Tag: বার্ষিক ওরশ

  • রাউজানে হযরত আব্দুল কাদের জিলানী (রাহঃ) এর বার্ষিক ওরশ আজ

    রাউজানে হযরত আব্দুল কাদের জিলানী (রাহঃ) এর বার্ষিক ওরশ আজ

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : রাউজানে উত্তর সর্ত্তা গ্রামের গাউসুল আযম পীরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দীন হযরত আব্দুল কাদের জিলানী (রাহঃ) এর বার্ষিক ওরশ আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার।

    এ উপলক্ষে উত্তর সর্ত্তা দরগাহ বাজার সংলগ্ন ফুলতলা এলাকায় বিভিন্ন কর্মসূচি পালনের উদ্দ্যেগ নিয়েছে ওরশ আয়োজন কমিটি। এর মধ্যে বাদে আসর কোরআন তেলোয়াত,বাদে মাগরিব গাউসে পাকের জীবিনী নিয়ে আলোচনা, বাদে এশায় আখেরী মুনাজাত এবং সর্বশেষে আগত ভক্তদের মাঝে তবরুক বিতরণ করা হবে।

    এতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ওরশে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন ফুলতলা ওরশ পরিচালনা কমিটি।

  • আজ সীতাকুণ্ডে জিন্দা অলি হযরত উজির আলী শাহ্ (রহঃ) এর ওরশ

    আজ সীতাকুণ্ডে জিন্দা অলি হযরত উজির আলী শাহ্ (রহঃ) এর ওরশ

    আজ ১২ নভেম্বর ২০১৯ইং, ১৪ রবিউল আউয়াল মঙ্গলবার জিন্দা অলি হযরত উজির আলী শাহ্ (রহঃ) এর ১৪৬ তম বার্ষিক ওরশ শরীফ ও ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে এক নুরানী আজিমুশান মিলাদ মাহফিল সীতাকুণ্ডের উত্তর সলিমপুর,ফৌজদারহাট ষ্টেশন রোড এলাকায় মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

    ওরশ শরীফ উপলক্ষে এন্তেজামিয়া কমিটি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে ফজর পবিত্র খতমে কোরআন তেলাওয়াত,বাদে যোহর খতমে গাউছিয়া, বাদে আছর ওয়ায়েজ মাহফিল এবং বাদে এশা আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ।

    উক্ত ওরশ শরীফে মুসলিম উম্মাহ্ ও আশেকানদের সুখ-শান্তি ও মঙ্গল কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করা হবে।

    উক্ত মাহফিল ও ওরশ শরীফে কমিটির পক্ষ থেকে মাজারের খাদেম আবুল কালাম ও মোঃ জাফর আশেক ভক্তদেরকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানিয়েছেন।