রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের গহিরা কলেজ মাঠে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।
মাদার ল্যান্ড ইভেন্টস্ ( বিডি) লিঃ এর আয়োজনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাউজানের গহিরা ডিগ্রী কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ইকবালের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্,রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, মেলা উদযাপন কমিটির পরিচালক মোহাম্মদ হাসান,ডাঃ দিপক সরকার, মুক্তিযোদ্ধা ইউছুপ চৌধুরী,চেয়ারম্যান আব্দুল জব্বার সোহেল,নুরুল আবছার বাঁশি, আওয়ামী লীগের মুছা আলম খাঁন চৌধুরী,শ্যামল দত্ত,যুবলীগ নেতা কাজী রাশেদ,ছাত্রলীগ নেতা আরশাফ চৌধুরী প্রমুখ।