Tag: বান্দরবানে

  • বান্দরবানের পাহাড়ি খাদে পর্যটকবাহী মাইক্রোবাস: ২ মৃত্যু

    বান্দরবানের পাহাড়ি খাদে পর্যটকবাহী মাইক্রোবাস: ২ মৃত্যু

    বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে গেছে পর্যটকবাহী একটি মাইক্রোবাস। এতে দুজনের মৃত্যু ও সাতজন আহত হওয়ার তথ্য জানা গেছে।

    আজ বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় জেলার থানচির জীবননগর এলাকার একটি পাহাড়ে দুর্ঘটনাটি ঘটে।

    হতাহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাদের মধ্যে হামিদুল ইসলাম নামে নিহত একজন একটি অফিসের সিনিয়র সিকিউরিটি গার্ড। অপর আহত ব্যক্তির নাম ওয়াহিদ। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

    পুলিশ, বিজিবি ও স্থানীয় ব্যক্তিরা জানান, ঢাকা থেকে নয়জনের একটি দল মাইক্রোবাস নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাওয়ার পথে জীবননগর এলাকায় গাড়িটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

    এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চার জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

    থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, আহতদের কয়েকজনকে উদ্ধার করে বান্দরবান ও থানচি হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও বান্দরবানে ২ জনের মৃত্যু

    করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও বান্দরবানে ২ জনের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডেস্ক নিউজ। জ্বর, সর্দিসহ করোনা উপসর্গের লক্ষণ নিয়ে একই দিনে চট্টগ্রাম ও বান্দরবান জেলায় ২ জনের মৃত্যুর খবর জানা গেছে।

    জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় পলাশ নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলি এলাকার বাসিন্দা।

    তথ্যটি নিশ্চিত করে বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসান চৌধুরী বলেন, একই দিনে বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে বিআইটিআইডি’র আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    তিনি বলেন, মৃত ব্যক্তিটির শরীরে জ্বর, সর্দিসহ করোনা উপসর্গের লক্ষণ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল আসলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানা যাবে।

    এদিকে একই দিনে চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার সদর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় নিজ বাড়িতে ওই নারীর মুত্যু হয়।

    এদিকে ওই নারী শ্বাসকষ্ট নিয়ে মারা গেছে এমন খবরে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।

    বান্দরবান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বাস্থ্যকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং সামাজিক দূরত্ব মেনে ওই নারীর দাফন কাজ সম্পন্ন করে মৃত নারীটির বাড়ির আশপাশে লকডাউন করে রাখা হয়।

    এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে বললেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর।

    তিনি বলেন, নমুনা পরীক্ষার ফলাফল হাতে পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • বান্দরবানে কোটি টাকার হেরোইনসহ ২ মাদকব্যবসায়ি র‌্যাবের হাতে ধরা

    বান্দরবানে কোটি টাকার হেরোইনসহ ২ মাদকব্যবসায়ি র‌্যাবের হাতে ধরা

    বান্দরবান জেলার সদর থানাধীন ধনেশ পাখি চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

    আজ ৩ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টার সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, বান্দরবান জেলা সদরের কালাগাতা গ্রামের মৃত চাইলাপ্রো মারমার ছেলে মংসাও মারমা (২৮) ও একই জেলার রোয়াংছড়ি কচ্ছতলী গ্রামের থুইবওেঁ মারমার ছেলে পাইনসাসিং মারমা (৪০)।

    তথ্যটি নিশ্চিত করে র‌্যাব-৭’র সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র ধনেশ পাখি চত্বর এলাকায় মাদকদ্রব্য (হেরোইন) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় র‌্যাবের একটি টিম।

    এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি টাকা জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।