Tag: বার্ষিক ওরশ শরীফ

  • শনিবার ফৌজদারহাট দরবার শরিফে বার্ষিক ওরশ মোবারক

    শনিবার ফৌজদারহাট দরবার শরিফে বার্ষিক ওরশ মোবারক

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ ইমামে রব্বানী কাইয়ুমে জামানি কুতুবুল ইরশাদ মুজাদ্দিদ আলফেসানী হযরত শায়খ আহমদ আল- ফারূকী হানাফি সিরহিন্দী (রহঃ) এর বার্ষিক ওরশ মোবারক ২৪ সেপ্টেম্বর (শনিবার) সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ দরবার শরিফে অনুষ্ঠিত হবে।

    ওরশ উপলক্ষে বেশ কয়েকটি কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
    সকাল ১০টায় খতমে কোরআন মাজিদ, ফাতেহা শরিফ, বাদে আসর তিলাওয়াতে কোরআন মাজিদ, হামদ ও না’ত শরীফ পাঠ, বাদে মাগরিব খতমে খাজেগান শরীফ ও মিলাদ শরিফ, বাদে এশা হযরত মুজাদ্দিদ আলফেসানী (রহঃ) জীবনীর উপর আলোচনা ও মিলাদ শরীফ এবং রবিবার বাদে ফজর খতমে মুজাদ্দিদী শরিফ,খতমে কোরআন মাজিদ, মিলাদ শরীফ, ফাতেহা শরীফ ও তাবাররুক বিতরণ করা হবে।

    উক্ত পবিত্র ওরশ শরীফে উপস্থিত হয়ে সকলের সার্বিক সহযোগীতা দিয়ে দু’জাহানের কামিয়াবী হাছিল করার জন্য মোন্তাজিমে দরবার এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন ফৌজদারহাট দরবার শরিফ খানকাহ্ সফিরিয়া মুজাদ্দিদীয়া মোহাম্মদ কিসতাস আল-হাশেমী ও মোহাম্মদ ফায়সাল আল-হাশেমী।

  • বোয়ালখালীতে আল্লামা আব্দুল মাবুদ (র.)’র ৩৬ তম বার্ষিক ওরশ শরীফ মঙ্গলবার

    বোয়ালখালীতে আল্লামা আব্দুল মাবুদ (র.)’র ৩৬ তম বার্ষিক ওরশ শরীফ মঙ্গলবার

    মোজাদ্দেদে মিল্লাত আল্লামা গাজী শাহ সৈয়্যদ আজিজুল হক আলকাদেরী ইমাম শেরে বাংলা’র (র.) প্রধান খলিফা হযরত শাহ্ সুফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র ৩৬তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাহ্ মাবুদিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

    এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর খতমে কোরআন শরীফ ও খতমে খাজেগান, সকাল ১০টায় খতমে বোখারী শরীফ ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল(সা.), বাদে আসর খতমে গাউছিয়া শরীফ। বাদে মাগরিব আলোচনা সভা, জিকির-মাহফিল, কিয়াম-মিলাদ ও আখেরী মুনাজাত। এতে দরবারের মুরিদ-ভক্ত, আশেক্বীনদের উপস্থিতি কামনা করেছেন পীরে ত্বরীক্বত অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (মা.জি.আ.)।

  • হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রাঃ) এর ৪৫৬ তম ওরশ শরীফ অনুষ্ঠিত

    হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রাঃ) এর ৪৫৬ তম ওরশ শরীফ অনুষ্ঠিত

    আনোয়ারা প্রতিনিধিঃঃ করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে সীমিত পরিসরে প্রতি বছরের ন্যায় এই বছরও বার আউলিয়ার অন্যতম সম্রাট চট্টগ্রামের আনোয়ারার আধ্যাত্বিক হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) এর ৪৫৬ তম ওরশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে।

    রবিবার (২০ জুন) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় অবস্থিত হযরত শাহ মোহছেন আউলিয়া(রাঃ) এর মাজার প্রাঙ্গনে এই ওরশ অনুষ্ঠিত হয়।

    সরেজমিনে দেখা যায়, মোহছেন আউলিয়া (রাঃ) এর ওরশকে ঘিরে সকাল থেকে মাজার পরিচালনা কমিটি ছাড়াও উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠন ও ভক্তরা কোরআন খাতম, মিলাদ মাহফিল ও তবারুক বিতরণের মধ্য দিয়ে ওরশের কর্মসূচি পালন করছে।

    ওরশ শরীফ এর কর্মসূচীর বিষয়ে দরগাহ পালা কমিটির মোতোয়াল্লি ফজলুল করিম বলেন,প্রতিবছর ব্যাপক আয়োজনে আজকের দিনে হযরত শাহ মোহছেন আউলিয়া(রাহঃ) বার্ষিক ওরশ শরীফ পালন করে আসলেও করোনা পরিস্থিতির কারণে গতবছরের ন্যায় এই বছরেও তেমন কোনো বড় ধরনের আয়োজন করা হয়নি। তবে ভক্তরা স্বাস্থবিধি মেনে নিজ নিজ দায়িত্বে জিয়ারত,খতমে কোরআন ও মিলাদ মাহফিল করে ওরশ পালন করতেছেন।

    উল্লেখ্য যে,মোহছেন আউলিয়া (রহ.) ৮৮৬ হিজরী ৭২ বাংলা ১৪৬৬ সনে ১২ রবিউল আউয়াল জন্ম গ্রহণ করেন। এবং তার মামা হযরত বদর আউলিয়া এর সাথে হযরত সর্বপ্রথম চট্টগ্রামে আগমন করেন। পরিশেষে ৯৮৫ হিজরি মুতাবেক ১৫৬৫ ইংরেজি, ৯৭১ বাংলা, ৬ আষাঢ় চট্টগ্রামে তিনি ইন্তেকাল করেন। তার মরদেহ প্রথমে আনোয়ারা উপজেলার ঝিউরী শঙ্খ নদীর পাশে কবর দেওয়া হলে পরবর্তীতে নদী ভাঙ্গনের ফলে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তম হাট এলাকায় স্থান্তর করা হয়।

    ২৪ ঘণ্টা/জাবেদুল

  • সীতাকুণ্ডে আস্তানা এ খাজা গরীবে নেওয়াজ(রাহঃ)’র ২ দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ আজ শুরু

    সীতাকুণ্ডে আস্তানা এ খাজা গরীবে নেওয়াজ(রাহঃ)’র ২ দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ আজ শুরু

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আস্তানা এ খাজা গরীবে নেওয়াজ(রাহঃ) এর ১২ তম ২ দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ ও হযরত খাজা গরীবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে খতমে বোখারী শরীফ ও আজিমুশশান ঈদে মিলাদুন্নবী, ছেমা ও কাউয়ালী মাহফিল ১৮ থেকে ১৯ ফেব্রুয়ারী উপজেলার ভাটিয়ারীর পূর্ব হাসনাবাদ আশেকানে খাজা গরীবে নেওয়াজ বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।

    এতে প্রথম দিবসের উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার জহুর মুহাম্মদ রাহাত উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আশেকানে খাজা গরীবে নেওয়াজ পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ সফি উল্লাহ। প্রধান ওয়ায়েজিন হিসেবে তাশরিফ পেশ করবেন মুফতি মাওলানা আবু জাফর আল কাদেরী। দ্বিতীয় দিবসে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু নাছের। বিশেষ অথিতি থাকবেন মাওলানা সুফি ড. গোলাম মোস্তফা চিশতী আল কাদেরী। এতে প্রধান ওয়ায়েজিন হিসেবে তাশরিফ পেশ করবেন কারী মোহাম্মদ হারুনুর রশীদ আল কাদেরী।

    এছাড়াও উক্ত মাহফিলে দেশবরেণ্য পীর-মাশায়েখ, আলেমেদ্বীন, রাজনীতিবিদ, আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

  • করোনা ঝুঁকিতে শাহ্‌ মোহছেন আউলিয়া (রঃ) বার্ষিক ওরশ ১ম বারের মতো স্থগিত

    করোনা ঝুঁকিতে শাহ্‌ মোহছেন আউলিয়া (রঃ) বার্ষিক ওরশ ১ম বারের মতো স্থগিত

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:করোনা ভাইরাসের কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত বার আউলিয়ার অন্যতম হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রঃ) এর বার্ষিক ওরশ স্থগিত করা হয়েছে।

    প্রতি বছর ধারাবাহিকভাবে ৬ই আষাঢ় ব্যাপক ভাব-গাম্ভীর্য্যের মধ্যে দিয়ে বার্ষিক ওরশ পালিত হয়ে আসছে।

    কিন্তুু ২০২০ সালের এবারের ওরশ বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে মাজারের ইতিহাসে ১ম বারের মতো ওরশ না করার সিদ্ধান্ত নিয়েছেন হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রঃ) দরবার শরীফ মতোয়াল্লী ও পরিচালনা কমিটি।

    সোমবার (৮ জুন) বেলা ১২টার সময় মতোয়াল্লী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানিয়ে দেন।

    মাজারের যুগ্ম মতোয়াল্লী এস এম জহিরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করে জানান, করোনা ভাইরাস রোগটি ছোঁয়াচে হওয়ার কারণে স্পর্শতো দূরে থাক কমপক্ষে তিন ফুট দূরুত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে এবং সরকার গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়াই সার্বিক অবস্থা বিবেচনা করে মাজারের কার্যকরী কমিটি তথা ওরশ পরিচালনা কমিটি এক জরুরী সভায় এই বৎসর ২০ই জুন (শনিবার) অনুষ্ঠিতব্য ওরশ না করার সিদ্ধান্ত নিয়েছে।

    বিষয়টি লক্ষ লক্ষ ভক্তদেরকে স্ব-স্ব পত্রিকার মাধ্যমে জানিয়ে দিতে সাংবাদিকদেরকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

    স্বাস্থ্যবিধির কারণে সাংবাদিকদের সামনে সবাই উপস্থিত হতে না পারলে ও লিখিতভাবে সম্মতি জানিয়েছেন তারা হলেন, ফজলুল করিম, জহিরুল ইসলাম, আবুতাহের মিঞা, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, মোজাম্মেল হক, আয়ুব নূরী বাবুল, জহির উদ্দিন, নজরুল ইসলাম, আলহাজ্ব আবদুল মোতালেব, শব্বির আহমদ ওসমানি, ইউনুছ মিয়া, নাজিম উদ্দিন, ছৈয়দ বশর, আলহাজ্ব মৌঃ আসহাব উদ্দিন, আলহাজ্ব নেজাম উদ্দিন মাসুদ, এস এম জসিম উদ্দিন, ফরিদউদ্দিন, আবুল কাসেম ছোটন, মনজুরুল ইসলাম, ছালেক, খাস্তগির আলম, মনছুর, মহিউদ্দিন, কফিল উদ্দিন প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল

  • আব্দুর রহমান শাহ্ মাইজভাণ্ডারীর (রঃ) ৫৫তম বার্ষিক ওরশ সম্পন্ন

    আব্দুর রহমান শাহ্ মাইজভাণ্ডারীর (রঃ) ৫৫তম বার্ষিক ওরশ সম্পন্ন

    রাউজান প্রতিনিধি: খলিফায়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা আব্দুর রহমান শাহ্ মাইজভাণ্ডারীর (রঃ) ৫৫তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৪ মার্চ) বাদে আছর হাটহাজারী উপজেলার ধলই এনায়েতপুর এলাকায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মুফিত ইব্রাহীম আল্ কাদেরী। উদ্বোধক ছিলেন শানে গাউছুল আজম মাইজভাণ্ডারী ওলাম পরিষদের সচিব আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খাঁন আল আজহারী।

    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সংযুক্ত আরব আমিরাত শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা দিদারুল আলম মাইজভাণ্ডারীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আহসানুল উলুম মাদ্রাসার প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা ইদ্রিস আনসারী, বিশেষ আলোচক ছিলেন কাজীর দেউরী কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী।

    মাওলানা মুহাম্মদ ওয়াহিদ রেজা কাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম সম্পাদক সৈয়দ জহুরুল হক আজাদ, হাজী নুরু মোহাম্মদ,ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল করিম চৌধুরী, সি.সহ মাওলানা মোহাম্মদ ইউছুপ,মাষ্টার দিদারুল আলম,সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আমান উল্লাহ্, সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মাদ শহিদুল আলম প্রমুখ।

    পরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও ২৩জন মেধাবী শিক্ষার্থীদের২৩হাজার টাকা আর্থিক প্রদান করা হয়। শেষে মিলাদ ক্বিয়াম ও মোনাজাতসহ জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।