যশোরের চৌগাছায় বাবা মহির উদ্দীন (৬৫) ও মা আয়না বেগমকে (৬০) গলাকেটে হত্যা করেছে ছেলে মিলন (৪২)।
বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বাবা-মাকে হত্যা করে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা ঘাতক ছেলেকে ধরে পুলিশে সোপর্দ করেছে। চৌগাছা থানার এস আই বিকাশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলে মিলন নিজ বাবা-মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক মিলনকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, মিলন মাদকাসক্ত নয় পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।
স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন জানান,হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুজনের ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তাদের ছেলে মিলনই হত্যা করে পালিয়ে যাওয়ার পথে গ্রামবাসীর হাতে আটক হয়। মিলন আগে থেকেই মাদকাসক্ত। প্রায়ই নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করত। তবে তাদের ছোটভাই লেখাপড়ার জন্য অন্যত্র থাকে।
হত্যাকারী মিলন বছর পাঁচেক আগে নিজ গ্রামের খাইরুল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছিল। ওই ঘটনার মামলার আসামি হিসেবে মিলন জেলও খেটেছে।