Tag: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • পহরচাঁদা ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

    পহরচাঁদা ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

    কক্সবাজার জেলার শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা নিকেতন পহরচাঁদা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক (আরবি) মোহাম্মদ মোজাম্মেলুল হক এর বিদায় সংবর্ধনা শিক্ষক মোহাম্মদ আনসারুল্লাহ এর সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ জি এ এম সাইফুল হক এর সভাপতিত্বে মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ লায়ন কমর উদ্দিন আহমদ, শিলখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হোসেন, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, বরইতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছালেকুজ্জামান, প্রাক্তন ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি আলহাজ্ব হামিদ হোছাইন, উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য মাওঃ আবদুল মোনায়েম ও চট্টগ্রাম এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান সাংবাদিক লায়ন এইচ এম ওসমান সরওয়ার প্রমূখ।

    অনুষ্ঠানে সহকারী অধ্যাপক (আরবি) মোহাম্মদ মোজাম্মেলুল হক হুজুরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার সকল পুরস্কার ডোনেট করে পহরচাঁদা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ।

  • রাউজান সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    রাউজান সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    রাউজান প্রতিনিধি: রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।

    শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

    রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও রাউজান সরকারি কলেজের সভাপতি জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও কলেজের অধ্যাপিকা সৈয়দা রেহানা আফরোজা”র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মামনুন আহম্মেদ অনীক, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর রশিদ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি,রাউজান পৌর দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,কলেজের সহকারী অধ্যক্ষ সেলিম নেওয়াজ প্রমুখ।

  • আমরা নিজেদের আয় দিয়ে চলতে পারি:রেলমন্ত্রী

    আমরা নিজেদের আয় দিয়ে চলতে পারি:রেলমন্ত্রী

    রেলমন্ত্রী নুরল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ রেলওয়ে এখন একটি প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে। এ প্রতিষ্ঠানে হাসপাতাল আছে, স্কুল আছে, নিজস্ব নিরাপত্তাবাহিনী ও যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থাও আছে। আমরা এখন আর অন্যের ওপর নির্ভরশীল নই। আমরা নিজেদের আয় দিয়ে চলতে পারি।

    রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এসব কথা বলেন।

    তিনি রেলের সম্প্রতি উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, ‘রেলওয়ে একসময় স্বকীয়তা হারাতে বসেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদূরপ্রসারী পরিকল্পনায় এ রেল আবারও সগৌরবে ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর কয়েকটি মেগা প্রকল্পের মধ্যে কক্সবাজার রেলপ্রকল্পও একটি। তাঁর নির্দেশেই ঢাকায় মেট্রো ট্রেন, ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালুর কাজ চলছে। তিনি এ রেল ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছেন।’

    রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রত্যেকটি জেলায় ট্রেন নিয়ে যাওয়ার জন্য রেলপথ সম্প্রসারণের কাজ চলছে।

    তিনি চট্টগ্রাম থেকে রেল যোগাযোগের সুব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, ‘চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে লাকসাম ও টঙ্গী পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। এ কাজ শেষ হলে রেলে এ রুটে বৈপ্লবিক পরিবর্তন হবে। চট্টগ্রাম থেকে ঢাকা খুব কম সময়ে যাওয়া যাবে।’

  • রাজা মিয়া স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও স্মরণ সভা অনুষ্ঠিত

    রাজা মিয়া স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও স্মরণ সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মফিজুর রহমান সওদাগর এর স্মরণ সভা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ,ডায়েরী,আই ডি কার্ড ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয়ের দাতা সদস্য ও হালিশহর মুন্সী পাড়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুছ , বিশেষ অতিথি ছিলেন থানচি (বান্দরবান) উপজেলা শিক্ষা অফিসার শেখ আহম্মদ,রাউজান ইউ আর সি ইন্সট্রাকটর সফিক উদ্দিন খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিষু দে, সহকারী শিক্ষা অফিসার আবদুল মোমেন চৌধুরী, সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মাসউদ উল হক, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের আহবায়ক মহিউদ্দীন ইমন, দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী, দৈনিক আমাদের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত উল্লাহ, বায়তুল উলুম সি. মাদ্রাসার অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী, হাজেরা তজু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন।

    বিদ্যালয়ের সি. শিক্ষক চন্দন খাস্তগীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মরিয়ম বেগম, বিদ্যালয় প্রতিষ্ঠাতার সুযোগ্য পুত্র লিয়াকত আলী, শওকত নোমান, এনায়েত আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নেজাম উদ্দিন রানা, পেয়ার মোহাম্মদ, খায়ের উল্লাহ, হারুন উর রশিদ,বিদ্যালয়ের শিক্ষক শিব নারায়ন চৌধুরী, হাসনে আরা বেগম, অপর্ণা বড়ুয়া, বিদ্যালয় প্রতিষ্ঠাতার নাতনি জান্নাতুল মাওয়া তুহিন, সামিয়া প্রমুখ।

    বক্তারা বলেন, এলাকার শিক্ষা বিস্তারে স্বাধীনতা পরবর্তী সময়ে বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে যে দ্বীপশিখা প্রজ্বলন করেছিলেন আলহাজ্ব মফিজুর রহমান সওদাগর আজ তার স্বপ্নের বিদ্যাপীঠ এলাকাকে সু শিক্ষার আলোয় আলোকিত করেছে। তিনি আজীবন সমাজ তথা দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। যার ফলশ্রুতিতে মানুষ তাকে স্মরণের আবরণে আবদ্ধ করে রেখেছে। তিনি আজীবন মানুষের মাঝে তার আদর্শের মাঝে চির জাগরুক থাকবেন।

    আলোচনা সভা শেষে বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, শ্রেষ্ট অভিভাবক সম্মাননা ও খেলাধুলার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।