন্য ১৪দিন হোম কোয়ারেন্টাইন থাকা বাধ্যতামূলক।

    কোয়ারেন্টাইনকৃত ব্যক্তি ১৪দিন ঘরের বাইরে না গিয়ে নিজ বাড়ীর একটি কক্ষে অবস্থান করলে আপনা আপনি ভাল হয়ে যায়। কারণ ১৪দিনের পর করোনাভাইরাসের কার্যকারিতা থাকে না।

    সিটি মেয়র আরো বলেন করোনা ভাইরাসের জন্য আজকে থেকে সারা দেশে সেনাবাহিনী কাজ করবে। আমাদের সকলের উচিত দেশ মাতৃকার অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকে সর্বোতভাবে সহায়তা করা। আসুন এই দুর্যোগ মহুর্তে আমরা স্ব-স্ব অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা যুগিয়ে যায়।

    তিনি বলেন, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের সম্মিলিতভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। সমন্বয় সভায় জেলা পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে কোন কোন হাসপাতালে করোনা রোগী ভর্তি হবে তা নির্ধারণ করা হয়েছে।

    যারা কোয়ারেন্টাই মানবে না, সংক্রামক রোগ আইন ২০১৮ অনুযায়ি তাদের বিরুদ্ধে জেল বা জরিমানা বা উভয়দন্ড হতে পারে।

    চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সিভিল সার্জন চট্টগ্রাম ডা. এস কে ফজলে কবির, এডিসি মো. কামাল হাসান, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ডিডি মো. সুলতান মিয়া, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, বিভাগীয় সমাজকল্যাণ অফিস ডেপুটি ডাইরেক্টর হাসান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।